| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে লেখার ইচ্ছা ছিল কিন্তু ওনাকে নিয়ে লেখার মত কোন যোগ্যতা আমার নেই, কিন্তু এই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেতো কোন সমস্যা নেই।
১৯৮৮-৮৯ সালের কথা তখন স্বৈরাচারী এরশাদ ক্ষমতায়, আমি তখন ২য় অথবা ৩য় শ্রেণীর ছাত্র। একদিন পত্রিকার পাতায় শেখ হাসিনার ছবি দেখে বাবাকে জিজ্ঞাসা করলাম, "আব্বা ইনি কে?আমার আব্বা সেদিন আমাকে বঙ্গবন্ধুর গল্প শোনালেন,আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস শোনালেন, বঙ্গবন্ধুকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শেখ রাসেল কিভাবে বাচার আকুতি জানিয়েছিল তাও শোনালেন এবং শেখ হাসিনা কিভাবে বেচে গিয়েছিলেন তাও জানালেন। সেই থেকেই আমি শেখ হাসিনার একনিষ্ঠ ভক্ত। সেই ছোট্ট আমি সবসময় চাইতাম শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক।
৯০ সালে এরশাদের পতনের পর আমার আব্বা এবং আমি আমরা দুইজনই শিওর ছিলাম শেখ হাসিনা ক্ষমতায় আসবেন। কিন্তু নির্বাচনের পর আমরা খুবই কষ্ট পেয়েছিলাম শেখ হাসিনা ক্ষমতায় আসতে না পারায়। এটা আমাদের কাছে ছিল অবিশ্বাস্য। ৪৩% ভোট পেয়ে আওয়ামীলীগ পেল মাত্র ৯১ টা আসন আর ৩২% ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করলো। এরপর বহু সংগ্রামের পর ১৯৯৬ সালে নির্বাচনে শেখ হাসিনা যেদিন বিজয়ী হলেন সেই দিনটি আমাদের কাছে অন্যতম আনন্দের দিন। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে ব্যপার উন্নয়ন সাধিত হল, দেশ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেশনজট মুক্ত হল। তখনই শুরু হল স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র, লতিফুর ও শাহাবুদ্দীন গংদের সাজানো নির্বাচনে পরাজিত হল আওয়ামীলীগ। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নেমে এল ভয়াবহ নির্যাতন, ২১শে আগষ্ট গ্রেনেড হামলা করে মারার চেষ্টা হল শেখ হাসিনাকে,তবুও থেমে যাননি তিনি।সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আসেন।
সৃষ্টিকর্তার কি অপূর্ব মহিমা! যাকে ২১বার মারার চেষ্টা করা হল, যার উপর ভয়াবহ গেনেড হামলা করা হল সেই শেখ হাসিনাই এখন রাষ্ট্র ক্ষমতায় আর ষড়যন্ত্রকারীরা এখন বিতাড়িত।
মাননীয় প্রধাণমন্ত্রী আপনি এগিয়ে যান, এদেশের কোটি কোটি মানুষের ভালবাসা আপনার সাথেই আছে।
শুভ জন্মদিন জাতির জনকের কন্যা, আপনার জন্য অন্তর থেকে দোয়া এবং ভালবাসা।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
শিমুল_মাহমুদ বলেছেন: ইচ্ছা নেই,মাঝে মাঝে নিজের ভাবনাগুলো লিখে রাখবো অনেকটা ডাইরির মত। পড়ার
জন্য ধন্যবাদ।
২|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
স্রাঞ্জি সে বলেছেন:
তাই ভাল..... কিন্তু প্রথম পেইজে যাওয়ার কি ইচ্ছা নাই....
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫
শিমুল_মাহমুদ বলেছেন: না, কি হবে প্রথম পেজে গিয়ে? এখানেই ভাল আছি।
৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক ধন্যবাদ। খুব খুশি লাগছে আপনার পোষ্ট পড়ে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭
শিমুল_মাহমুদ বলেছেন: কেন খুশি লাগছে আপুনি?
৪|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার প্রোপিকের এমন হাল কেন???
আমার আব্বাও হাসিনা ভক্ত। আমার আবার হক, মাওলানা, শহীদ ও বঙ্গবন্ধু বাদে দেশের কোন নেতা পছন্দ নয়।।
সব মাথামোটার দল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
শিমুল_মাহমুদ বলেছেন: আপনি পড়েছেন জেনে ভাল লাগলো, ছোট বেলা থেকেই যে ভালবাসার শুরু তা এখনও বিদ্যমান। এই মুহুর্তে শেখ হাসিনার চেয়ে যোগ্য কোন নেতা এদেশে নেই, এটা আমার একান্তই ব্যক্তিগত মত।
৫|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই মুহুর্তে শেখ হাসিনার চেয়ে যোগ্য কোন নেতা এদেশে নেই, এটা আমার একান্তই ব্যক্তিগত মত।
এটা আমারও মত। তবে সমস্যা হল, এভাবে চলতে থাকলে দেশের কি হবে?? উনি তো চিরদিন জীবিত থাকবেন না। এত বছর ক্ষমতায় থেকেও তিনি দুর্নীতিদমন করতে পারলেন না। দক্ষ প্রশাসন, সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে পারলেন না। প্রতিহিংসার রাজনীতি অন্যদের মানায় বঙ্গবন্ধু কন্যার নয়।
১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩২
শিমুল_মাহমুদ বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া
শেখ হাসিনা যথেষ্ট সৎ হলেও উনার আশপাশের সব মানুষই যে সৎ এটা ভাববার কোন কারণ নেই। দূর্নীতি শিকড় অনেক গভীরে এদেশ থেকে তাই দূর্নীতি দমন করা কঠিন, সবচেয়ে দূর্নীতিগ্রস্থ দেশের তালিকা থেকে দেশ বেরিয়ে এসেছে। তবে প্রযুক্তির ব্যবহার যত বাড়বে দেশ ততই দূর্নীতিমুক্ত হবে।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
স্রাঞ্জি সে বলেছেন:
ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করুন.....