নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত ব্যাখ্যা

শিক্ষীত বেকার

শিক্ষীত বেকার › বিস্তারিত পোস্টঃ

নিছক লেখা অথবা বাস্তবতা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৫

এ সাইট এ এটাই আমার প্রথম লেখা ।
আমাদের জীবনের ১৩ থেকে ১৯ বছরের বয়স টাকে ইংলিশ এ টিন এজ বলা হয় । বাংলা তে বয়ঃসন্ধি বলা হয়। বাস্তব অর্থে ১৫ থেকে ২৫ বা তার
ও কিছু দীর্ঘ সময় আমরা একটা সংগ্রামের মধ্য দিয়ে পার করি । যদিও জীবনটাই একটা সংগ্রামের মঞ্চ । এই বয়স টাতেই আমরা অনেক বেশি অসহাই হয়ে পরি আবার অনেকেই ভুল পথে পা বারাই । মুলত এই বয়স টাতেই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মা বাবা এর বন্ধু সুলভ সম্পরক কিন্তু সবাই তা পাইনা । আর না পাবার ফল স্বরুপ আমরা হয়ে পরি বাইরের মানুষ এর ওপর নিরভরশিল একসময় জড়িয়ে পরি বিভিন্ন ক্রাইমএ। কিন্তু এবয়স টা হয়তো মায়ের কোলে উঠে বসে থাকবার মতন বয়স না হলে ও মা এবং বাবার বন্ধু সুলভ সম্পরক আশা করে তীব্র ভাবে । আজকের সমাজ ব্যবস্থাই আমরা ছোটরা অনেকেই বড়দের কে আজকাল সালাম/আদাপ পর্যন্ত জানিয়ে থাকিনা যেটা অনেক মুরব্বি বলে থাকেন । আসলে আমরা আমাদের কাছের মানুষদেরসাথেই অঘোষিত ভাবেই সম্পর্ক হীনভাবে গরে উঠছি যার জন্য সিনিওর দের সম্মান করাটা অনেকেই বিশেষ কিছু বলে মনে করিনা । এই টিন বয়স টাই আমরা অনেক হতাশা ও অনেক রকম সম্পরকের সাথে জড়িয়ে পরি যে সম্পরক গুলি হয়ত খুব বহুদুর গরাই নাহ । আর তখন ই আমরা কোনো অজানা জন্ত্রনার সাথে জড়িয়ে পরি যা আমাদের কে ভুল কাজ করতে অনেক কেই বাধ্য করে । আর এই সময় আমরা যে কাজ গুলিকে বেছে নেই সে কাজ গুলি অপরের সাথে সেয়ার করার মতন সুযোগ আমরা অনেকেই খুব কম পাই ।ফলে অনাকাংখিত সিদ্ধান্ত পুরন না করতে আমরা দিতিয় বার খুব কম চিন্তা করি ।আর হারিয়ে ফেলি সুন্দর জীবন টাকে ।
আমাড় এলেখাটা দিয়ে আমি শুধু পিতা ও মাতা দের কাছে এটাই বলতে চাই আপণাড় টিন এজ এ পা রাখা সন্তান কে দূরে নয় পরম স্নেহে বন্ধুর হাত বাড়িয়ে দিন ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৯

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: একদম বাস্তব কথা লিখেছেন ভাই।।

২| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৭

শিক্ষীত বেকার বলেছেন: জি ভাই বাস্তব কথা লিকছি কারন এই বাস্তব অবস্থা টা কে খুব কাছ দিয়ে পারকরেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.