| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বহুদিন পর আবার লিখতে বসেছি।প্রথমে আমি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
জানাচ্ছি।তাদের জন্য ই আজ মুক্ত মনে বাংলাই লিখতে পড়তে এবং বলতে পারছি । বাংলা
এমন ই একটি ভাষা যাকে ঘিরে আছে অনেক ইতিহাস অনেক সংগ্রাম অনেক ত্যাগ । কিন্তু
দুর্ভাগ্য হলেও আজ এটাই সত্য যে আমরা আমাদের ইতিহাস কে নতুন প্রজন্মের কাছে
সঠিক ভাবে পৌঁছে দিতে পারছিনা বা দেয়ার জন্য আগ্রহি নই । আমরা আজ একটি শিশু
কে ভাত শব্দটির বিপরীতে রাইস , মাছ এর বিপরীতে ফিস বলতে শেখাচ্ছি । বোধ হয়
ভিন্ন ভাষা তে কথা বলতে শিখলে শিশু বেশি জ্ঞানি হবে নাকি অন্ন কিছু। আমি জানিনা
এটা কেমন বিবেচনা বা চিন্তা ধারা।আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কের মাধ্যমে এটাই বলতে চাই
যদি আমরা আজ আমাদের ইতিহাস কে জানতে জানাতে চেষ্টা না করি তবে একদিন ভাষার
জন্য যারা জীবন দিয়েছিলেন তাঁদের কে ও আমরা ভুলতে বসবো । প্রতি বছর ফেব্রুয়ারী
মাসের এক তারিখ থেকে উনত্রিশ তারিখ নিউজ পেপার, ইলেক্ট্রনিক মিডিয়া বাংলা ভাষার
পূর্ব ইতিহাস এবং শহীদদের কথা তাদের আন্দোলনের কথা প্রকাশ করে।এরপর আমাদের
মাঝে বাংলার প্রচারণা বা বাংলার ইতিহাস নিয়ে লেখা বা মিডিয়াই প্রকাশ করা হয়না
।কিন্তু যারা জীবন দিয়েছিলেন ভাষার জন্য তাঁরা শুধু নির্দিষ্ট মাস বা দিনের জন্য
আন্দোলন এবং জীবন দান করেননি তাই শুধু ফেব্রুয়ারী মাস নয় সব সময় বাংলা ভাষার
ইতিহাস এবং ঐতিহ্য প্রকাশ করা উচিত। বাংলা ভাষাকে ইউনেস্কো ১৯৯৯ সালে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে ।কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য
আমরা বাংলা কে উপেক্ষা করে ভিন্ন সংস্কৃতি কে আজ পালন করতে এবং অন্যের মাঝে
পৌঁছে দিতে বেশি আগ্রহী হয়েপড়ছি।আমাদের কে এটা অনুধাবন ও মনে রাখা উচিত যে
আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দান করেছি ।তাই সবার উপরে বাংলা
কে স্থান দিয়ে তারপরে ভিন্ন ভাষা কে জানা উচিত ।তবে ই আমরা আমাদের মাতৃভাষার
ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে পারবো।
©somewhere in net ltd.