নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির উবুন্তু

I am proud to be a Muslim.

শিশির উবুন্তু › বিস্তারিত পোস্টঃ

কারা জাতির শ্রেষ্ঠ সন্তান ?

১৭ ই মে, ২০১৫ সকাল ৯:৩০

এবছর যে খবরগুলো মিডিয়াতে ব্যাপকভাবে সাড়া ফেলেছে;

১,"জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নর্থ সাউথ
ইউনিভার্সিটিতে ছাত্র, ছাত্রীদের মাঝে প্রকাশ্যে
কনডম বিতরণ!"

২,"সমকামীদের স্বীকৃতির দাবিতে শাহবাগে প্রকাশ্যে
মিছিল!!"

৩,"পর্নোফিল্ম করতে গিয়ে রাজধানীর আবাসিক হোটেল থেকে প্রাচ্যের
অক্সফোর্ডখ্যাত ঢাকা
বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী
গ্রেফতার!!!"

(উপরোক্ত প্রতিটি খবরই হচ্ছে দুনিয়াবী শিক্ষার
"কুফল!)

এবছর যে খবরগুলো
মিডিয়াতে কোনো সাড়া-ই ফেলতে পারেনি,

১,"আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়
বিশ্বসেরা হয়েছে বাংলাদেশের ছেলে
সাকিব! "

২,"বাংলাদেশী হাফিজে
কুরআনের বিশ্ব জয়!
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায়
হাফেজ নাজমুস সাকিবের পর এবার বাংলাদেশি হাফিজ মুহাম্মদ জাকারিয়া প্রথম (সনদ) পুরস্কার অর্জন করেছে
আলহামদু লিল্লাহ!।
মিশরে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৫০টি দেশের ক্ষুদে
হাফিজরা অংশগ্রহণ
করে ।
সবাইকে পেছনে ফেলে
চ্যাম্পিয়ান হয়েছে
বাংলাদেশী হাফিজ!! "

৩,"সৌদি আরবে অনুষ্ঠিত
আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০১৪ এ ১ম স্হান অধিকার করেছে আমাদের বাংলাদেশের গর্ব, ১২ বছর বয়সী হাফিজ আব্দুল্লাহ আল মামুন!!! "

উপরোক্ত প্রতিটি খবরই হচ্ছে দ্বীনি শিক্ষার সুফল!

সুপ্রিয় পাঠক বন্ধুগন!
আমার লেখায় আমি দুই
প্রকারের মানুষের নতীযা (ফলাফল) আপনাদের সামনে তুলে ধরেছি।
প্রথম প্রকারের ওরা
সবাই-ই দুনিয়াবী শিক্ষায়
শিক্ষিত!
অথচ এদের কৃতকর্মের কারণে গোটা জাতিকে
লজ্জিত হতে হয়! ধিকৃত হতে হয়! লজ্জায় জাতির মরে যেতে ইচ্ছে হয়!!

পক্ষান্তরে, দ্বিতীয় প্রকারের
তাঁরা সবাই-ই দ্বীনি শিক্ষায় শিক্ষিত!
অথচ এদের কৃতকর্মের কারণে গোটা জাতি উভয়
জগতেই গর্ববোধ করে,
আনন্দবোধ করে,
শুধুমাত্র তাই নয়!
বরং তাদের ফলাফল
নিয়ে আখেরাতে সকল
মুমিন বাঙ্গালী
অন্যান্য জাতির সাথে
গর্ব করে বলবে;
তোমরা কি জানো?
হাফিজ নাজমুস সাকিব আমাদের সন্তান!
হাফিজ মুহা.জাকারিয়া
আমাদের-ই সন্তান!!
হাফিজ আব্দুল্লাহ মামুন আমাদেরই সন্তান!!!

প্রিয় বন্ধুগন! আপনি যদি সম্পূর্ণ লেখা পড়ে থাকেন
তাহলে আপনার নিকট
আমার ছোট্ট একটি
প্রশ্ন আশা করি সামান্য কষ্ট করে কমেন্ট বক্সে আমার প্রশ্নের উত্তর
প্রদান করবেন।

আমরাই তো বলি "শিক্ষাই জাতির মেরুদণ্ড"
আমার প্রশ্ন হচ্ছে ;
কোন শিক্ষা জাতির মেরুদণ্ড?
যেই শিক্ষার কারণে
জাতিকে লজ্জিত
হতে হয় সেই শিক্ষা?
নাকি যেই শিক্ষার
কারণে জাতি উভয়
জগতেই গর্বিত হয়
সেই শিক্ষা?
কারা জাতির শ্রেষ্ঠ সন্তান ?
যারা পর্নোফিল্ম বানাতে গিয়ে আবাসিক হোটেল
থেকে গ্রেফতার হয়ে
জাতিকে লজ্জিত, ধিক্কৃত করে তারা?
নাকি যারা বিদেশের
মাটিতে বাংলাদেশ এবং
বাংলাদেশের জনগণের
ভাবমূর্তি উজ্জ্বল করে তারা?

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৫ সকাল ৯:৪৭

হেলাল নোাখালী বলেছেন: valo laglo...

