নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেফ যখন হয়েই গেলাম ভাবছি রাজনীতি নিয়ে লিখবো।

শিমুল_মাহমুদ

জীবনের প্রতিটি মূহুর্তই মুল্যবান

শিমুল_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

চা

২৩ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৯

চা আমাদের সকলের প্রিয় পানীয়। ছেলে বুড়ো সবাই আমরা চা পান করতে পছন্দ করি। চা আমাদের কে চাঙা করে, কর্মস্পৃহা বাড়ায়, আলসেমি দূর করে। সকালবেলা এককাপ চা নাহলে যেমন আমাদের চলে না, আবার দুপুরে কাজের ফাকে এককাপ চা চাই ই চাই, বিকেলে চা না হলে চলে? সন্ধ্যায় চা না হলে আড্ডা জমে না। আজকের মত বৃষ্টি হলে যেমন চা চাই, শীতের দিনেও চাই এক কাপ চা, অনেকের আবার গরমের দিনেও চা না হলে চলে না।

অনেকেই বলবে আমার মায়ের হাতের চা অমৃত, আমার বউ এর হাতের চায়ের সাথে কারো চায়ের তুলনা হয় না,অমুক দোকানের চা ভাল,এ ধরনের কথা আমরা প্রায় শুনি। একসময় ভারত বর্ষের মানুষকে ইংরেজরা চায়ে অভ্যস্ত করার জন্য হাটে বাজারে দোকান বসিয়ে ফ্রি চা খাওয়াতো,আজ আমরা নিজেদের তাগিদেই চা কিনে খাই।আমাদের বর্তমানে সকল সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কর্মকান্ডে চা লাগবেই আসুন চায়ের ইতিহাসটা একটু জেনে নেই-

আবিষ্কার করেন ২৭৩৭ খ্রিষ্টপুর্বাব্দে মহান চৈনিক শাসক শেন নাং( উচ্চারণটা শেনাং হতে পারে। চৈনিক নামগুলো উচ্চারণ করতে গেলে অধিকাংশ সময় আমি ক্লান্ত বোধ করি।)। শেন তার সাম্রাজ্যে এই বলে ডিক্রি করেন যে তার প্রজাদের সবাইকে জলপানের পূর্বে অবশ্যই সেটা ফুটিয়ে নিতে হবে। তিনি নিজেই সবসময় ফোঁটানো পানি পান করতেন। একদিনের কথা, শেন তখন চীনের জুন্নান প্রদেশে অবস্থান করছেন। যাত্রাপথে এক বনানীর নিচে যাত্রা বিরতি করা হলো। খোলা প্রান্তরে গাছের ছায়ায় বসে আছে সবাই। কেউ বিশ্রাম করছে, কেউ খাবারের ব্যবস্থা করছে। জলপাত্রে পানি ফুটানো হচ্ছে। রাজকীয় ফরমান সে তো আর বৃথা যেতে পারেনা। বাংলাদেশে সংসদে যারা আইন পাশ করেন তারাই কিন্তু আবার সেই আইনকে অশ্রদ্ধা করেন। শেনের রাজ্যে তা হবার জো নেই। তাই পানিকে ফুটতেই হবে। পানির স্ফূটনাংক ১০০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড। হঠাৎ বাতাস পাশের ঝোপ থেকে কিছু পাতা উড়িয়ে এনে ফুটন্ত পানির ভিতর ফেলল। পাতাটাকে তুলে ফেলার চেষ্টা করার আগেই সেটা জলে দ্রবীভূত হয়ে গেছে। জলের রং বদলে গেলো। কৃষি এবং ভেষজ চিকিৎসায় শেনের ব্যাপক আগ্রহ ছিলো।শেন কৌতূহলী হয়ে জলের ঘ্রাণ শুঁকে দেখেন অন্যরকম এক মাদকতা ছড়ানো গন্ধ। তিনি এটার স্বাদ নিলেন। প্রথম মানুষ চায়ের স্বাদ নিলো। তারপর তো রীতিমত চায়ের প্রেমে পড়ে গেলো। টি এর বাংলা হিসেবে আমরা চা ব্যবহার করি। চা কিন্তু বাংলা শব্দ না। চা চীনা শব্দ।শাং শাসনামলে (১৫০০-১০৪৬ খ্রিষ্টপুর্বাব্দ) চা পাতার রস ঔষধি পানীয় হিসেবে সেবন করা হত। সিচুয়ান প্রদেশের লোকেরা প্রথম চা পাতা সিদ্ধ করে ঘন লিকার তৈরী করা শেখে।১৬১০ সালের দিকে ইউরোপে চায়ের প্রবেশ ঘটে পর্তুগীজদের হাত ধরে । শীতের দেশে উষ্ণ চায়ের কাপ প্রাণে স্ফুর্তির জোয়ার নিয়ে এলো। আজ থেকে আনুমানিক আড়াইশো বছর পুর্বে এশিয়ার অনেক দেশে চা পাতার তৈরী ইট মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহার করা হত। এ থেকে সহজেই বোঝা যায় তৎকালীন সময়ে চায়ের কদর বোঝা যায়।

