![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
লাল - সবুজের জন্ম
রঙ্গিন এক কালোয়
হৃদয়বিদারী আর্তনাদে
বীভৎস চেতনে
ধর্ষিত মননে
চলেছে এখনো কেঁদে
হায়ানার থাবায়
শকুনের আঁচড়ে
জমেছিল কাপুরুষের মেলা
ভাবায় সে ক্ষণ
কাঁপায় অনুরণ
ভাসে আজও দুঃখের ভেলা
কি করে ভুলি
মাখা রক্তের তুলি
আঁকা মার্চের ভয়াল পঁচিশ
৪৩ বছর কেটেছে
মুখ থুবড়েই রয়েছে
চলবে কি এভাবে অহর্নিশ ::.....
২| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ৩:০১
আহাম্মেদ সিব্বির বলেছেন: ইন্দ্রিয় আর কাজ করে না --> ভোতা হইয়া গেছে ::...
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৭ রাত ২:১৬
মোহাম্মাদ শাওন বলেছেন: চলছে পরোক্ষ শাসন। টের পাচ্ছেন কি?