![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
রাঁধা আজ বনমালী
হৃদয় তাই ফালি ফালি
বাঁশিহীন অসার ঠোঁটে
আগুন ফুলের পসর ফোটে
হাতে নিয়ে আগুন ফুল
ভুলতে চাই ভুলের ভুল
না যাচ্ছে না তা কিছুতেই
আমি আজও তোমাতেই
আগুন ফুলের কাটায় কাটায়
হৃদয় ক্ষত বেড়েই যায়
অক্ষত এই ক্ষতটার
বুঝি না কি মানে তাঁর
হ্যাঁ
রাঁধা আজ বনমালী
মুখ ফিরিয়েছে মা কালি
তাই
আগুন ফুলের আবেশে
কাটছে জীবন পরিহাসে ::..
©somewhere in net ltd.