বি:দ্র: লেখাটির প্রথম অংশ আমার নিজের এবং চায়ের ইতিহাস অংশটি গুগলের সহায়তা নিয়ে নিজের ভাষায় লেখা।

ছবি: গুগল।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:১৮

কাইকর বলেছেন: ব্লগে স্বাগতম। বেশি বেশি কমেন্ট করুন, ব্লগারদের সাথে পরিচিত হন। খুব তাড়াতাড়ি সেফ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। সময় পেলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন। ভালোবাসা রইলো।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩

শিমুল_মাহমুদ বলেছেন: আমার ব্লগে প্রথম মন্তব্যকারি কাইকর ভাইয়ের অনেক শুভেচ্ছা এবং ভালবাসা।সিনিয়রদের পরামর্শ আমার কাছে খুবই মুল্যবান। আপনার পরামর্শ আমার সবসময় মনে থাকবে, অবশ্যই আপনার ব্লগ বাড়িতে বেড়াতে যাবো। অনেক ধন্যবাদ।

২| ২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৯

কাওসার চৌধুরী বলেছেন: ব্লগে স্বাগতম।

২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৩৯

শিমুল_মাহমুদ বলেছেন: কষ্ট করে আমার ব্লগ বাড়িতে আসার জন্য ধন্যবাদ প্রিয় ভাইয়া। সামুকে কিছুদিন ধরেই পর্যবেক্ষণ করছি, তাই আপনার একটি লেখাও আমার পড়া হয়ে গেছে সত্যি আপনি খুবই সুন্দর লিখেন। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৩:০৬

তারেক_মাহমুদ বলেছেন: চায়ের ইতিহাস ভাল লাগলো, শুভ ব্লগিং।

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪০

শিমুল_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভালবাসা নিরন্তর।

৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল চায়ের পোষ্ট। ধন্যবাদ

২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪৩

শিমুল_মাহমুদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রিয় কবি, আপনার আগমনে আমার ব্লগবাড়ি ধন্য হল। অনেক ভালবাসা।

৫| ২৩ শে মে, ২০১৮ রাত ৯:৪৯

মাহবুবুল আজাদ বলেছেন: চা দিয়ে শুরু, চমৎকার। ব্লগে স্বাগতম।

২৪ শে মে, ২০১৮ সকাল ৭:৪৬

শিমুল_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক, আমি যেহেতু নতুন তাই সবাইকে চা দিয়েই আমার ব্লগবাড়িতে স্বাগতম জানালাম, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আশাকরি সবসময়ই পাবো।

৬| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:০৫

দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা ব্লগ বলেছেন: চমৎকার লিখেছেন দাদাভাই

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:০৮

শিমুল_মাহমুদ বলেছেন: আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম, রোজার দিন তাই চা দিলাম না। অনেক শুভেচ্ছা এবং ভালবাসা আপনার জন্য দ্যা ওল্ডম্যান ভাই।

৭| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার পোস্টটা আগেই পড়েছি!:)
সম্ভবত প্রোপিকটার জন্য মন্তব্য করি নি!!!:(
কিছু কিছু ছবিতে আমার ফোবিয়া আছে!:(


নিয়মিত লিখুন।
শুভকামনা।।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:২৬

