![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
মাটির ভেতর কাঁচ
বুঝিনা ঈশ্বর
এ তোমার কেমন ধাচ
বড় অদ্ভুত এই ধাচে
বুঝিনা নশ্বর
আঁকড়ে ধরে কাছে
কাছে টেনে দূরে যায়
বুঝিনা হায় হায়
হয়ে যায় সব মিছে
কাঁচ ভেঙ্গে হয়েছে পাথর
জমেছে তাতে শৈবাল
পাথর আরও পাথুরে হবে
কেটে যাবে মহাকাল
মহাকাল অন্ধকারে
মহাকাল হাহাকারে
মহাকাল নির্বিকারে
মহাকাল আর কাটেনারে
বড় অদ্ভুত এই মহাকালের আঁচ
বুঝিনা ঈশ্বর এ তোমার কেমন ধাচ ::...
১৩ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৬
আহাম্মেদ সিব্বির বলেছেন: খায়রুল ভাই ধন্যবাদ ::...
২| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লিখেছেন। সুন্দর কবিতা।
"বড় অদ্ভুত এই ধাচে
বুঝিনা নশ্বর
আঁকড়ে ধরে কাছে
কাছে টেনে দূরে যায়
বুঝিনা হায় হায়
হয়ে যায় সব মিছে" অসাধারণ অনুভূতি
১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪০
আহাম্মেদ সিব্বির বলেছেন: নয়ন ভাই ধন্যবাদ --- অনুভূতিটা তো সাধারণ --- এমনই হয়ে আসতেছে আবহমানকাল ধরে
::...
৩| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪১
ধ্রুবক আলো বলেছেন: বুঝতে হলে সাধনা করতে হবে!
১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৮
আহাম্মেদ সিব্বির বলেছেন: ধন্যবাদ ধ্রুবক ভাই --- সাধনা যে সময় থাকতে থাকতে করতে পারছে সে বাইচ্চা গেছে আর যে পারে না সে হইয়া গেছে বিধ্বস্ত কবি
::...
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৭
খায়রুল আহসান বলেছেন: মহাকাল অন্ধকারে
মহাকাল হাহাকারে
মহাকাল নির্বিকারে
মহাকাল আর কাটেনারে -- বেশ বলেছেন!