| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোহাদ
দোয়া করি যেন ভাল থাকেন। দোয়া করবেন যেন ভাল থাকি
মানুষ হইল আমাদের চিটাংগা (সীতাকুন্ডু পর্যন্ত)।বিশেষ ভাবে নোয়াখালি আমদের চিটাংগা পরে না (আমি নোয়াখালির কথা বলতেছিনা)
।হাতি থাকলেও লাখ টাকা মরলেও লাখ টাকা। রিয়াল চিটাংগা মাইয়া অনেক ভাল। আমদের চিটাংগারা যদি আপনাকে ভালবাসে তবে জান (জীবন ও) দিতে ঠেকবে না। যদি খারাপ কিসু করেন তবে দো্যখ দেখাবে। খাতুন গন্জ আসাদ গন্জর ব্যবসায়িদের দেখলে বুঝবেন। ওডের কামাই কোটি টাকা কিন্তু দাদার ব্যবসা করতে দোকানে লুন্গি পড়ে দোকানে ঢুকত। ঠিক একনি ও তাদের নাতনি ইউরোপ আমারিকার থেকে পি.এইচ ডি পাশ করে আসলেও লুন্গি পরে দোকানে ঢুকে। দোকানে কেউ ঢুকলে তাকে না খেয়ে বের হতে দেয় না। নিয়ম মানে নিয়ম। এটা হোক কুকুর হোক লেবার ্যেই আসবে তাকে খেতে দিবে। একটা কোতুক আছে। এক বয়বসায়ীকে ঢরতে পুলিশ আষছিল । পুলিশকে খাইয়ে ঐ বুবসায়ী থানায় গেছে।
হাতে সোনালী কালার ঘড়ি। মুখে পান। সাদা লুন্গি। সাদা পান্জাবি।
চিটাংগা মানুসের মহবত দেখার মত। আপনাকে খাওয়াইতে গেলে বুঝবেন।
বিয়ে করে কিসু না চাইলেও আপনাকে সব দিবে।
আমারা মেয়ের বিয়েতে বোঝা ফালাই দেইনা । নতুন সম্পর্ক করি। ঈদ পুজা যাই বলেন সব কিসু তে আপনার বিপদে আপাদে মানুষ আমরা।![]()
![]()
![]()
![]()
![]()
![]()
রক্ত দিয়ে ভালবাসি আমারা। মান ও রাখি।
চিটাংগার কারাপ কোন হিসটরি নাই বল্লে চলে।![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
২৪ শে জুন, ২০১২ সকাল ১১:৫৩
সোহাদ বলেছেন: মানে ভাই ? বুঝলাম না ?????
২|
২৪ শে জুন, ২০১২ সকাল ১১:৫৪
গুগলরকস বলেছেন: এরা খুবি খারাপ
ছোটলোক
আর ইতর হয়
২৪ শে জুন, ২০১২ সকাল ১১:৫৮
সোহাদ বলেছেন: আপনি চটাগং কখন দেকছেন ? নাকি ম্যপ দেখে কথা বলতে ছেন ? আমি রিয়াল চিটাংগা বলতে পটিয়া রাংগুনিয়া মানে গ্রাম থেকে আসা মানুষ ডের বুজাছি। নোয়াখাইল্লা বুঝাইছেছি না।
৩|
২৪ শে জুন, ২০১২ সকাল ১১:৫৬
গেমার বয় বলেছেন: আপনার প্রোফাইলে এইটা কার ছবি ???
২৪ শে জুন, ২০১২ সকাল ১১:৫৯
সোহাদ বলেছেন: সাকা সাব। আপনাদের পরিচিত রাজাকার ।
৪|
২৪ শে জুন, ২০১২ সকাল ১১:৫৮
মাক্স বলেছেন: গুগলরকস বলেছেন:
এরা খুবি খারাপ
ছোটলোক আর ইতর হয়
২৪ শে জুন, ২০১২ সকাল ১১:৫৯
সোহাদ বলেছেন: আপনি চটাগং কখন দেকছেন ?নাকি ছেকা পড়াটা কিনছেন ?
