| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল)
** কে আমি ? ** কোথা হতে এসেছি ? ** কেন এসেছি ? ** কোথায় যাব ? ** কি আমার পরিচয় ?
ধনী আরব শাসকেরা গরিব আরবদের ধ্বংসে মেতেছে। ইউরোপীয় সভ্যতা আর সেই সভ্যতার ত্রাতা যুক্তরাষ্ট্র দূর থেকে দেখছিল।যে ইউরোপীয় পরাশক্তিগুলো সিরিয়ায় আসাদ সরকারকে উচ্ছেদের জন্য অর্থ, অস্ত্র ও প্রশিক্ষক ঢেলেছিল, যে সৌদি আরব ইরান ও সিরিয়াকে এক ঢিলে ঘায়েল করতে জঙ্গি জিহাদি সৃষ্টি করেছিল, তারা জানত না যুদ্ধ মানেই গণহত্যা, দেশান্তর আর নিরীহ-নিষ্পাপের নিধন lফিদেল কাস্ত্রো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই বর্বর আইএসকে সৃষ্টি করেছে, যেমন করেছিল তালেবানদের। ব্রিটেনের জনপ্রিয় দৈনিক দ্য গার্ডিয়ান পত্রিকায় সেই পত্রিকার নামজাদা প্রতিবেদক সিম্যাস মিলনে তথ্য–প্রমাণসহ প্রতিবেদন প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র কীভাবে ইরাক ও সিরিয়ায় আইএস অথবা আইসিসের উত্থানে জ্বালানি জুগিয়ে গেছে। আইএসের ধ্বংসযজ্ঞের সুবাদেই আজ তেলের দাম কম, জোগান বেশি আর তেল ব্যবসায়ীদের রমরমা। মধ্যপ্রাচ্যজুড়ে যে বিরাট আকারের গণহত্যা চলে আসছে, তার দায়ও যেমন তারা স্বীকার করেনি।
আরবের মুলিমরা মুসলিম ধর্ম পালন করতে করতে পরিশ্রান্ত হয়ে পড়ে ছেন তারা আবার সেই জাহেলের যুগে ফিরে যেতে চায়। মুসলিমদের খৃষ্টান বানানোর জন্য তারা ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর সুযোগ করে দিছে নিজেরা আরাম আয়েশে দিনানি পাত করছে । বিভিন্ন দেশে গিয়ে নারি নিয়ে ফুর্তি করছে । পার্শ বর্তি দেশ যে ধংষ হছে তা দেখার সমায় তাদের নেই ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৫
যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) বলেছেন: জি জনাব চাদ্গাজী @ এই পলায়নতা কেন ??? আর কতকাল এই মানবতা ডুকরে ডুকরে কাদবে ?? এর কি কোন পরিসমাপ্তি নেই ??? এই প্রশ্ন আমার না হাজারো মানুষের মনের প্রশ্ন ???
২|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯
বিজন শররমা বলেছেন: "মুসলমানেরা নিজ দেশকে ভাগাড়ে পরিণত করেছে। "
- ঠিক কথা ?
- ঠিক কথা ।
- ঠিক কথা ?
- ঠিক কথা ।
- ঠিক কথা ?
- ঠিক কথা ।
- ঠিক কথা ?
- ঠিক কথা ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১২
যায়বেলা অবেলায় (সিমান্তের ঈগল) বলেছেন: একমত জনাব
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনি যদি বাংগালী হয়ে থাকেন, আপনার অজানা নয় যে, সব বাংগালী দেশ থেকে পালাতে চায়। মুসলমানেরা নিজ দেশকে ভাগাড়ে পরিণত করেছে।