নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না মানি রুলস -- না রেগুলেশান, আমার আমিতে -- আমিই রেভুলেশান ::.. | https://www.facebook.com/shibbir69othello

আহাম্মেদ সিব্বির

বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......

সকল পোস্টঃ

টার্ন অফ

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১:৫৯

মাঝ রাত্তিরে জ্বলন্ত সিগারেটে
একরাশ জোনাক পোকা
জ্বলছে নিভছে বারান্দার রেলিংটাতে::...


মন্তব্য৪ টি রেটিং+০

আমার বর্ষ বরণ

১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৭

করতে চাই
বর্ষ বরণ
চালিয়ে তাই
যুগল চরন
আসবো ফিরে সবার আগে
আমার প্রিয় শাহবাগে

দিয়ে শুরু
মঙ্গল যাত্রা
উৎসব জুড়ে
আদি মাত্রা
বাঙ্গালীর মিলন মেলা
আজোবধি চারুকলা

টি এস সি –র
ওই চত্তরে
পাবো খুঁজে
সবতেরে
বাংলা সুরের মূর্ছনায়
হৃদ কাঁপাবে রমনায়

আঁকাবাঁকায়
চোখ সরিয়ে
গুঁড়ের চায়ে...

মন্তব্য২ টি রেটিং+০

জীবনমুখী আর্তনাদ -- ০০৭

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৮

আমার মনের সরল ভালবাসা
হাইড্রোজেন বেলুনে করে
দিয়েছিলাম তোমায়

কে জানতো
তোমার মন ভরা শুধু
ক্লোরিন আর ক্লোরিন

এখন আমার বুকে
শুধু জমে নিকোটিন ::...

[হাইড্রো ক্লোরিক এসিডে বুকটা আজ ঝলসানো]

মন্তব্য৩ টি রেটিং+০

জীবনমুখী আর্তনাদ -- ০০০৬

২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০১

দেহ শিকারি আমি
স্বীকার করি
দেহেই আমার লোভ

প্রেম ভিকারি আমি
আর্তনাদ করি
প্রেমেই আমার ক্ষোভ ::...

মন্তব্য২ টি রেটিং+০

স্বাদ - হীনতা

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১:৪৬

১৭৫৭
২৩ই জুন
পলাশীর প্রান্তর

১৯০ টা বছর
কেটে গেছে
দাসত্তে অবান্তর

ওরে ৫২
এনেছিলি তুই
বর্ণ বিক্ষোব

২১ তোকে
কুর্নিশ করি
ফেব্রুয়ারীর রব

ওরে ৭১
এনেছিলি তুই
মানচিত্র আক্ষেপ

২৬ তোকে
কুর্নিশ করি
মার্চের ভ্রূক্ষেপ

আজ সেই
২৬শে মার্চ
মহান দিবস স্বাধীনতা

কালের ক্রমে
শূন্যতা হাহকারে
হয়েছে স্বাদ - হীনতা

বুঝি...

মন্তব্য৪ টি রেটিং+০

রঙ্গিন কালো

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৯

লাল - সবুজের জন্ম
রঙ্গিন এক কালোয়
হৃদয়বিদারী আর্তনাদে

বীভৎস চেতনে
ধর্ষিত মননে
চলেছে এখনো কেঁদে

হায়ানার থাবায়
শকুনের আঁচড়ে
জমেছিল কাপুরুষের মেলা

ভাবায় সে ক্ষণ
কাঁপায় অনুরণ
ভাসে আজও দুঃখের ভেলা

কি করে ভুলি
মাখা রক্তের তুলি
আঁকা মার্চের ভয়াল পঁচিশ

৪৩ বছর কেটেছে
মুখ...

মন্তব্য২ টি রেটিং+০

পাশাপাশি

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১:২১

দুটি চোখ পাশাপাশি
অথচ কেউ কাউকে দেখে না
এটা চোখের দুর্বলতা নয়
এটা সীমাবদ্ধতা

সীমাবদ্ধতাকে
দুর্বলতা ভেবো না
দুর্বলতা ভেবে
সুযোগ নিও না

জানো কি
তুমি তাঁর সৃষ্টি
যিনি পরম করুনাময়
যার পরম করুণাতেও
তুমি সম্পূর্ণ না

তাই আবারো বলছি
সীমাবদ্ধতাকে
দুর্বলতা ভেবো না
দুর্বলতা...