শিমুল_মাহমুদ বলেছেন: হা হা হা ভাই, এটা একটি কার্টুন চরিত্র মটু পাতলুর ইন্সপেক্টর চিংগামের। আপনি সুন্দর সুন্দর মন্তব্যে সামুকে মাতিয়ে রাখেন তা এসেই বুঝেছি। লেখার চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ এবং ভালবাসা প্রিয় নিজাম ভাই।

৮| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে

২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৫৯

শিমুল_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ এবং ভালবাসা মন্তব্যের জন্য।

৯| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:০৮

মোস্তফা সোহেল বলেছেন: সিলেটে গেলেও সাত পরদের চা খাওয়া হয়নি।
ব্লগে আপনাকে স্বাগতম।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:১০

শিমুল_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় মোস্তফা ভাই। আমার ব্লগে আসার জন্য কৃতজ্ঞতা।

১০| ২৪ শে মে, ২০১৮ দুপুর ২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ ব্লগিং।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:১২

শিমুল_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় মাইদুল ভাই, আপনারা আমাকে পরামর্শ দেবেন আশাকরি।

১১| ২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:২০

অচেনা হৃদি বলেছেন: এক কাপ চা দিয়ে ব্লগিং শুরু করলেন ! B:-)

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২২

শিমুল_মাহমুদ বলেছেন: জি আপু প্রথমে চা দিয়ে শুরু করেছি, আজকের নতুন পোষ্ট গান নিয়ে আশাকরি পড়বেন। অনেক ধন্যবাদ শুভেচ্ছা।

১২| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:২০

সনেট কবি বলেছেন: চায়ের ইতিহাস ভাল লাগলো

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২৪

শিমুল_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি নতুন আমার নতুন পোষ্ট পড়ার নিমন্ত্রণ রইলো।

১৩| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: কফি নাই :(
মজা করলাম, শুভ কামনা ভাই।
আজকে চা খেয়ে গেলাম, বিরিয়ানীর দাওয়াত কবে দিবেন?
প্রোপিক টা এমন ক্যান ভ্রাতা?

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:২৭

শিমুল_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় প্রান্তর পাতা, না কফি নয়, আজ নতুন পোষ্টে গান শোনার নিমন্ত্রন। প্রোপিকটা একটি কার্টুন চরিত্র ইন্সপেক্টর চিনগাম। অনেক ভালবাসা রইলো।

১৪| ২৬ শে মে, ২০১৮ রাত ১০:১৩

কাওসার চৌধুরী বলেছেন: আরো নতুন লেখা পোস্ট করুন। ব্লগে সময় দেন, নিয়মিত অন্য ব্লগারদের লেখায় কমেন্ট করুন। আপনার লেখার হাত ভাল। ব্লগে নিয়মিত হলে, অল্প দিনে সেফ হবেন।

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৩২

শিমুল_মাহমুদ বলেছেন: জনাব কাওসার চৌধুরী স্যার,

আপনার কমেন্টে অনুপ্রাণিত হয়ে নতুন একটি পোষ্ট লিখে ফেললাম আশাকরি পড়বেন। আপনার মত গুনি মানুষের আমার পোষ্ট ভাল লেগেছে মন ভাল হয়ে গেল, অনেক ভালবাসা ও শুভেচ্ছা।

১৫| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: নিয়মিত পোষ্ট পড়তে থাকুন। লিখতে থাকুন।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৭

শিমুল_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব নুর ভাই

১৬| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:১৯

বৃষ্টি বিন্দু বলেছেন: গুগুল থেকে নিন আর যেখান থেকেই উপস্থাপনা অনেক ভালো হয়েছে এবং আসল কথা ইতিহাসড়া আমার জানা ছিলোনা। ধন্যনাদ এমন একটি ইতিবৃত্ত জানানোর জন্য!!!

২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৯

শিমুল_মাহমুদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ বৃষ্টি আপু।

১৭| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৮

রাকু হাসান বলেছেন: তথ্যবহুল । শুভ ব্লগিং :)

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৬

শিমুল_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় রাকু হাসান।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: আমাদের আটপৌরে জীবনের নিত্য অনুষঙ্গ চা এর ইতিহাস জেনে মুগ্ধ হ'লাম।
ব্লগে সুস্বাগতম; এখানে আপনার পদচারণা শুভ হোক, সফল হোক, নিরাপদ হোক!
অনেক, অনেক শুভকামনা....

০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:১৭

শিমুল_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.