![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
মাঝরাতে
শুন্য ঠোঁটে
হঠাৎ একটা
তুমি যদি জোটে
এক এক করে দুই
দুই একে তিন
তিন দুইয়ে পাঁচ
টানে টানে
খুঁজে নিই
তোমারি আঁচ
একাক্কি আর ফিবনাক্কি
সেথায় একাকার
যেথায় সোনালী অনুপাতে
বাড়ে হৃদয়ের হাহাকার
বুঝি না তুমি
হৃদয়ে রাখা
হাহাকার না প্রেম
হয়ত তুমি
ভিঞ্চির আঁকা
জটিল কোন ফ্রেম
তুমিহীনে অনুক্ষণে
হারাই আমি বোধ
তুমি জ্বলো আমি জ্বলি
জ্বলে ভিঞ্চি কোড ::..
সিব্বির এলবেস্টাইন ওথেলো
২| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৫
ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো হয়েছে, ভালো লাগলো।
৩| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৮
আহাম্মেদ সিব্বির বলেছেন: @ সুমন কর ভাই --> পরামর্শের জন্য ধন্যবাদ ::..
@ ধ্রুবক ভাই --> আপনাকেও ধন্যবাদ ::..
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৩২
সুমন কর বলেছেন: লেখার শেষে ফেবুর লিংক, ব্লগে না দেয়াটাই ভালো।
লেখা ভালো লেগেছে।