![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
প্রথম মিথ্যে
ঠোঁটের কোণের ভদ্র মৃদু হাসি
দ্বিতীয় মিথ্যে
ভদ্রতার মুখোশ পরে চলা পাশাপাশি
তৃতীয় মিথ্যে
নই আমি অভিলাষী
আজন্ম মিথ্যে
সত্যিই এই বেশ ভালো আছি
মিথ্যের চাদরে
নিজের কালো ঢেকে
ওম আদরে
অসত্য ভালো রং মেখে
নিত্য কুশীলব আমার
মঞ্চে সং সেজে থেকে
মিথ্যের পাহাড় আমি
মিথ্যের সাত সমুদ্দুর
মিথ্যের মরুভূমি আমি
নিজের থেকেই দূর
বহুদূর ::...
০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫
আহাম্মেদ সিব্বির বলেছেন: অথবা কবিরা সব সামুতে ভীড় বাড়াচ্ছে ::...
২| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৬
ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে,
০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬
আহাম্মেদ সিব্বির বলেছেন: ধ্রুবক ভাইঃ ধন্যবাদ ::...
৩| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮
আলপনা তালুকদার বলেছেন: আত্মসমালোচনা। ভাল। কোণের বানানটি ও যতিচিহ্ন ঠিক করুন।
০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৮
আহাম্মেদ সিব্বির বলেছেন: ধন্যবাদ আলপনা আপু , বানান এডিটেড ::...
৪| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: মিথ্যে দূরে থাকুক তবে
০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৬
আহাম্মেদ সিব্বির বলেছেন: ধন্যবাদ ছবি আপু , কিন্তু মিথ্যে থেকে দূরে থাকবো এটা বলাও যে আর একটা মিথ্যে ::...
৫| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক । মিথ্যা এড়ানোও যায় না
০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬
আহাম্মেদ সিব্বির বলেছেন: তাই আবার মিথ্যের পাহাড়ে আরোহণ -- আমরা সবাই এডভেঞ্চারিস্ট ::...
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৯
হাতুড়ে লেখক বলেছেন: সবাই কবি হয়ে যা্চ্ছে!