![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
মদ - প্যাগ এর পর প্যাগ
সিগারেট - এক এর পর এক
এতে যত না
হই মাতাল
তার চেয়ে বেশী
দিশেহারা আমি
তোমার চোখে চোখ
রেখে হই যে বেসামাল
কি মায়াজাল বুনে
যায় তোমার ওই আঁখি
যখনই তোমার
চোখে চোখ রাখি
এক হাতে সিগারেট
আর এক হাতে মদ
তোমার পলকে অপলক
হয়ে থাকি বধ
তোমার চোখে মায়া যাদু
অন্তিম নেশা
সেই নেশাই কাল করেছে
মদ - সিগারেট আর আমার
গোপন মেলা-মেশা
মানতে পারি না
ওদের সাথে আমার দূরত্ব
ভেঙ্গেছ তুমি নিপুণ
অটুট বন্ধুত্ব
সত্যি ই অদ্ভুত সত্ত্বা
তুমি - হে নারী
তোমার তরে ধরি মদ
কখনো বা ছাড়ি ::...
০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩২
আহাম্মেদ সিব্বির বলেছেন: ছবি আপুঃ ধন্যবাদ ::...
২| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০১
ধ্রুবক আলো বলেছেন: খারাপ হয়নি
০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩১
আহাম্মেদ সিব্বির বলেছেন: ধ্রুবক ভাইঃ ধন্যবাদ ::...
৩| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১১
বিজন রয় বলেছেন: কবিতায় যেভাবে বলেছেন নারীকে আমি এভাবে দেখি না।
তবে কবিরা নারীকে নিয়ে অনেক কিছুই ভাবে।
শুভকামনা রইল।
০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৭
আহাম্মেদ সিব্বির বলেছেন: বিজন ভাইঃ দৃষ্টি ভঙ্গি আপেক্ষিক, দৃষ্টি ভঙ্গি ই পারে হাজার মানুষের ভীড়ে নিজেকে আলাদা ভাবে চেনাতে, হয়তো আপনার দৃষ্টি ভঙ্গিতে নারী আরও সুন্দর আরও রহস্যমায়ী অথবা অন্য কোনো ডাইমেশান... আমাদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই ধন্যবাদ রইল ::...
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন