নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেফ যখন হয়েই গেলাম ভাবছি রাজনীতি নিয়ে লিখবো।

শিমুল_মাহমুদ

জীবনের প্রতিটি মূহুর্তই মুল্যবান

শিমুল_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

গানের জন্য ভালবাসা

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:১০

গান শুনতে আমরা সবাই ভালবাসি। গান ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুস্কিল। শব্দ দূষণের এই শহরে বিকট শব্দ যেমন বিরক্তি উদ্রেক করে আবার মিষ্টি মধুর গানের সুর ও বাণী মনের কোনে অদ্ভুত এক ভাললাগার জন্ম দেয়।সকালে কাকের বিরক্তিকর কা কা ডাক যেমন মেজাজটা চরমে নিয়ে যায়, আবার দোয়েলের শিষ, কোকিলের কু কু, চড়ুই পাখির কিচিরমিচির মনকে ভাল লাগার আবেশে আচ্ছন্ন করে। ছেলেবেলায় রেডিওতে কান পাততাম গান শোনার জন্য। বাংলা সিনেমার গানগুলো তখন কতই না মধুর ছিল। রুনা লাইলা, সাবিনা ইয়াসমিন, এন্ডু কিশোর, শাকিলা জাফর, সৈয়দ আব্দুল হাদী,খুরশিদ আলম,শাহনাজ রহমতুল্লাহসহ আরো কত কত গুনি শিল্পিদের সমরাহ ছিল। রোডিও টিউন করলেই রুনা লাইলার, 'বন্ধু তিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না ' কিংবা 'সাধের লাউ বানাইলো মোরে বইরাগি' এগুলোই ছিল তখন একটু চটুল এবং জনপ্রিয় ধারার গান। এরমধ্যে সাবিনা ইয়াসমিন গেয়ে উঠতেন 'শুধু গান গেয়ে পরিচয় '। এন্ড্রু কিশোর গাইতেন ' আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান,সেদিন হতে গানই জীবন গানই প্রাণ '। এরপর খুরশিদ আলমের পালা তিনি গাইতেন 'মাগো মা, ওগো মা আমারে বানাইলি তুন দিওয়ানা'।এরপরই হাজির শাকিলা জাফর ও তপন চৌধুরী 'তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল ক্লান্ত দুপুরবেলা' এরপর শুভ্রদেব গাইতেন, 'মরণ যদি হয় তোমার প্রেমের আঘাতে '। সৈয়দ আব্দুল হাদী বাদ যাবেন সেটা হতেই পারে না তিনি গাইতেন,'একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দূটি জলে ভাসতো'।ফকির আলমগির তখন তার জনপ্রিয় গান 'ও সকিনা গেছোস কিনা ভুইলা আমারে ' নিয়ে হাজির হতেন। এভাবেই রোডিওতে চলতে থাকতো একটার পর একটা জনপ্রিয় গান।বাড়িতে বাড়িতে তখন রেডিও চলতে থাকতো দিনরাত, রেডিও ছিল মানুষের জীবনের অংশ।




সংগীত একটি মহান সাধনা, এটি সবার দ্বারা সম্ভব নয়। আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তা কি অসীম ক্ষমতা দিয়ে শিল্পিদের পৃথিবীতে পাঠিয়েছেন! উপরে যে শিল্পিদের নাম এবং গানগুলো কথা লিখলাম ওই সকল শিল্পিদের সাথে বর্তমানের শিল্পিদের একটু তুলনা করুণ ওনাদের ধারেপাশে দাঁড়ানোর মত বর্তমান প্রজন্মের কোন শিল্পিকে খুঁজে পাবেন? উনারা সংগীতকে সাধনা মনে করতেন,রাতারাতি কেউ স্টার হওয়ার কথা ভাবতেন না। কিছুদিন আগে শিল্পি আবিদা সুলতানা বলেছিলেন বর্তমান প্রজন্ম অস্থির প্রজন্ম,এরা শুধু রাতারাতি স্টার হতে চায়, এজন্য এদের কাছ থেকে ভাল গান পাওয়া যাচ্ছে না। আসলেই তাই, পৃথিবী এগিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের গানের ভুবনটা মনে হচ্ছে পিছিয়ে পড়ছে। এখনো ইউটিউব খুলে সেই পুরানো গানগুলোই বার বার দেখে অতীত স্মৃতি রোমন্থন করি।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৫৫

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! গান নিয়ে সুন্দর স্মৃতিচারণ। টিভিতে ছায়াছন্দ দেখতাম মন ভরে। রেডিওতে শুনতাম অনুরোধের আসর। এছাড়া বিজ্ঞাপন তরঙ্গ............. এখন আর সেই দিনটি নেই।

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:০২

শিমুল_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কাওসার স্যার।

আমার লেখাটি পড়ে আপনার সুন্দর ছোট্ট স্মৃতিচারণের জন্য ধন্যবাদ, অনেক ভালোলাগা এবং ভালবাসা।

২| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:০১

জুন বলেছেন: আপনার উল্লিখিত শিল্পী ও তাদের গানগুলো সত্যি অসাধারন ছিল ।
তাদের নিয়ে লেখাটি খুব ভালোলাগলো শিমুল_মাহমুদ ।
+

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:০৬

শিমুল_মাহমুদ বলেছেন: ধন্যবাদ জুনাপি আমার পোষ্টে মন্তব্য প্রদানের জন্য

যুগের সাথে আমরা এগিয়ে গেলেও আমাদের গানের জগত পিছিয়ে যাচ্ছে সত্যি এটা হতাশার। নিরন্তর শুভেচ্ছা আপু।

