![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
বাহিরে প্রবল
শ্রাবনো ধারা
আনমনা মন
আঁতকে পাগল পারা
লাগছিল না ভালো আর একা
এমনি এক রাতে বেলকনিতে
আমাতে তোমার তিন বছর পর দেখা
চোখ যেনো চোখে
সরছেনা কিছুতে
বাহুডোরে ডেকে
মন চায় ছুঁতে
লাগছিল তোমায় নিশি বারি ধারায়
দেহ মন অনুরণ ক্ষণে ক্ষণে হারায়
আধো আলো রুমে
সারা দেহ চুমে
কামনার নেশা
অন্তিম মেলা মেশা
লাগছিল না কোনো সংশয়
ক্লান্ত আমি বিধ্বস্ত তোমার দেহে
রঙিন চিহ্ন এঁকে বলি
তুমি ই আমার পুনশ্চয়ঃ ::...
১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৯
আহাম্মেদ সিব্বির বলেছেন: ধন্যবাদ ধ্রুবক ভাই ::...
২| ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ভাই ।
খুব ভালো লাগলো আমার কাছে।
১৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৩
আহাম্মেদ সিব্বির বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই ::...
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৫
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো,