![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
ঈদের ওই চাঁদটাকে
বরফ কুচি করে
পেগ এর সাথে মিশিয়ে
নিলেম আপন করে
আমার খুশির
জোয়ারে আজ
পড়েছে অচিন ভাটা
গ্লাসেই খুঁজি
সকল আদর
জড়ানো স্বপন আটা
জ্বালিয়ে আগুন
ঠোঁটের কোনে
সাক্ষী করি সঙ্গোপনে
বেদনা বিধুর
ইন্দ্রটাকে
জড়িয়ে জালে
হারাই আমি মহাকালে
অনন্তে বহুদূর
এমনি করে
সময় যাবে
সময়ের অসীম পথে
অসাময়িক
আমি না হয়
হাঁটবো উল্টো রথে
[........................... কি বা এসে যায় ]
©somewhere in net ltd.