![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
১৭৫৭
২৩ই জুন
পলাশীর প্রান্তর
১৯০ টা বছর
কেটে গেছে
দাসত্তে অবান্তর
ওরে ৫২
এনেছিলি তুই
বর্ণ বিক্ষোব
২১ তোকে
কুর্নিশ করি
ফেব্রুয়ারীর রব
ওরে ৭১
এনেছিলি তুই
মানচিত্র আক্ষেপ
২৬ তোকে
কুর্নিশ করি
মার্চের ভ্রূক্ষেপ
আজ সেই
২৬শে মার্চ
মহান দিবস স্বাধীনতা
কালের ক্রমে
শূন্যতা হাহকারে
হয়েছে স্বাদ - হীনতা
বুঝি না কি মানে
এই বিক্ষোব এই আক্ষেপ
এতো প্রাণ দান্ন
দেয়ালে টানানো
দিন পঞ্জিকায়
যেনো আজও ১৭৫৭::....
২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪
আহাম্মেদ সিব্বির বলেছেন: হুম ধ্রুবক ভাই এটাই বড় অপ্রিয় সত্য ::...
২| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৬
এম এ কাশেম বলেছেন: দেয়ালে টানানো
দিন পঞ্জিকায়
যেনো আজও ১৭৫৭::....
সূর্য উঠে
মেঘ কাটে তবে
কালো মেঘে ছেয়ে থাকে।
২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪
আহাম্মেদ সিব্বির বলেছেন: হুম কাশেম ভাই কালো মেঘে ছেয়ে থাকে ::...
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৭
ধ্রুবক আলো বলেছেন: দেয়ালে টানানো
দিন পঞ্জিকায়
যেনো আজও ১৭৫৭::....
সে একদম সত্য বলেছেন +++