![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
এস্ট্রে-র মতন
প্রেমিক আর নাই
চিরে দিয়ে বুক
খুজে নেয় সুখ
অতঃপর বুক ভরা ছাই ::...
জীবন রঙিন না
রঙিন দৃষ্টিভঙ্গি
যে সাদাকালো চক্ষে
দেখি রঙিন
সেই সাদাকালো ই
হোক আমার
আজীবনের সঙ্গী
জীবনটা স্পাইরাল
কাটতে চায় সমান্তরাল
যে সমান্তরাল বক্ষে
রাখি স্পাইরাল
সেই সমান্তরাল ই
না হোক আমার
জীবনের অন্তরাল
অসম জ্যামিতি
বিসম বিধিরীতি
পারস্পরিক সংঘর্ষ
কখনো বিষাদ কখনো হর্ষ
জীবনের...
মাটির ভেতর কাঁচ
বুঝিনা ঈশ্বর
এ তোমার কেমন ধাচ
বড় অদ্ভুত এই ধাচে
বুঝিনা নশ্বর
আঁকড়ে ধরে কাছে
কাছে টেনে দূরে যায়
বুঝিনা হায় হায়
হয়ে যায় সব মিছে
কাঁচ ভেঙ্গে হয়েছে পাথর
জমেছে তাতে শৈবাল
পাথর আরও পাথুরে হবে
কেটে যাবে...
জীবন খুঁজতে যেয়ে
জীবন দিয়েছি বেঁচে
জীবন এর দামে
জীবন এর কাছে
জীবন বাঁচবে বলে ::...
উৎস কথাঃ একদিন হাহাকারে পৃষ্ঠ হয়ে জীবন খুঁজতে বের হলাম একটু ভালো করে বাঁচবো বলে।
অনেক হাতরিয়ে জীবনও খুঁজে...
বৃষ্টি ভেজা সন্ধ্যায়
কেনো যে মন চায়
পিচ ঢালা পথে
ধরে হাত হাতে
হেঁটে যেতে খালি পায়
বৃষ্টি ভেজা সন্ধ্যায়
কেনো যে মন চায়
ল্যাম্প পোস্টের আলো আধে
মিলে কাঁধ কাঁধে
দুজনে এক ছাতায়
বৃষ্টি ভেজা সন্ধ্যায়
কেনো যে মন চায়
চিলে...
ঠোঁট কামড়ে কামুক হেসে
ইশারায় ডেকে ভালবেসে
মায়ার জালে আপন করে
শক্ত করে জড়িয়ে ধরে
হয়েছো তুমি আমার পরিণীতা
ভুলের বৃত্তে ভুল
হারিয়ে সব কুল
হৃদয়ের গোপনে
করেছি আপন
তোমার সব কুৎসিসতা
কামনার তাড়না
মন সে ও মানে না
পেরিয়ে মনো...
প্রথম মিথ্যে
ঠোঁটের কোণের ভদ্র মৃদু হাসি
দ্বিতীয় মিথ্যে
ভদ্রতার মুখোশ পরে চলা পাশাপাশি
তৃতীয় মিথ্যে
নই আমি অভিলাষী
আজন্ম মিথ্যে
সত্যিই এই বেশ ভালো আছি
মিথ্যের চাদরে
নিজের কালো ঢেকে
ওম আদরে
অসত্য ভালো রং মেখে
নিত্য কুশীলব আমার
মঞ্চে সং সেজে...
নিয়ে দেখেছো কি কভু
নিজ মুঠে খেলার ছলে বালি
মুঠ করেছো কি নিবিড় কভু
করে দেখো হয়ে যাবে তা খালি
আঁকড়ে দেখেছো কি কভু
নিজ মুঠে আকুতির ছলে রশি
মুঠ করেছো কি নিবিড় কভু
করে...