৩| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:২৭

সেলিম আনোয়ার বলেছেন: শু ্রদে ও শাকিলা জাফর লিজেনড নন াকি অংশ ঠিক াছে

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:০০

শিমুল_মাহমুদ বলেছেন: শুভ দুপুর সেলিম ভাইয়া

আমি আসলে লিজেন্ড হিসাবে লিখিনি। আমিও মানি রুনা লাইলা, সাবিনা ইয়াসমিনদের সাথে শুভ্রদেব শাকিলা জাফরের নাম যায় না। আমার যাদের গান ভাল লাগলতো তাদের কথাই লিখেছি। অনেক শুভ কামনা এবং ভালবাসা।

৪| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

সনেট কবি বলেছেন: খুব ভালোলাগলো শিমুল_মাহমুদ ।

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:৪৯

শিমুল_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি।

৫| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: ভাল পোষ্ট, নস্টালজিক হলাম, লাইক দেওয়া হল।

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:৪৯

শিমুল_মাহমুদ বলেছেন: পাঠ মন্তব্য ও লাইকের জন্য ধন্যবাদ।

৬| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: শ্রভ্রদেব কি আজ কাল গান করছেন না?

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:০০

শিমুল_মাহমুদ বলেছেন: সত্যি তাই উনাকে ইদানীং গান গাইতে দেখা যাচ্ছে না। ধন্যবাদ রাজীব ভাই।

৭| ২৭ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমা‌দের বা‌ড়ি‌তে পুর‌নো একটা রে‌ডি ছিল। তা‌কে ঠিক ম‌তো চড়থাপর না দি‌লে ঠিকম‌তো বাজ‌তো না। সেই রে‌ডিও থে‌কে যে মজা পে‌য়ে‌ছি লাখ টাকার টে‌লি‌ভিশন থে‌কেও তা পাইনা।

২৮ শে মে, ২০১৮ বিকাল ৪:০২

শিমুল_মাহমুদ বলেছেন: সব বাসার রেডিওই মনে হয় একই অবস্থা ছিল, কিন্তু তবুও কি অপার আনন্দের মাধ্যম ছিল রেডিও। আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ সাজ্জাদ ভাই।

৮| ২৭ শে মে, ২০১৮ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমা‌দের বা‌ড়ি‌তে পুর‌নো একটা রে‌ডি ছিল। তা‌কে ঠিক ম‌তো চড়থাপর না দি‌লে ঠিকম‌তো বাজ‌তো না। সেই রে‌ডিও থে‌কে যে মজা পে‌য়ে‌ছি লাখ টাকার টে‌লি‌ভিশন থে‌কেও তা পাইনা।

৯| ২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

কবীর বলেছেন: আগে প্রচুর গান শোনা হতো ওনাদের !!


২৯ শে মে, ২০১৮ সকাল ৮:০৮

শিমুল_মাহমুদ বলেছেন: আসলে আমরা সবাই বড় হয়ে এইসব গুনি শিল্পীদের গান শুনতে শুনতে, মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় শাহরিয়ার কবির ভাই।

১০| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো বরেণ্য শিল্পীদের রোমন্থন করার সুযোগ করে দেওয়ায়। আর একজনের কথা আমার মনে পড়ছে, আব্বাসউদ্দিন। এখনও মোহিত হয়ে যায় যার গান শুনে।

শুভ কামনা রইল, প্রিয় শিমুল মাহমুদভাই।

২৯ শে মে, ২০১৮ সকাল ৮:১৪

শিমুল_মাহমুদ বলেছেন: প্রিয় পাদাতিক চৌধুরী ভাই, আব্বাস উদ্দীন হচ্ছেন মরমী শিল্পী, উনার গান গ্রাম বাংলার মানুষের মুখে মুখে ফিরে। আমি যে শিল্পিদের কথা উল্লেখ করেছি উনারা আশি এবং নব্বয়ের দশকে বাংলা গানের জগতের কিংবদন্তি শিল্পী। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

১১| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:০৪

অনল চৌধুরী বলেছেন: রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিদের ।খ্যাতি,অর্থ,সম্পদ সবই আছে।কিন্ত এদের কোন নীতি-নৈতিকতা নাই।
এরা হিন্দি গানের নকল সুরে হাজার হাজার গান গেয়েছে।বাংলাদেশে এটা কোন অপরাধ না।কিন্ত এ্যামেরিকায় গায়িকা শাকিরার বিরুদ্ধেও এই অভিযোগে একাধিকবার মামলা হয়েছে।https://www.forbes.com/sites/legalentertainment/2017/03/03/shakira-sued-for-her-hot-latin-song-la-bicicleta/#5bda19914368
কিন্ত বাংলাদেশ জন্যই রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিদের কিছু হয়নি।

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০২

শিমুল_মাহমুদ বলেছেন: আপনার অভিযোগ মিথ্যা নয় একটা শক্ত আইন থাকলে হয়তো এটা করতে পারতেন না।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: এ ব্লগে লেখা আপনার দ্বিতীয় পোস্টটাও পড়ে গেলাম। ভাল লেগেছে।
সঙ্গীত একটি আয়াসসাধ্য শিল্প। ভক্তি এবং শ্রম না দিয়ে এ শিল্পে উৎকর্ষতা অর্জন করা সম্ভব নয়।

০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২০

শিমুল_মাহমুদ বলেছেন: ধন্যবাদও ভালবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.