নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন কৃষি ভিত্তিক উদ্যোক্তা, বাংলাদেশে কৃষি উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি।

ইকবাল হোসেন শিমূল

আমি কৃষি কাজ করি এবং কৃষিকাজ নিয়েই থাকতে চাই

ইকবাল হোসেন শিমূল › বিস্তারিত পোস্টঃ

একখানি শূন্য কতখানি জরুরি।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১২



একখানি শূন্য আসলে কত টুকু জরুরি তা হয়তো আমরা কখনও চিন্তা করি না বা আমরা হয়তো কখনও এভাবে চিন্তা করি না। যাই হোক মোদ্য কথায় আসি।

আমার অফিসের একজনের মটরসাইকেলে চড়ে যাচ্ছিলাম এক জায়গায়; ট্র্যাফিক দাঁড় করালো কাগজপত্রও দেখলো সব কিছু ঠিক আছে বেচারার কিন্তু মটরসাইকেলটি যার কাছ থেকে কিনেছিল তার নামের পরিবর্তন করা হয়নি, কেনো হয়নি তাও সে বলছিলও, আমি শুধু শুনে যাচ্ছি তাদের কথা আমার হাতে প্রচন্ড ব্যথা করছিলো কারন আমার হাতে অনেক কিছু ছিল তা নিয়েই দাঁড়িয়ে আছি, কিছু বলতেও পারছি না, শুধু শুনে যাচ্ছিলাম তারা কি কথা বলা বলি করছে, ট্র্যাফিক তার মটরসাইকেলের একটা ব্যাগ থেকে একটা ছোট বই বের করে দেখালো ৫০০০ টাকা জরিমানা হয়েছে, অথচ যে আইন এবং ধারা দেখালো তা সাধারনত কোন মটরসাইকেল চালকই জানে না, যার বাইক সে বলতেছিল ভাই এ আইনের সম্পর্কে তো আমরা জীবনেও শুনি নাই, তখন ট্র্যাফিক আবার বই খানি বের করে দেখাল। তারপরে আমি বললাম ভাই এমন এক আইন করছেন যা সাধারন জনগনের জানার কি জানার কোন অধিকার নাই? এখন সরকার মোবাইলে এস এম এস করে এত কিছু নিয়ে তো যে আইন হয়ে গেছে তার জন্য কি এস এম এস করা যায় না? তিনি আমার কোন প্রশ্নের উত্তর দিলেন না, বরং যার বাইক তাকে নিয়ে বক্স রুমটাতে প্রবেশ করলেন, আর কি বলার আছে, এদিকে আমাদের দেশের বহুজাতিক কোম্পানি গুলো ট্র্যাফিকদের যাতে রোদে গরমে কষ্ট করতে না হয় তার জন্য একখানি বক্স করে দিয়েছে, অবশ্য যে কাজে ব্যবহার করা উচিৎ সে কাজে না লাগলেও একখানি শূন্য কমাবার কাজে লাগে। অবশেষে আমরা আবার মটরবাইকে উঠে গন্তব্যের উদ্দেশ্যে চলে গেলাম।

বিশেষ দ্রষ্টব্যঃ শূন্য কমানো মানে ৫০০০ টাকা মামলা/জরিমানার জায়গায় ৫০০ টাকা... যে যেই শব্দে বলে থাকেন সেটাই।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.