৫|
২৪ শে জুন, ২০১২ সকাল ১১:৫৮
পানকৌড়ি বলেছেন: সাকাচৌ এর ছবি আাপনার প্রোফাইলে দেইখা বড়ই আমোদিত হইলাম ..........
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:০১
সোহাদ বলেছেন: এই দিন দিন নয় আরো দিন আছে - সালাউদ্দিন কাদের ওরফ সাকা চোধুরী। বুড়া বাগের সময় হইছে
৬|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:০০
মেজর জেনারেল বলেছেন: আমার জন্ম থেকে আমি চট্টগ্রামে ছিলাম....এখন নাই।
তাদের সম্পর্কে ভালো কিছু বলতে পারতেছি না।
ভালো খারাপ সব জেলায় আছে কিন্তু আজ পর্যন্ত যতগুলা চাটগাইয়া দেখছি সব.....ইতর
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:০২
সোহাদ বলেছেন: কি ভাই। সবই মিলে খেপাইতেছেন নাকি ?
৭|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:০০
অল্পভাষী বলেছেন: খেক্... খেক্....খেক্জ....
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:০২
সোহাদ বলেছেন:
৮|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:০৪
মোতাব্বির কাগু বলেছেন: চট্টগ্রামের পাখি নাকি এক হাতে উড়ে?
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:০৫
সোহাদ বলেছেন:
৯|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:০৮
৪২০ বলেছেন: সাবাই ছোটলোক আর ইতর হয়
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:১১
সোহাদ বলেছেন: কি ভাই আপনি ব্লগারদের দিচ্ছেন নাকি আমাকে ?????????
১০|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:১০
ইন্তাজ ভাই বলেছেন: চাটগাইয়া নাতনিরা লুঙ্গি পড়ে নাকি
জানতামনাতো
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:১৫
সোহাদ বলেছেন: আমি বলতে চাচ্ছি দোকানে ঢুকবার আগে । আনোয়ার শেঠে নামক একটা দোকান আছে। যেখানে আনোয়ার সাহেবের দোকানের নিয়ম একটা টািলস করা পাথরে লেখা আচে। সম্পরকে আমার ডাকা ডাডা হন। জনাব এখন নাই(ইন্তেকাল)। কিন্তু তার নিয়ম মেনে উনার নাতনিরা এখন দোকানে এমন করে ্যায়।
১১|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:১৪
মোতাব্বির কাগু বলেছেন: চট্টগ্রামের উপর দিয়ে পাখি (কাক সহ) উড়ার সময় এক ডানা দিয়া নিজের পাছা ঢাইকা রাখে। সত্যি নাকি?
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:১৬
সোহাদ বলেছেন: মাথার উপর দিয়ে গেল।
১২|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:১৭
ক্লিকবাজ বলেছেন: কর্মসূত্রে এই পর্যন্ত শত-শত চাটগাইয়া লোকের সাথে উঠা-বসা করতে হয়েছে। তার মধ্যে ৯৯.৯৯% ই বিশেষ শ্রেণীর ইতর এবং ছোটলোক, মুখের ভাষা আর ব্যবহারের কথা আর নাই বললাম।
তারা নিজেদেরকে নবাব আর বাকি সবাইকে ফকির-মিসকিন মনে করে।
ালারা ভাত খাইতে ভাত পায়না, চা খায়,
(পারলে) হোন্ডা দিয়া হাগতে যায়।
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:২৪
সোহাদ বলেছেন: আমার তো মনে হয় ঐ গুলা নোয়াখাইল্লা। নোয়াখাইল্লারা এমন স্বভাবের হয়। তাছের অনেকে চিটাংগা আছে এমন ্যে তাদের বাড়ী আউট ডিস্টিক কিন্তু চিটানফগে জন্মের পর থেকে আছে। তারা এমন স্বভাডবের হয়।
কিন্তু আমার জানা মতে আমরা ্যারে ভালবাসি তদের জান দিয়ে ভাল বাসি আর ্যাদের অপছন্দ করি তার কপালে কস্ট আছে বস।
১৩|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:১৮
মেজর জেনারেল বলেছেন: খেপাইতেছি না। সত্যি বলতেছি।
@মোতাব্বির কাগু
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:২৫
সোহাদ বলেছেন: আমার জানা মতে আমরা ্যারে ভালবাসি তদের জান দিয়ে ভাল বাসি আর ্যাদের অপছন্দ করি তার কপালে কস্ট আছে বস।
১৪|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:১৯
মোতাব্বির কাগু বলেছেন: মানে আন্নেরা নাকি পুয়া খোর
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:২৫
সোহাদ বলেছেন: সবাইকে নিজের মট মনে করবেন না
১৫|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:৩১
একরামুল হক ফরহাদ বলেছেন: ভাই নোয়াখালীর প্রতি দেখি আপনার এলারজি
আছে কারন কি ?
১৬|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:৪৮
ক্যারিক্যাচাল বলেছেন: ভাইয়ে লুঙ্গি পইরা মাত্র ব্যাবসা (নিজেগো দালালি) করতে বইছে । আপনেরা এমন কইরা ধরছেন কেন ? ভাইয়ের লুঙ্গি খুইলা যাইবো তো ।
১৭|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:৫২
প্রবাহ.কম বলেছেন: চট্টগ্রামের মানুষ কারও সাথে না পারলে বইংগা বলে গালি দেয়।
আর বইংগা শব্দটি বাহিরের জেলার মানুষকে গালি স্বরূপ ব্যবহার করে।
১৮|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১:০২
রাকিবুল হাসান রাজু বলেছেন: ইষ্ট এন্ড ওয়েষ্ট চিটাগাং ইজ দ্যা বেষ্ট।
১৯|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১:০৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: আমার দেখা চিটাগাং এর মানুষগুলো অনেক বেশি ভালো ![]()
২০|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১:৩৭
ময়ূখ বলেছেন: লেখক সহ সব রেসিস্ট এর বাজার বসছে দেখি এইখানে..!! দুঃখজনক...
২১|
২৪ শে জুন, ২০১২ দুপুর ১:৫৯
মোঃ ফখরুল ইসলাম বলেছেন: সন্মান পেতে হলে আগে দেয়া শিখতে হয়, আপনিতো ভালভাবে কথাই বলতে পারেন না, সন্মান দিবেন কিভাবে? আগে ব্যবহার শিখুন, তারপর লিখেন।
২২|
২৪ শে জুন, ২০১২ দুপুর ২:৫৮
শামীম 776 বলেছেন: বাবা সরকারী চাকুরী করতো বলে সে হিসাবে প্রায় ১৮ বৎসর চট্টগ্রামে ছিলাম। ওখানকার মানুষের অহংকার খুব বেশি, ইতর অন্যকোন ডিস্টিকের মানুষকে তারা সব সময় ঘৃণার চোখে দেখে।
চট্টগ্রামের সব মানুষ যে অহংকারী, ইতর এমন নয় ১০% লোক ভাল।
চট্টগ্রামের লোকের চাইতে নোয়াখাইল্লা লোক অনেক ভাল।
২৩|
২৪ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৬
জাভিয়েসটা বলেছেন: ভাই পুয়াখোর জিনিষ টা কি ???
২৪|
২৪ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৬
জাভিয়েসটা বলেছেন: ভাই পুয়াখোর জিনিষ টা কি ???
২৫|
২৪ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
চাঁটগাইয়্যা বাদশা বলেছেন: বলেছেন: ইষ্ট এন্ড ওয়েষ্ট চিটাগাং ইজ দ্যা বেষ্ট।
বলেছেন: আমার দেখা চিটাগাং এর মানুষগুলো অনেক বেশি ভালো
Positive thinking...... 100% agree with them.
২৬|
২৪ শে জুন, ২০১২ রাত ৮:০০
হাইল্যান্ডার বয় বলেছেন: ক্লিকবাজ বলেছেন: কর্মসূত্রে এই পর্যন্ত শত-শত চাটগাইয়া লোকের সাথে উঠা-বসা করতে হয়েছে। তার মধ্যে ৯৯.৯৯% ই বিশেষ শ্রেণীর ইতর এবং ছোটলোক, মুখের ভাষা আর ব্যবহারের কথা আর নাই বললাম।
তারা নিজেদেরকে নবাব আর বাকি সবাইকে ফকির-মিসকিন মনে করে।
ালারা ভাত খাইতে ভাত পায়না, চা খায়,
(পারলে) হোন্ডা দিয়া হাগতে যায়।
প্রবাহ.কম বলেছেন: চট্টগ্রামের মানুষ কারও সাথে না পারলে বইংগা বলে গালি দেয়।
আর বইংগা শব্দটি বাহিরের জেলার মানুষকে গালি স্বরূপ ব্যবহার করে।
চিটাইংগা মানুষের মেতা এতো খারাপ মানুষ আিম আর কোথাও দেখী নাই।
২৭|
২৪ শে জুন, ২০১২ রাত ৮:০২
হাইল্যান্ডার বয় বলেছেন: চিটাইংগা মানুষের মতো এতো খারাপ মানুষ আমি আর কোথাও দেখি নাই।
২৮|
২৪ শে জুন, ২০১২ রাত ৮:১২
নাঈম_নাজিউর বলেছেন: ভালো খারাপ সব জায়গায়ই আছে, আমি আমার দেখা চাটগাইয়া ভালোই পাইছি। খারাপ লাগে নাই ওগোরে। পয়সার হিসাবে ওস্তাদ উনারা।
খারাপ জিনিস পাইছি একটাই এড়া চিল্লায়া গলা ফাটায়া ফালায় যে চিটাগং হেনতেন ঢাকা বালছাল কিন্তু আবার ঠিকিই গাট্টি লয়া ঢাকায় চইলা আসে বনানীতে ফ্লাট কিনা সেটল হয়
।
২৯|
২৪ শে জুন, ২০১২ রাত ৮:২১
আমি তুমি আমরা বলেছেন: চাটগা রক্স
৩০|
২৪ শে জুন, ২০১২ রাত ৮:২৩
লিন্কিন পার্ক বলেছেন:
সবাই যেহেতু বলতাছে খারাপ তাইলে খারাপই :-&
৩১|
২৪ শে জুন, ২০১২ রাত ১১:৩০
শার্লক বলেছেন: আপনি কি চাটগার? মনে তো হয় নইলে সাকা'র ছবি প্রোফাইলে দিছেন কেন..হুম আপনার প্রিয় ব্যক্তিত্ব
২৪ শে জুন, ২০১২ রাত ১১:৩৮
সোহাদ বলেছেন: বুড়া বাঘের সময় বুঝাতে দিয়েছি
৩২|
২৫ শে জুন, ২০১২ রাত ১২:৪০
নিরপেক্ষ মানুষ বলেছেন: ভাইজানের বাড়িকি সীতাকুন্ড??
২৫ শে জুন, ২০১২ রাত ১২:৪৮
সোহাদ বলেছেন: না পটিয়া চন্দনাইশ। আমি মুরাদপরের স্হানীয়র মত।
৩৩|
১২ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫০
আদম_ বলেছেন: গালি গালাজ শিখতে চাইলে চিটাগাং যান।
১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৩
সোহাদ বলেছেন: থাকি তো চিটাগাং এ
৩৪|
১০ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫০
মিজভী বাপ্পা বলেছেন: আমার মামার বাড়ী চিটাগাং বুঝাইন্না বদ্দা।কিন্তু মুই ঢাকাইয়া
১১ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২২
সোহাদ বলেছেন: আই তো মনে গইরগি ওনে বরিশাইল্লা। বউ বাইচ্চা কেন আছে ? ভাবিরে আর সালাম দিউন।খাল্লামর শরীর সাস্থ বালা নে ? (সমস্ত কমেন্ট চিটাংগা লেংুয়ইজে করা হইছে।)
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১২ সকাল ১১:৫১
ইন্তাজ ভাই বলেছেন: ঠিক একনি ও তাদের নাতনি ইউরোপ আমারিকার থেকে পি.এইচ ডি পাশ করে আসলেও লুন্গি পরে দোকানে ঢুকে। দোকানে কেউ ঢুকলে তাকে না খেয়ে বের হতে দেয় না। নিয়ম মানে নিয়ম। এটা হোক কুকুর হোক লেবার ্যেই আসবে তাকে খেতে দিবে
কস্কি মমিন