![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,চুকিয়ে দেব বেচা কেনা,মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনাদেনা,বন্ধ হবে আনাগোনা এই হাটে-
সকালে অফিসের কাজে গেলাম এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে।
আমাদের ময়মনসিংহ ক্যাম্পাসের মেকানিক্যাল ল্যাবের জন্য কিছু যন্ত্রপাতি পাঠাতে হবে, তাই। সাথে এক ল্যাব সহকারীকে নিয়ে গেছিলাম। ৭টা প্যাকেট ছিল, বেশ মালামাল। একটা ওয়েল্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, আর কয়েক প্যাকেট এ হ্যান্ড টুলস ইত্যাদি। তো এইসব প্যাকেট ঠিকমত পাঠাতে স্কচ টেপের প্রয়োজন হবে বুঝে আগে থেকেই স্কচ টেপ নিয়ে গেছিলাম। প্যাকেটগুলোয় স্কচ টেপ লাগাচ্ছি এমন সময় দেখি চাকমা একটা মেয়ে কি যেন কুরিয়র করতে এসেছে ওখানে, হাতে ছোট্ট এক প্যাকেট। তো মেয়েটা কুরিয়ার এর অফিসের স্কচ টেপ একটু ব্যবহার করতে চাইলে ওখান থেকে বলা হলো টেপের জন্য ২০ টাকা লাগবে। আমি খানিকটা অবাক হলাম, এটা কেমন কথা ! এবার মেয়েটা আমার কাছে চাইলে আমার ল্যাব সহকারী বলে- এইটা আমাদের নিজেদের।
আমি বলি- নিজেদের তো কি, উনাকে দেন।
এমন সময় ওই কুরিয়র সার্ভিসের এক লোক এসে আমাকে চুপি চুপি বলে- আরে ভাই, এইটা চাকমা মেয়ে। এদের জন্য ...
আমি আর বাকিটুকু শুনলামনা, এমন রাগ হল যে একেবারেই নির্বাক হয়ে গেলাম। একবার মনে চাইলো যে প্যাকেটটা আটকাচ্ছিলাম ওইটা খুলে একটা ভারী হাতুর বের করে লোকটার মাথায় মারবোকিনা। এই লেখাটার মাধ্যমে আমার রাগ হয়তো কিছুটা কমবে, দুঃখের বহিঃপ্রকাশ করছি।
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮
হিসলা সিবা বলেছেন: ধন্যবাদ ভাই, আমি হয়ত কেউ না ।
কিন্তু তবু ধন্যবাদ
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০১
শিহাবুর রহমান বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১২
মুহসিন বলেছেন: আমরা এখনো জাতি হিসেবে ততটা উন্নত হতে পারিনি। যেদিন পরস্পরকে, পরস্পরের মতকে শ্রদ্ধা করতে শিখবো সেদিন হয়তো কিছু আশা আছে, তার আগে নয়।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫
শিহাবুর রহমান বলেছেন: আমরা বোধহয় কোনোদিনও জাতি হিসেবে উন্নত হতে পারবোনা
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪
আশরাফুল হক (খুলনা) বলেছেন: আজ আমাদের মানসিকতা কোথায় ? কত নিচে আমরা নেমে গেছি ভাবতে ও কস্ট হয়