![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
জীবন খুঁজতে যেয়ে
জীবন দিয়েছি বেঁচে
জীবন এর দামে
জীবন এর কাছে
জীবন বাঁচবে বলে ::...
উৎস কথাঃ একদিন হাহাকারে পৃষ্ঠ হয়ে জীবন খুঁজতে বের হলাম একটু ভালো করে বাঁচবো বলে।
অনেক হাতরিয়ে জীবনও খুঁজে পেলাম। জীবন পাওয়ার পর বুঝতে পারলাম জীবনও জীবন খুঁজে
সেও বাঁচবে বলে। বুঝলাম আমি জীবন না বরং মৃত ধ্বংসাবশেষ।
সেখানেই বিধ্বস্ত আমি সামনে এগুবার সমস্ত শক্তি হারিয়ে, অনেক অনেক হাতরিয়ে পাওয়া জীবনটাকে
মুক্ত করে দিলাম মৃত ধ্বংসাবশেষ থেকে ---- জীবন বাঁচবে বলে ::...
©somewhere in net ltd.