![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
তোমার হাত যখন ছুঁয়ে যায়
এ বুকের-ই পাঁচিল
ভালবাসায় খুঁজে পাও
আকাশের সুনীল
আমার হাত যখন ছুঁয়ে দেয়
তোমার বুকের-ই নীল
ভালবাসা হয়ে যায়
কুরুচিশীল
তুমি বাসলে ভালবাসা
আমি বাসলে ছিঃ
এমন ভালবাসার আমি
করি নিকুচি
অনাবৃত ছিলে তুমি
অথবা বেসামাল আমারি চাহন
তব তোমাতেই খুজে ফিরি
প্রেমের-ই আবগাহন
ভালবাসায় অসমতা
করে রাখে দূর
প্রেমের-ই গানে দেয়
বিরহের সুর ::...
©somewhere in net ltd.