২| ১৭ ই মে, ২০১৫ সকাল ৯:৫১

আজকের বাকের ভাই বলেছেন: মানুষের জানার আগ্রহটা বরাবরই এমনই ছিল, তাই নতুন করে বলার কিছু নেই।

৩| ১৭ ই মে, ২০১৫ সকাল ১০:০২

সাদী ফেরদৌস বলেছেন: দ্বীনি শিক্ষা নিয়া আপনে দেখি ভালই উলটাইয়া ফালাইছেন , আপনাদের মতো গরু ছাগলদের জন্য দেশে নাস্তিকতার আবাদ হচ্ছে । আপনার ১ এবং ২ নাম্বার তথ্য দুইটা সম্পূর্ণ মিথ্যা কথা , আর তিন নাম্বার তথ্যটা আপনে মনে হয় নয়া দিগন্ত অথবা কোন অন লাইন নিউজ পোর্টাল থেকে পাইছেন যাদের অধিকাংশ খবর ই যৌনতা নিয়ে ।
আর দ্বীনি শিক্ষা নেয়ার পরও প্রায় সময় শুনি মাদরাসার হুজুর ,কোন ছাত্রের বলাৎকার করেছেন । এটা খুব কমন ঘটনা ।

ভাই ইসলাম নিয়া আলোচনা করবেন খুব ভাল , কিন্তু মিথ্যার আশ্রয় নেয়ার দরকার কি ? ইসলাম তো মিথ্যার উপর না।

১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৪

শিশির উবুন্তু বলেছেন: আপনার প্রতি আমার কোন উত্তর নেই । কারণ আপনি যেহেতু বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ তো কাজেই আপনাকে কিছু বলার নেই । ১ নং ও ২ নং স্টেপ গুলো একটু যাচাই করুন , পেয়ে যাবেন ।

১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:১৭

শিশির উবুন্তু বলেছেন: তথ্য যেখান থেকেই কালেক্ট হোক , সেটা সত্য কিনা মিথ্যা তা জেনে নিন তাহলেই যথেষ্ট । আর হ্যা , ব্যবহারটা একটু......... ভাল করেন দেখবেন সবকিছু বুঝে গেছেন । ব্যবহার লুজ করে যে বীরত্ব দেখালেন সেটা বীরত্ব না ।

১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:২১

শিশির উবুন্তু বলেছেন: আমরা নাস্তিক জন্ম দেইনা , নাস্তিকদের কে অভিজিতের কাছে পাঠাই । এটার জন্যই আমাদের জন্ম ।

৪| ১৭ ই মে, ২০১৫ সকাল ১০:০৬

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: বাংলাদেশের ছেলেরা আন্তরজাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে বাংলাদেশের মুখ ঋজ্জ্বল করছে। কিন্তু তা নিয়ে কোন খবর নেই। ১৬ কোটি মুসলমানের দেশ বাংলাদেশ নীরব কেন বৃঝতে পারি না।

৫| ১৭ ই মে, ২০১৫ সকাল ১০:২৬

নতুন বলেছেন: আপনি এইযে ব্লগিং করছেন তা আধুনিক শিক্ষারই ফসল..

সব কিছুরই ভাল মন্দ আছে..

দুনিয়ার ২১% মানুষ মুসলমান... বাকিরা সবাই তাদের মতন মানুষ..

তারা সবাই কি খারাপ? দ্বীনি শিক্ষা ছাড়া কি তারা চলতে পারছে না?

১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:০৩

শিশির উবুন্তু বলেছেন: এখানে আধুনিক শিক্ষা কে কোন অবমাননা করা হয়নি । শুধু বলা হয়েছে কিছু জঘণ্য নোংরামির কথা যা প্রশয় পেয়ে গেছে আজকের মিডিয়া জগতে ।

৬| ১৭ ই মে, ২০১৫ সকাল ১০:৩০

নতুন বলেছেন: আর এটা প্রশ্ন...

অাইএসআইএস যে কতগুলি মানুষ মেরেছে জবাই করে গুলি করে...
সেটার ক্রেডিট কি দ্বীনি শিক্ষাকে দেওয়া যাবে?

তবে সেইটাও ৩ নংউদাহরন হিসেবে এড করে দিন..

১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:১০

শিশির উবুন্তু বলেছেন: গুজরাটে নরেন্দ্রমোদি হাজার হাজার মুসলিম কে জীবিত পুড়িয়ে মেরেছে সেটা কোন শিক্ষার অন্তর্ভুক্ত করব ? মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন চলছে সেটা কোন শিক্ষার অন্তর্ভুক্ত বলব ?

৭| ১৭ ই মে, ২০১৫ সকাল ১০:৪৩

মস্টার মাইন্ড বলেছেন: এইতো বাবা, আবার ইসলামের কাছা ধরে টান দেউয়ালেন!

এই সাকিবের নাম আর তার অরজন আমি জেনেছি ২০১৩ সালের শেষের দিকে। আজো সেই খবর কে এই বছরের খিবর বলে চালাতে লজ্জা করল না?

ওপরের ঘটনা নিয়ে তো অন্য ভাবে পোস্ট করা যেত ইসলাম ভাংগিয়ে খাউয়ার কি কোন দরকার ছিল?

১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:২৯

শিশির উবুন্তু বলেছেন: গুড জেনে থাকলে ভাল । কিন্তু প্রতিবছরই বাংলাদেশ ১ম ২য় ৩য় স্থান অধিকারী হচ্ছে । কই , তার তো খবর রাখেনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.