![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
নিয়ে দেখেছো কি কভু
নিজ মুঠে খেলার ছলে বালি
মুঠ করেছো কি নিবিড় কভু
করে দেখো হয়ে যাবে তা খালি
আঁকড়ে দেখেছো কি কভু
নিজ মুঠে আকুতির ছলে রশি
মুঠ করেছো কি নিবিড় কভু
করে দেখো হয়ে যাবে তা অসি
করে দেখেছো কি কভু
নিজ মুঠে অত্যাচারের প্রতিবাদ
মুঠ করেছো কি নিবিড় কভু
করে দেখো হয়ে যাবে তা অপবাদ
ধরে দেখেছো কি কভু
নিজ মুঠে ভালোলাগার কোন হাত
মুঠ করেছো কি নিবিড় কভু
করে দেখো হয়ে যাবে তা প্রেমাঘাত ::...
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:১৩
আহাম্মেদ সিব্বির বলেছেন: সাইফুল ভাইঃ ধন্যবাদ ::...
২| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১:১৬
সাইফুল ফরিদপুর বলেছেন: জাযাকাল্লাহ
৩| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর হয়েছে কবি।
০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৮
আহাম্মেদ সিব্বির বলেছেন: ধন্যবাদ বাবু ভাই ::...
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৭ রাত ১২:৪৬
সাইফুল ফরিদপুর বলেছেন: সুন্দর লিখেছেন.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।@