নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

িশখর েচৌধুরী

িশখর েচৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সমাপ্তি

০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:০২

সমাপ্তি
শিখর চৌধুরী

বিস্ময়কর অনুভূতির কথা আমি বলতে চাই
সাথে সাথে সাহস করি বলতে
শুধুমাত্র আমার ভালোবাসার কানে একা ,
সে সময়ের অদৃষ্টের েলখাগুলি
যাতে আমি জর্জরিত হয়েছিলাম ।


যাকে আমি ভালোবাসতাম , প্রতিমুহূর্তে
সে েযন ছিলো গ্রীষ্মের প্রথম †খালা হাওয়া
যখন তার পিছু নিয়েছিলাম তার ঘরের †খাজে
সে েগাধূলিতেও আকাশ ছিলো রক্তলাল ।

নিভৃত মনে একস্থির হয়ে তার পানে গিয়েছিলাম
কেটে যাচ্ছে কত সময় , কত অমাবস্যা ।
আমি ছুটে চলেছি অবিরত , তার পানে
আমার শত েচনা , প্রিয় পথ েপরিয়ে ।

এখন আমি েপৗছেছি ভালোবাসার বাগানে
তা েপরিয়ে চলে আসছি আরো কাছে
ধীরে ধীরে চাঁদ ডুবে যাচ্ছে ভালোবাসার ঘরের কাছে
পৌছে যাচ্ছে ক্রমশ , গ্রাস করছে সবকিছু
কত আশা এবং অবাধ্য চিন্তা বয়ে চলেছে
আমার মস্তিষ্কের গহন ভুবনে
’হায় আল্লাহ’- চিৎকার করে বলে উঠি?
তবে কি আমার ভালোবাসার মৃত্যু হয়েছে ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.