| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহাম্মেদ সিব্বির
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
করতে চাই
বর্ষ বরণ
চালিয়ে তাই
যুগল চরন
আসবো ফিরে সবার আগে
আমার প্রিয় শাহবাগে
দিয়ে শুরু
মঙ্গল যাত্রা
উৎসব জুড়ে
আদি মাত্রা
বাঙ্গালীর মিলন মেলা
আজোবধি চারুকলা
টি এস সি –র
ওই চত্তরে
পাবো খুঁজে
সবতেরে
বাংলা সুরের মূর্ছনায়
হৃদ কাঁপাবে রমনায়
আঁকাবাঁকায়
চোখ সরিয়ে
গুঁড়ের চায়ে
চুমুক দিয়ে
শেষবেলাটা ছবির হাটে
জমবে আড্ডা সিগারেটে ::... 
২|
১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর কবিতা । ধন্যবাদ

©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:১৭
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর।