![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোয়া করি যেন ভাল থাকেন। দোয়া করবেন যেন ভাল থাকি
৭১ রে পূর্ব পাকিস্তান যুদ্ধ করেছিল স্বাধীন বাংলাদেশের জন্য আজ আমরা সেই বাংলাদেশীরা যুদ্ধ ঘো্যনা করছি রাজাকারদের ফাসির দাবি জন্য। হে ১৬ কোটি মানুষ ৭১ রের মত আজ ও তোমরা ঘরে বাইরে যে যেখানে থাক রাজাকারদের ফাসির দাবীতে আন্দোলোনে নেমে পড়ার আহ্বান জানাই।
চট্টগ্রামের হয়ে গতকালের ন্যায় আজ বিকেল ৪টায় জামালখান প্রেসক্লাবের সামনে মানব-বন্ধন এবং ৫টায় শহীদ মিনারের সামনে হতে মশাল মিছিলে আমি যোগ দিচ্ছি । আপনি দিচ্ছেন তো??
একাত্তরের মানবতা বিরোধীদের ফাঁসির দাবীতে যে গর্জন আপনারা ফেবুর দেওয়ালে দেওয়ালে আর পাতায় পাতায় তুলেছেন তার বাস্তব প্রতিফলন দেখতে চাই । বাসায় বসে বসে কম্পিউটারের কী-বোর্ড এবং মোবাইলের কী-প্যাডে আর কত গুতোগুতি করবেন???
আসুন, একটু বের হয়ে বাস্তবতাকে দেখি, শুনি…
গতকালের রায়ে কে কতটা ক্ষুব্ধ তা সামনা-সামনি দেখে বুঝা যায়, ফেবুর স্ট্যাটাস দেখে নয় !
একজন মানুষ যদি ৩৪৪টা খুন করেও শুধু যাবজ্জীন কারাদন্ড পেতে পারে তবে চিহ্নিত এই কয়েকজন যুদ্ধাপরাধীদের খুন করে কি ধরণের শাস্তি পাওয়া যেতে পারে বলে ধারণা রয়েছে?
সরকারকে কিছু বলব না । কারণ তাদেরকে বলার মত মুখ আমার এখনো গজায় নি ! ট্রাইব্যুনালকে বলব, এই রায় দেওয়ার আগে বোধহয় আমাদের ছোটবেলার ভাব-সম্প্রসারণ খানা পড়ে এসেছেন যা গড় গড় করে মুখস্থ করতাম আর ভুলতাম___
''দন্ডিতের সাথে দন্ডদাতা
কাঁদে যব সম আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার ''
কান্নাকাটি একটু বেশি হয়ে গিয়েছে । এবার শুনুন গর্জন ঢাকার শাহবাগে, চট্টগ্রামের জামালখানে, দেশের প্রতিটি অঞ্চলে এবং প্রতিটি বাঙ্গালীর অন্তরে !
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮
সোহাদ বলেছেন: আমরা চট্টগ্রাম থেকে আন্দোলনে আছি।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
সবশেষ খবর এইখানে দেখুন।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: বাহবা দিতেই হয়!
লীগের ব্যানারে এখন বামরা!!!
অবাক হওয়ার কিছু নেই।
যখন দেখি...ইনু বর্তমান সময়ের সবচে বড় আওয়ামীলীগার!
অবাক হই না ...যখন দেখি মেনন রা ছাত্র ভর্তি করতে ঘুষ খায়!
অবাক হই না...যখন দেখি দিলীপ বড়ুয়ারা...এসি গাড়ীতে চড়ে!!!
বামরাও এখন হালুয়া রুটি নিযে ব্যস্ত।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
সঞ্জয় নিপু বলেছেন: শাহবাগ স্কয়ারে রাজাকারদের ফাঁসির দাবিতে অন্দোলনে যোগ দিন ।
আমরা রাজাকারের ফাসি চাই ।