![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নামের কর্কট রাস্তায় অতি সাধারণ একজন পথিক।।
মশা মামা নামের এই ব্লগার একজন মহিলা ব্লগারের নামে ইচ্ছামতো যার তার পোস্টে কুৎসা স্প্যামিং করছে। যদিও মডারেশানের দৃষ্টি আকর্ষণ করে এরিমধ্যে অন্য একজন ব্লগার সন্ধ্যা ৭:৪১ মিনিটে একটি পোস্ট দিয়েছেন , এখন ৯:৩৫ মিনিট অর্থাৎ ২ ঘন্টার মতো হয়ে গেলেও মডারেশান প্যানেল থেকে এরপরেও কোন সাড়া পাওয়া যায়নি। উল্লেখ্য ঐ পোস্টের পর মশা মামা নিকটি আরো ভয়ানক স্প্যামিং শুরু করেছে। পাশাপাশি ঐ প্রতিবাদি পোস্টে যারা মশা মামার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাদের ব্লগে গিয়েও মশা মামা স্প্যামিং করছেন ঐ মহিলা ব্লগারের নামে। এখানেই শেষ নয়, আরো কিছু মহিলা ব্লগারের পোস্টে তার একই ধরনের স্প্যামিং রয়েছে আজ । নীচের লিঙ্কগুলোতে তা স্পষ্ট।
রেজোওয়ানার পোস্টে মশা মামার স্প্যামিং
পরিবেশ বন্ধুর পোস্টে মহিলা ব্লগারের নামে মশা মামার স্প্যামিং
আরজুপনির পোস্টে মশা মামার একই স্প্যামিং
ডানাহীনের ব্লগে মশা মামার স্প্যামিং
আমার নিজের মুক্তিযুদ্ধের ছবি করা ব্লগ পোস্টে মশা মামার স্প্যামিং
এরকম আরো স্প্যামিং তার ব্লগে গেলে দেখা যাবে।
তাই ব্লগ ব্যবহারের শর্তাবলীর ৪গ. ৪ঘ, ৪চ ভঙ্গ করার জন্য এই ব্লগারের নিকটি আইপিসহ ব্যান করার দাবি জানাই।
৪গ. যদি তারা ৩ক. ৩খ. ৩গ. ৩ঙ. ৩ছ. ৩জ. ‘এর নীতিমালাগুলো বারবার ভঙ্গ করতে থাকেন।
৪ঘ. যদি কোনো ব্লগারের প্রথম পোস্ট ব্যক্তি আক্রমনাত্মক হয় কিংবা আমরা বুঝতে পারি যে নিক-টি কেবল ব্লগ সম্প্রীতি নষ্ট করবার জন্যই তৈরী করা হয়েছে ।
৪চ. যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য করেন।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
পথ-হারা এক পথিক বলেছেন: আসলে আপু, নিকটা সন্ধ্যা হতেই আপনাকে নিয়ে একই কমেন্ট ফ্লাডিং করছিলো। প্রথম চোখে পড়ে চেয়ারম্যানের ব্লগে তার স্প্যামিং, সেটার লিংক ধরে আপনার পোস্টে। দেখলাম আপনার পোস্টে সে কমেন্ট করেছে মে বি কাল বা পড়শু। এরপর গেলাম তার ব্লগে। ওখানে দেখলাম সে একটা পোস্টই দিয়েছে তার ব্লগে আপনাকে নিয়ে। ডানে দেখলাম একই স্প্যামিং রেজোয়ানা আপু ও আরজুপনি আপুর ব্লগে। হার্ট ব্রেকারের পোস্ট ইতিমধ্যে চোখে পড়লো। ওখানে কমেন্ট করতে দেখি ও ঐ পোস্টেও স্প্যাম করছে। ব্রাউজারের ট্যাব বন্ধ করিনি। ঘন্টা দেড়েক পরে দেখি সে তখন বহাল তবিয়তে। তাই এই পোস্ট নিজ দায়িত্ববোধ থেকে দিলাম।
২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
শায়মা বলেছেন:
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
পথ-হারা এক পথিক বলেছেন: আপু, খালি ইমো দিলে হবে না। খানাপিনা কই?
৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
ইখতামিন বলেছেন:
ভূমিকা:
আমরা কিছুদিন পূর্বে মাছিমারা কেরাণী নামের একটা নিক দেখেছিলাম। সে বিভিন্নজনের পোস্টে বাজে মন্তব্য করতো। বর্তমানে তাকে ওয়াচে রাখা হয়েছে।
বর্তমান:
আজকে যেই মশামামা কে ব্যান করা হলো, তার একটা স্বভাব ছিল কমেন্ট ফ্লাডিং করা। যেমনটা আমরা আজ দেখেছি। আজকের স্ক্রীণশট পথকের এই লিংক থেকে দেখা যাবে।
কিছুদিন আগে সে একটা কবিতা প্রায় সবার পোস্টে গিয়ে গিয়ে লিখতো। উদাহরণস্বরূপ: ৯ নং কমেন্ট দেখুন।
অথবা নিচের স্ক্রীণশটে দেখুন।
কিন্তু আমরা একটু মনে করলেই দেখতে পাই এই কবিতাটা একই দিন ১৬ই ফেব্রুয়ারী ২০১৩ তে মাছিমারা কেরাণী'র ব্লগে প্রকাশ করা হয়েছিল। এই সেই পোস্ট :
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
আমরা ধরে নিতে পারি আজকের ব্যান খাওয়া মশামামা সেদিনের মাছিমারা কেরাণী।
আরও কিছু ধারণা করতে পারি। কিন্তু প্রমাণ ছাড়া কিছুই বলতে পারছিনা।
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
পথ-হারা এক পথিক বলেছেন: ধন্যবাদ ইখতামিন । সুপার অবজারভেশন। আপনার তথ্যানুসারে যদি ''মাছিমারা কেরাণী'' নিক আর ''মশা মামা'' নিক একই হয়, তাহলে সামু কর্তৃপক্ষকে তার লগ ও অন্যান্য তথ্যাদি চেক করা উচিৎ ২টা নিক একই কিনা। পাশাপাশি কথা সত্য হলে ফ্লাডিঙ্গের জন্য ঐ নিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
দায়িত্ববান নাগরিক বলেছেন: শিবির নিয়ে কবিতা লিখছিল ! ভালো কাজে জ্ঞানবুদ্ধি খাটাইতে পারলো না
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
পথ-হারা এক পথিক বলেছেন: দায়িত্ববান নাগরিক, খুব খিয়াল কইরা
৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪
হাসান মাহবুব বলেছেন: আমারেও ফ্লাডিং করছে!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
পথ-হারা এক পথিক বলেছেন: ইন্টারনেট আর ফ্রি ব্লগ পাইলে কাজ কাম ছাড়া পাবলিকেরা এগুলোই করে। ধন্যবাদ হাসান মাহবুব ভাই।
৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪
শায়মা বলেছেন: ইখতামিন ভাইয়া তুমিও কম গোয়েন্দা না!!!!!!!!!!!!!
সাবাস ভাইয়া!!!!!!!!!!!!!!
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫
পথ-হারা এক পথিক বলেছেন: হ্যা, আপু, উনার অবজারভেশনটা ভালো হয়েছে। এখন বাদবাকি কর্তৃপক্ষের হাতে।
৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৯
জানা বলেছেন:
মন্দ কোনকিছু নিয়ে অভিযোগ, অনুযোগ বা প্রতিবাদ করার সময় যদি আমরা নিজেই মন্দ শব্দ/বাক্য উচ্চারণ করি তাহলে আর কী লাভ হলো!!
কীট-পতঙ্গের সাথে কথা না বলে আমাদের জানানোই ভালো নয় কী? আর আমাদের জানানোর পর এত উত্তেজিত না হয়ে একটু ধৈর্য্য নিয়ে আমাদের একটু সময় দেয়া যায় বোধ হয়। তা না করে মডারেটরেরও মুন্ডুপাত শুরু হয়ে যায়। এই চর্চা থেকে বেরুতে পারলে আমাদের সবার জন্যই মঙ্গল হবে আসলে। যেকোন কারণেই ব্যাবস্থা নিতে খানিকটা সময় লাগতেই পারে। ভেবে দেখুন।
আলোচ্য বিষয়টিতে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগায় আমি দুঃখ প্রকাশ করছি।
সুস্থ ও দায়িত্বশীল ব্লগিং এ বরাবরের মতই আমাদের পাশে থাকুন।
ধন্যবাদ।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
পথ-হারা এক পথিক বলেছেন: প্রথমে জানা আপুকে আমার ব্লগে স্বাগতম। আপনার উপরের প্রতিটা কথার সাথে একমত। আপু, আশা করি আমার এই যাবত কোন পোস্টে গালিগালাজ দেখেননি। কারো ব্লগের পোস্ট দেখে যদি মনে হয় ব্লগ বা ব্লগারের সম্মানহানি করতে পারে এবং সেই পোস্ট ব্লগ ব্যবহারের শর্তাবলী ভঙ্গ করছে, তাহলে আমি মাঝে মধ্যে ঐ ব্লগপোস্ট কোন কোন শর্ত ভঙ্গ করছে তা উল্লেখ করে সাময়িক পোস্ট দেই ও রিপোর্ট করিএবং মডারেশান প্যানেলকেও ধন্যবাদ জানাই এই যাবত তারাও আমার সাময়িক পোস্টগুলো বিচার-বিবেচনা করে সে সব ব্লগপোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আজকের পোস্টটিও সেই ধারাবাহিকতার একটি পোস্ট। হার্ট ব্রেকারের পোস্ট যখন বিবেচনায় আসছিলো না, তখন এই পোস্টটি দেওয়া হয় এবং ২৫ মিনিটের মাথায় মডারেশান নিকটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমার ব্লগে আসার জন্য আপু আপনাকে আবারো ধন্যবাদ।
৮| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬
রেজোওয়ানা বলেছেন: ব্লগটিকে গতকালই বাতিল করা হয়েছে! আমার মনে হয় আপনি এখন স্কীন শট কিংবা পোস্টটা সরিয়ে ফেলতে পারেন! কারণ যে মন্তব্যটা নিয়ে সে ফ্লাডিং করছিল, সেটা কিন্তু এখানে রয়েই গেছে এখনও!
ভাল থাকুন
হ্যাপি ব্লগিং।
৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৬
পথ-হারা এক পথিক বলেছেন: ধন্যবাদ। স্ক্রিনশট দুটি সরিয়ে নেওয়া হলো।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
শায়মা বলেছেন: ভাইয়া আমার জন্য একটু দেরী করলানা কেনো?

আমি নিজে হাতে ওকে স্প্রে করতাম একটু!