![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
দুটি চোখ পাশাপাশি
অথচ কেউ কাউকে দেখে না
এটা চোখের দুর্বলতা নয়
এটা সীমাবদ্ধতা
সীমাবদ্ধতাকে
দুর্বলতা ভেবো না
দুর্বলতা ভেবে
সুযোগ নিও না
জানো কি
তুমি তাঁর সৃষ্টি
যিনি পরম করুনাময়
যার পরম করুণাতেও
তুমি সম্পূর্ণ না
তাই আবারো বলছি
সীমাবদ্ধতাকে
দুর্বলতা ভেবো না
দুর্বলতা ভেবে
সুযোগ নিও না
সময় আবহমান
পৃথিবীটাও ঘূর্ণায়মান
সময়ের আবর্তনে
পৃথিবীর পরিক্রমে
নিজেকে খুঁজো
আপন ভ্রমে ::...
২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:০৩
আহাম্মেদ সিব্বির বলেছেন: থ্যাংকস ভাই ::..
২| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২১
ধ্রুবক আলো বলেছেন: সীমাবদ্ধতাকে
দুর্বলতা ভেবো না
দুর্বলতা ভেবে
সুযোগ নিও না
কথাগুলো বেশ ভালো লাগলো।
২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:০৩
আহাম্মেদ সিব্বির বলেছেন: ধ্রুবক ভাই থ্যাংকস ::...
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৭:১৫
সিনবাদ জাহাজি বলেছেন: ভালো লাগলো