নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির উবুন্তু

I am proud to be a Muslim.

শিশির উবুন্তু › বিস্তারিত পোস্টঃ

জামায়াতে ইসলামি ও হেফাজতে ইসলাম এর মধ্যে পার্থক্য

০২ রা মে, ২০১৫ সকাল ১০:০৭

জামায়াতে ইসলাম ও
হেফাজতে ইসলাম এর মধ্যে পার্থক্য

১) জামায়াতে ইসলাম
শিয়াদের মুসলিম বলে
আর হেফাজতে ইসলাম
শিয়াদের কাফের বলে ।

২) জামাত ইসলাম ইরানকে একটি ইসলামী
রাস্ট্র বলে। আর হেফাজতে ইসলাম
ইরানকে দারূল কুফর
বলে ।

৩) জামায়াতে ইসলাম
ইরানের সংস্কৃতিকে
অনুসরণ করে ।আর হেফাজতে ইসলাম মুসলমানদের যে সংস্কৃতি তাই ধারণ করে ।

৪) জামায়াতে ইসলাম
শাহবাগীদের বিরুদ্ধে
আন্দোলন করেছিল তাদের নেতাদের বাঁচানোর
জন্য। আর হেফাজতে ইসলাম শাহবাগীদের বিরুদ্ধে আন্দোলন
করেছিল ইসলাম ও
মুমিনদের ঈমান রক্ষার্থে ও
বাংলাদেশ কে নাস্তিক মুক্ত করতে ।

৫) জামায়াতে ইসলামের
প্রতিষ্ঠাতা মওদুদী নবী
ও সাহাবীদের সমালোচনা
করেছেন। আর হেফাজতে
ইসলামের প্রতিষ্ঠাতা
আল্লামা শফী সাহেব
(দাঃ বাঃ) এর উৎকৃষ্ট জবাব দিয়েছেন ।

৬) জামাত ইসলাম দলের নেতা ও কর্মীরা আধুনিকতার ছোঁয়ায়
ডিজিটাল মুসলিম হতে চায়। আর হেফাজতে ইসলাম বলে ইসলামের সোনালী যুগই হলো শ্রেষ্ঠ যুগ, আমরা সেই যুগে ফিরে যেতে চাই ।

(টীকাঃ অনেক জামাতী কর্মীরা সেই যুগের
আদর্শকে লালন করা
কোন মোল্লাকে দেখলে
গেঁয়ো বলে উপহাস করে)

৭) জামায়াতে ইসলাম চায়
ছেলে মেয়েরা মোটামুটি
ভাবে মিশুক (অবাধ না)আর হেফাজতে ইসলাম চায় ছেলেরা ছেলেদের স্থানে, মেয়েরা
মেয়েদের স্থানে ।

৮) জামায়াতে ইসলাম
মেয়েদের পর্দার ব্যাপারে
অনেক টাই উদাসীন যেমনঃ মুখমন্ডল খোলা রাখতে পারবে। আর হেফাজতে ইসলাম পর্দার বিধান রক্ষায় সব সময়
সোচ্চার ।

৯) জামায়াতে ইসলাম সুন্নাত সূমহ পালনে সব
সময়ই অনীহা প্রকাশ করে
এবং বলে এগুলোর মধ্যে
কি ইসলাম । আর
হেফাজতে ইসলাম সুন্নাত সূমহ পালনে তটস্থ থাকে এবং সুন্নাত পালনে উৎসাহ
দেয় এবং মনে করে
আল্লাহর তাকওয়া অর্জনে উত্তম পন্থা এবং রাসূল সাঃ এর প্রতি ভালবাসার
প্রতীক ।

১০) জামাত ইসলাম
হকপন্হী আলেমদের
কে সব সময় কটাক্ষ করে
কথা বলে । আর হেফাজতে ইসলাম সব
আলেমদেরকেই সম্মান
করে ।

আরো অনেক খারাপ সাইট আছে যা জামায়াতে ইসলামী তে আজও বিদ্যমান । আজ থেকে অনেক বছর আগে বরিশালের চরমোনাইয়ের পীর জামায়াতে ইসলামী কে চ্যালেঞ্জ করেছিল যে জামায়াতে ইসলামী কোন ইসলামিক দলই না । কিন্তু এই চ্যালেঞ্জ জামায়াতে ইসলামি আজও গ্রহণ করতে পারেনি ।

#ILoveHefajoteIslam.

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৫ সকাল ১০:৩৯

চলন বিল বলেছেন: বিএনপি বলেন, জামায়াতে ইসলাম বলেন বা হেফাজতে ইসলাম আমাদের সবার এক ও অভিন্ন শত্রু হাম্বালিগ। এ শক্তিশালী শত্রুর বিরুদ্ধে আমাদের ইউনিটি থাকতে হবে। আপনার যদি সত্যি ইসলামের প্রতি ভালোবাসা থাকে, তবে নিজেদের মধ্যে ক্যাচাল সৃষ্টি করে এমন কোন পোস্ট দেয়া থেকে বিরত থাকুন।

০২ রা মে, ২০১৫ রাত ১১:৫০

শিশির উবুন্তু বলেছেন: হ্যা ভাই আপনার কথা মানলাম । ইসলামের শত্রু কে শেষ করাই উত্তম । কিন্তু যারা ধর্ম নিয়ে ব্যবসা করে , যারা ধর্মকে পুজি করে ক্ষমতায় যেতে চায় তারা কিভাবে ইসলামের শত্রু নির্মুল করবে ? যারা নারীর আচলে আচলে ঘুরে বেড়ায় তারা কিভাবে ইসলামের শত্রু নির্মুল করবে ? এদের দ্বারাতো ইসলাম নিয়েই টানাটানি , তো এরা আবার ইসলাম কায়েম করবে কিভাবে ?

২| ০২ রা মে, ২০১৫ সকাল ১১:৪২

রাউল।। বলেছেন: হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, রাসুল (সঃ) ইরশাদ করেন, "তোমরা গোঁফ কর্তন কর এবং দাড়ি ছেড়ে দাও (লম্বা কর ) ।
*********************************************************
ফটো টা পাকিস্তানী সেনাবাহিনীর প্রধানের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.