মন্তব্য৪ টি রেটিং+০

জীবনমুখী আর্তনাদ -- ০০০৫

২২ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৫

সিগারেটের ছাই গুলি যতই ছুঁড়ি
উড়ে আসে ফিরে
বুঝিনা এতো কেনো ভালবাসা
এই আমায় ঘিরে
হয়ত আজো ভালবাসে
শত মানুষের ভীরে ::...

মন্তব্য২ টি রেটিং+০

এই দিনে [ বাংলাদেশ VS চুর । ১৯শে মার্চ ২০১৫ ]

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:১১

সভ্য এই যজ্ঞটাকে
করে দিলি নগ্ন
টাকা দিয়ে কিনলি জয়
জয়কে করলি পণ্য

চোরের খাতায় লিখে নাম
হইলি তোরা অনন্য
ফিরিঙ্গী বীর্যবিষে
বুঝাইলি কত জঘন্য

সঙ্গী করে ইংরেজ পাকি
কোটি চোখ দিলি ফাঁকি

জয় হো ভারত মাতা
মাতার নামেই সপে দিলেম...

মন্তব্য৭ টি রেটিং+০

পুনশ্চয়ঃ

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৬

বাহিরে প্রবল
শ্রাবনো ধারা
আনমনা মন
আঁতকে পাগল পারা
লাগছিল না ভালো আর একা
এমনি এক রাতে বেলকনিতে
আমাতে তোমার তিন বছর পর দেখা

চোখ যেনো চোখে
সরছেনা কিছুতে
বাহুডোরে ডেকে
মন চায় ছুঁতে
লাগছিল তোমায় নিশি বারি...

মন্তব্য৪ টি রেটিং+১

তবুও যে...

১৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৬

মন্তব্য০ টি রেটিং+০

কুরুচিশীল

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৫

তোমার হাত যখন ছুঁয়ে যায়
এ বুকের-ই পাঁচিল
ভালবাসায় খুঁজে পাও
আকাশের সুনীল

আমার হাত যখন ছুঁয়ে দেয়
তোমার বুকের-ই নীল
ভালবাসা হয়ে যায়
কুরুচিশীল

তুমি বাসলে ভালবাসা
আমি বাসলে ছিঃ
এমন ভালবাসার আমি
করি নিকুচি

অনাবৃত ছিলে তুমি
অথবা বেসামাল...

মন্তব্য০ টি রেটিং+০

জীবনমুখী আর্তনাদ -- ০০০৫

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২১

বিদ্বেষিত বিধান রচেছে
যুগে যুগে সভ্যতা
প্রকৃতি যা অনুমোদন করে
ঈর্ষান্বিত বিধানে তাই নিষিদ্ধতা ::...

মন্তব্য৪ টি রেটিং+০

আমার শীতলতা

১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৭

তুমি যেই হও
মিথরা কিংবা অর্শিয়া
তুমি যেখানে থাকো
আলব্রুজ কিংবা স্পার্ডিয়া

তুমি জানো কি
তোমার শীতল নৃত্য
উষ্ণ করে আমায়
করে তোলে উন্মাত্ত

তুমি জানো কি
তোমার শীতল কন্ঠ
আসক্ত করে আমায়
করে তোলে বিমুক্ত

তুমি জানো কি
ইগগ্রোনাস হতে এ বুক
কাঁপিয়ে...

মন্তব্য৮ টি রেটিং+১

জীবনমুখী আর্তনাদ -- ০০০৪

১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২০

যখন ভুইলা যাই
সব ভুইলা যাই
যখন মনে পড়ে
সব মনে পড়ে

যখন হারায়া যায়
সব হারায়া যায়
যখন খুইজা পাই
দেখি আগের মতন আর নাই ::...

মন্তব্য২ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.