![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,চুকিয়ে দেব বেচা কেনা,মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনাদেনা,বন্ধ হবে আনাগোনা এই হাটে-
মৌসুমি ভৌমিকের কন্ঠে - যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো বলো কোথায় গিয়ে- শুনার পর থেকেই একই সুরে প্রশ্ন জাগে- আসলেই, ভালোবাসা ছাড়া কোথায় শান্তি পাবো? বুঝিনা, পৃথিবীতেকি ভালোবাসার খুব অভাব! আমার এক ইয়াং কলিগ সেদিন খুব আফসোছ বলছিলেন- আচ্ছা, ইদানিংকার মেয়েদের হয়েছেটাকি, যত্তসব অকর্মা গাজা বিড়ি খেয়ে বেড়ানো ভবঘুরেদের সাথে ডিং ডিং করে প্রেম করে বেড়াতে পারে, কিন্তু আমাদের দেখেনা !
আমি অবশ্য ইদানিং অফিসে প্রচার করেছি আমার গার্ল ফ্রেন্ড আছে ! কেনোনা প্রেমিকা আছে এই তথ্যটা আমাকে বিভিন্ন সন্দেহ থেকে রক্ষা করবে, যেমন কোনো মেয়ে কলিগের সাথে ভাব মারা চেষ্টা করছি ।
অবশ্য ওই মেয়েটা বললো- সবাইকে নাহয় বললেন প্রেমিকা আছে, নিজেকে কি বলবেন ?
আমি- আমি একা, বড় একা, আমার আপন কেউ নাই !
ভালোবাসার অভাববোধ থেকেই বোধহয় মনে এমন কথা জন্ম নেয়- প্রেম ভালোবাসাই জীবনের সব নয়!
খুব কষ্ট লাগতো, খুব ভাবতাম- কেনো পছন্দের মানুষ নিজের আপন হয়না, কেনো ভালোবাসার মানুষ আমাকে ভালোবাসেনা ।
আল্লাহকে খুব ডাকতাম- আল্লাহ, প্লিজ, ওকে আমার করে দাওনা। কিন্তু থাক, কি দরকার। এখন আল্লাহকে বলি- আই অ্যাম স্যরি, আল্লাহ। আই অ্যাম ভেরি মাস স্যরি। কেউ যদি আমাকে ভালো না বাসে, তাইলে আমার কিই বা আর করার আছে ? কেনোই বা আর শুধু শুধু বলতে যাবো- আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। এখন নিজেকে বুঝাতে চাই, আমি আসলে কাউকেই চাইনা, নিজে নিজে মন্ত্র পাঠ করি - আমি কাউকেই ভালোবাসিনা, কাউকেই না।
ও যে আমাকে ভালোবাসলোনা, এইজন্য ওরতো আর কোনো দোষ নেই, কাউকে ভালো না লাগলে, কিংবা আগে থেকে কাউকে মন দিয়ে দিলে আর তো কাউকে মন দেওয়া সম্ভব নয়। তাই বাসবেই বা কিভাবে ?
কিন্তু তার সাথেতো ওর আর এখন নেই রিলেশন, তাইলে আমাকে বাসলে কি এমন ক্ষতি হত ? শুধুই কি ভালো ভালো বিয়ের অফারগুলোই দেখতে হবে? মানুষ যে এতো ভালোবাসে, তার সত্যিই তেমন কোনো মুল্য নেই। থাক, থাকবেই বা কেন দাম, দরকার নেই। আমি ওকে বলেছিলাম - তোমার দেওয়া একেকটা মেসেজ আমার কাছে একেকটা হীরার থেকেও দামি। ও যে আমার বন্ধু হয়েছে, এটাই কি আমার কম পাওয়া? আমি চিৎকার করে ওকে বলতে চাই- আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কিন্তু থাক, আর বলবোনা। নিজেকে এখন শিখাচ্ছি- আমি কাউকে ভালোবাসিনা, আমি কাউকে ভালোবাসিনা, আমি কাউকে ভালোবাসিনা। আচ্ছা, ইদানিং ব্লগ লিখলেইতো হয়ে যাচ্ছে নাস্তিক !
তাইলে আমারও দুইএকটা মনের কথা জিজ্ঞেস করে নাস্তিক হয়ে যাবোনাকি !?
ধরুন আমি বেহেস্তে গেলাম, যেয়েই আল্লাহর কাছে চেয়ে বসলাম আমি পৃথিবীতে থাকতে যে মেয়েকে ভালোবাসতাম, তাকে । আল্লাহ কি আমাকে দিবেন ? অবশ্য উনি দিতে বাধ্য, কেননা কমিটমেন্টই করা আছে ওখানে যেয়ে যা চাইবো, তাই পাবো। আবার ধরুন মেয়েটা আমাকে চাইলোনা, তাইলে ? আচ্ছা, সেটা নাহয় ম্যানেজ করা গেলো, কিন্তু অপর একজন ও যদি একই মেয়েকে চেয়ে বসে, এবং প্রত্যেকেই যদি অরিজিন্যাল চায়, আবার সে যদি এদের কাউকেই না চায়, তাইলে কিভাবে দিবেন ?
অবশ্য বুঝিনা ওখানে কেনো এতো হুরের লোভ দেখানো হয়েছে, একজনইতো মনেহয় যথেষ্ঠ ছিলো, তাইনা? ওখানে বোধহয় ভালোবাসার অভাব। অবশ্য আমি বুঝবোনা, অত জ্ঞানী আমি না।
কম্পিউটার ইঞ্জিনিয়ার এক কলিগ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। আমাকে খুব ভালোজানেন বলেই মনেহয়। ভদ্রলোক আমারই বয়সি, ইয়াং। আমাকে প্রায়ই নামাজের সময় ডাকেন, আমি তেমন গরজ দেখাইনা।
সেদিন মন খুব খারাপ ছিলো, উনি আমাকে ডাকছিলেন। উনাকে ঐ কথাগুলো বললে আমাকে বলেন- স্যার, তখন আপনার এই জগতের কথা কিছুই মনে থাকবেনা।
আমি হঠাত বলি, আচ্ছা স্যার, ধরুন আপনার কম্পিউটার এর উইন্ডোজ চলে গেলো, নতুন করে উইন্ডোজ দিলেন, তাইলেতো ঐ নতুন উইন্ডোজে আগের কোনো সফটওয়্যারই থাকছেনা, তাইনা?
উনি- হ্যাঁ।
আমি আবার বলি- আচ্ছা, আগের সফটওয়্যার এর প্রবলেম গুলোওতো আর থাকছেনা, তাইনা। সবই নতুন। ওকে, তাইলে আমাকেও যখন আবার জীবিত করা হবে, তখনতো আমার এইসব কিছুই মনে থাকবেনা, হবে নতুন একজন শিহাব! তাইনা? তাইলে ঐ নতুন শিহাব যা সাজা পায়, পাক গিয়ে, আমার কি !? যে শিহাবের মধ্যে এই মেয়ের প্রতি ভালোবাসা থাকবেনা, সে শিহাবের দায়দায়িত্ত আমার না!
২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
শিহাবুর রহমান বলেছেন:
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ রাত ২:০৯
ইষ্টিকুটুম বলেছেন: ভালো লিখেছিস। অনেক ভালো।
আল্লাহর লিলাখেলা জানি না। তিনি কি চান, কিভাবে চান, সেটাও জানি না। আমাদের মানুষের ক্ষমতা আর কতটুকু বল??