মদ - প্যাগ এর পর প্যাগ
সিগারেট - এক এর পর এক
এতে যত না
হই মাতাল
তার চেয়ে বেশী
দিশেহারা আমি
তোমার চোখে চোখ
রেখে হই যে বেসামাল
কি মায়াজাল বুনে
যায় তোমার ওই আঁখি
যখনই...
উচন্ডি বেসামাল বাতাস
অনাবৃত করে দেয় তোমায়
অনাবৃত তোমার জলন্ত চাহুনি
পুড়িয়ে ঢাকে তোমার নগ্নতা
হ্যাঁ নগ্নতার আত্মগ্লানিতা
তোমায় মুক্তি দেয়
আমারি ঠোঁটের আদরে ::...
উৎস কথাঃ
হাতে বিড়িটা জ্বলতেছে... বিড়ির আগুনটা ছাই দিয়া আবৃত...
একটা উচন্ডি বেসামাল...
মধ্যবিত্ততার উপহাসে
দিনগুলি অভিশপ্ত
অভিশাপের রাহুগ্রাসে
স্বপ্নগুলি বিধ্ধস্ত
না অামি
স্বপ্নের ধার ধারি না
হ্যা আমি
স্বপ্নে বাচি না
আমি বাচি
সংঘাতে
কখনো ঘাত
বা প্রতিঘাতে
আমি বৃদ্ধতা বরন করি
যৌবনের আর্তনাদে
আমি মৃত্যু ছুয়ে দেখি
তোমারি ভস্মচ্ছেদে
আমি মরে যাই
আবার বেচে উঠি
যখনি তোমায় ঠোটে পাই
আর...
মাঝরাতে
শুন্য ঠোঁটে
হঠাৎ একটা
তুমি যদি জোটে
এক এক করে দুই
দুই একে তিন
তিন দুইয়ে পাঁচ
টানে টানে
খুঁজে নিই
তোমারি আঁচ
একাক্কি আর ফিবনাক্কি
সেথায় একাকার
যেথায় সোনালী অনুপাতে
বাড়ে হৃদয়ের হাহাকার
বুঝি না তুমি
হৃদয়ে রাখা
হাহাকার না প্রেম
হয়ত...
ভাবনা-->
বিশাল লাইন, হট্টগোল, দালাল এর কুপ্ররোচনা, পান চিবানো মুরুব্বী টাইপ এর
ঘুষখোর কর্মকর্তা/ কর্মচারী, কথায় কথায় বিভ্রান্তি, ঘুস দেওয়া ও নানবিধ হয়রানি...
ভোর বেলায় রওনা দিতে হবে... আরও নেগেটিভ...
রাঁধা আজ বনমালী
হৃদয় তাই ফালি ফালি
বাঁশিহীন অসার ঠোঁটে
আগুন ফুলের পসর ফোটে
হাতে নিয়ে আগুন ফুল
ভুলতে চাই ভুলের ভুল
না যাচ্ছে না তা কিছুতেই
আমি আজও তোমাতেই
আগুন ফুলের কাটায় কাটায়
হৃদয় ক্ষত বেড়েই যায়
অক্ষত এই...
সেখানে
তুমি আর আমি
খুবই কাছাকাছি
যেখানে
নেই গ্রেভিটেশন
যেখানে
নেই গ্রেভেটি
নেই গ্রেভিটেশন
সেখানে
কি করে হয় বর্ষণ
তবুও
বাহিরে চলছে প্রবল বর্ষণ
ভিতরে বাড়ছে ক্রমেই আকর্ষণ
যেখানে
নেই মাধ্যাকর্ষণ
অদ্ভুত এক
অভিকর্ষজ ত্বরণে
হৃদয়ের রক্ত ক্ষরণে
মুক্তিবেগে ছুটে চলা
আমারি প্রেমাবেগ
তোমাতে পেয়েছে
আজ ঋণাত্মক মাত্রা
মাধ্যাকর্ষণের...
©somewhere in net ltd.