![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মতই। খাই দাই। ঘুরি ফিরি। পড়ি। ফাকেফুকে লিখি। যেইসব লিখি তাও গারবেজ। অতো সিরিয়াসলি নেয়ার কিছু নাই।
একজন উদীয়মান ২৩ বছরের তরুন আমেরিকান লেখক ব্রায়ান ব্লুম আর ৩৩ বছরের ডেলিকেট ফরাসি রমণী আরিয়েলে পিয়েরপন্ট এর প্রেম নিয়ে এ গল্প।
পরস্পরের সাথে প্রথম দেখায়ই তারা বুঝে যায় যে তারা প্রেমে পড়েছে।
আরিয়েলের দুই সন্তান আর স্বামী থাকে। এ নিয়ে দ্বিধা কাটতে ব্রায়ানের ৩ সপ্তাহের বেশি সময় লাগেনা।
তারপর তর তর করে বেড়ে উঠে তাদের প্রেমের ডালপালা। তারা প্রেমে পরে। একেবারে গভীর সহজাত প্রেম। যেখানে কোন আড়াল আবডাল নেই। নেই মিথ্যে মিথ্যে খেলা। তারা যতটা না শারীরিকভাবে কাছাকাছি হয় তারচেয়ে বেশি মানসিকভাবে আর বুদ্ধিবৃত্তিকভাবে কাছাকাছি এসে পরে।
ওদের প্রেমের সময় হচ্ছে বিকেল ৫ টা থেকে ৭ টা। আরিয়েলের পরিবার, সন্তানদের সময় দেয়ার পর এ সময়টাই তার নিজের সময়।
ব্রায়ান একসময় আরিয়েলের পরিবারের সবার সাথেই পরিচিত হয়ে যায়। তাদের ঘনিষ্ঠতাও হয়।
এক সময় ব্রায়ান আরিয়েলেকে বিয়ের প্রস্তাব দেয়। আরিয়েলে তার সন্তানদের দিকে তাকিয়ে এ প্রস্তাব ফিরিয়ে দেয়।
এক সময় ব্রায়ান প্রতিষ্ঠিত লেখক হয়।
এরপর কি হল টা জানতে হলে দেখতে পারেন ছবিটা।
ছবিটার আইএমডিবি রেটিং ৭.১।
ছবিটার সিনেমাটোগ্রাফি আর নেপথ্য সঙ্গীত ভালো।
তবে সবচেয়ে নজরকাড়া হল খুবই শক্তিশালী সংলাপ। একটা সংলাপও টেনে দেখতে ইচ্ছে করবেনা। আর এ ছবিটার সবচেয়ে ভালোলাগা অনুভুতি হচ্ছে প্রেম। একেবারে উথাল পাতাল প্রেম।
ছবিটা দেখে বয়সে বড় কারো প্রেমে পড়তে যাবেন না যেন!!
অবশ্য, অইসব প্রেম খুব ইন্টেন্স হয়।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
আবদুল্লাহ িশবলী বলেছেন: দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না।
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ডাউনলোড লিংক দিলে ভালো হতো ।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯
আবদুল্লাহ িশবলী বলেছেন: http://yify-movie.com/movie/5-to-7-2014-720p/
এখান থেকে টরেন্ট দিয়ে নামানো যায় কিনা দেখতে পারেন।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২
বাংলার ফেসবুক বলেছেন: ওদের প্রেমের সময় হচ্ছে বিকেল ৫ টা থেকে ৭ টা।@ ভাই এই প্রথম শুনলাম বা জানলাম প্রেমের নিদিষ্ট সময় আছে।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
আবদুল্লাহ িশবলী বলেছেন: হুম।।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০
শুভ্রা হক বলেছেন: গল্পটা ইন্টারেস্টিং , দেখতে হবে।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
জাহাঙ্গীর.আলম বলেছেন: খুবই শক্তিশালী সংলাপ সহমত ৷
অনেক দর্শকের জন্য উপভোগ্য হবে ৷ স্বল্প রিভিউতে অতৃপ্তি রইল ৷
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
আবদুল্লাহ িশবলী বলেছেন: ভাই, অল্প দিয়েই শুরু করলাম। রিভিউ লেখায় কখনোই হাত দেইনাই আগে।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রিভিউ ভালো হয়েছে। পড়ে পাঠক বা পাঠিকার একবার হলেও দেখতে ইচ্ছা করবে।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
আবদুল্লাহ িশবলী বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা। অনেক অনেক বছর পর সামুতে আসলাম। সব নতুন নতুন লাগছে। পুরনো মুখগুলো দেখছিনা এখন আর।
৭| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
রক্তিম দিগন্ত বলেছেন: মুভিতে প্রেম উথালপাথাল করার মূল মন্ত্র একটাই - সেইটা হইলো অস্থির মাপের ব্যাকগ্রাউন্ড স্কোর। ব্যাকগ্রাউন্ড স্কোর ভাল হলে কাহিনী যেমনই হোক - সেইটার প্রেম ভালই তুলে ধরে।
কাহিনী খুব একটা ভাল লাগছে না। আবার খারাপও না। ড্রামা কাহিনী তো সেজন্যেই।
তবে ৫-৭টা প্রেমের সময় এইটা বেশ আগ্রহ জাগানোর মত।
সব মিলিয়ে আপনার রিভিউটা ভাল হয়েছে।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
আবদুল্লাহ িশবলী বলেছেন: ধন্যবাদ রক্তিমদা।
৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬
বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম সেই সঙ্গে আমার আইডিতে চায়ের নিমন্ত্রণ রইল। ধন্যবাদ।
৯| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২
আরজু পনি বলেছেন:
আমি এখনই খোঁজ দ্য সার্চ লাগাচ্ছি ...
পড়ে দারুন লাগলো...আপনার উপস্থাপন ম্যুভিটির দর্শক বাড়াবে নিশ্চিত ।
৬ বছর মাস+ ধরে ব্লগিং করছেন অথচ তেমন চেনা জানা নেই...এটা কেমন কথা বলুন তো !?
১০| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০২
আরজু পনি বলেছেন:
পুটলকারে পেয়ে গেছি
এখন ব্লগিং করবো নাকি ম্যুভি দেখবো তাই নিয়ে দোটানায় পড়ে গেছি।
আজ সকালেই মনের ভেতর খচ খচ করছিল একটা ভালো রেটিং এর কারো সাজেস্ট করা ম্যুভির নামের জন্যে ।
ধন্যবাদ, শিবলী ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
আবদুল্লাহ িশবলী বলেছেন: ধন্যবাদ আরজুপনি আপু।
৬ বছর মাস+ বছর ধরে এই আইডিতে। সাথে আরও বছর দুয়েক শুধু পড়েই কাটিয়ে দিয়েছি। চেনা জানা একদম নাই তাও ঠিক বলা যাবেনা। হয়তো আক্ষরিক অর্থে জানাশোনা নাই তবুও আপনার; আপনাদের লেখা পড়া হয় বহু বছর ধরে। সে অর্থে আত্মিক একটা সম্পর্ক তো হয়েই যায়।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
মাহবুবুল আজাদ বলেছেন: দেখতে হবে।