নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখ শ্রমিক

দুঃখ শ্রমিক › বিস্তারিত পোস্টঃ

স্বাভাবিকতা!!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

ইভার মন খারাপ। হোস্টেলে উঠার পর একটা বিষয় খেয়াল করছে। রাত হলেই সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ফিস ফিস করে কথা বলে। পরের বয়ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া গল্পগুলো শুনে।
এগুলো দেখতে নিজে যে একা এ ব্যাপারটাই অস্বাভাবিক লাগে ইভার কাছে। একটা সময় তারও ফোনে একজনের সাথে পরিচয় হয়। তার সাথে কথা বলে অনেক বেশি ভাল লাগে। গিফট পেতে শুরু করে।
তবে যখন আবিষ্কার অন্যদের মত এভাবে না জড়ালেই ভাল হতো, জীবনের সব চেয়ে বড় ভুলটা হতো না। ঠিক তখন করার কিছু নেই। ততদিনে সব শেষ। ক্ষতিটা হয়েই গেলো। নিজের কাছেই নিজেকে ঘৃণা লাগে।
মন খারাপ করে থাকে ইভা। রুমমেটরা সান্ত্বনা দেয় "আরে এখন এটাই স্বাভাবিক।"
কিন্তু ইভা মেনে নিতে পারে না এ স্বাভাবিকতা..... হোস্টেলে যে কেন আসতে গিয়েছিল। অন্যদের মত কেন ইচ্ছা হয়েছিল কারো সাথে কথা বলার?
প্রশ্নগুলো নিজের মধ্যে বয়ে যায়.......... কিন্তু কে উত্তর দেবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.