|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শিশির৫৪
শিশির৫৪
	নিজেকে আল্লাহ্র একজন খাদেম হিসেবে প্রতিষ্ঠা করার অক্লান্ত চেষ্টা করছি, করেই যাব......
এক লক্ষ চব্বিশ হাজার নবী-রাসুল প্রেরিত হয়েছে দুনিয়াতে যার মধ্যে ৩১৫ জন রাসুল। এদের সবার দাওয়াত ছিল একটা। আর তা হল, তৌহিদ বা একত্ববাদ। 
সবাই মানুষকে দাওয়াত দিয়েছে আল্লাহ্ এক, তাঁর কোন শরিক নেই। হে মানুষ, তোমরা শিরকের মত মহাপাপ করো না। সব পাপ আল্লাহ্পাক চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু শিরকের পাপ কখনো ক্ষমা করবেন না। আপনি শিরক করলেন মানে জাহান্নামের পথে নিজেকে সপে দিলেন। 
আপনি হয়তো বলবেন, আমি শিরক করিনা। ব্যাপারটা কিন্তু সত্য নয়। আপনি শিরকের মধ্যে ডুবে আছেন। উঠতে-বসতে শিরক করছেন। আপনি সেটা জানেন-ই না! কি ভয়াবহ ব্যাপার! হয়তো আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, আল্লাহ্র হুকুম মেনে চলছেন বলে ধারণা করছেন। কিন্তু শিরক মিশ্রিত ইবাদত আল্লাহ্র কাছে কোন মুল্য রাখে না। আপনার সমস্ত ইবাদত বিফল। 
মিলিয়ে দেখুন নিচের শিরকগুলো থেকে আপনি মুক্ত কিনা।
 কবরের কাছে কিছু চাওয়া 
 গনকের কাছে হারানো কিছু ফিরে পাওয়ার আশায় যাওয়া
 শহিদ মিনার বা যেকোন স্মৃতি স্তম্ভে কিছু দেয়া 
 বিপদ দূর করা বা রোগ মুক্তির আশায় তাবিজ বা এমন কিছু ব্যবহার করা
 যকোন মৃত মানুষের ওসিলায় কিছু চাওয়া
 আল্লাহ্ ছাড়া অন্য কারো নামে পশুপাখি জবেহ করা
 আল্লাহ্ ছাড়া অন্যের নিকট আশ্রয় চাওয়া
 আল্লাহ্ ছাড়া অন্যের নামে কসম কাটা
 কোন কর্মের মাধ্যমে শুধু দুনিয়া উপার্জন করা
 নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা
 হাত থেকে কিছু পড়ে গেলে মেহমান আসবে এমন চিন্তা করা
 টিকটিকি টিক টিক করলে সে ঠিক বলেছে এমন মনে করা
 যেকোন দিন পালন করা (দুই ঈদের দিন,জুম্মার দিন এবং ঈদুল আযহার পরের তিন দিন ছাড়া)
 জন্মদিন, মৃত্যুদিন, ভালবাসা দিবস, মা দিবস, বাবা দিবস ইত্যাদি পালন করা 
 গণকের কাছে হাত দেখানো
 ড্রাইভার ভাল তাই গাড়ী এক্সিডেন্ট হল না মনে করা
 ডাক্তার ভাল তাই রোগী বেঁচে গেল মনে করা 
 আরো অসংখ্য......মোট কথা সব সময় আল্লাহ্কে স্মরণ করা, অন্য কাউকে শরিক না করা। 
এইবার বলেন কে কে উপরের পয়েন্টগুলো থেকে মুক্ত......
YOU CAN VISIT MY BLOG:   
https://www.shishir54.xyz
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ০৫ ই জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪৫
০৫ ই জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪৫
শিশির৫৪ বলেছেন: কোরান-হাদিসে বলা আছে, একদল মানুষ থাকবে যাদের অন্তরে আল্লাহ্ মোহর মেরে দিয়েছেন। তাদের যতই বোঝান হোক, তারা ধর্মের কোন কথাই মানবে না। আপনি কি নিজেকে তাদের মধ্যে দাবী করেন? 
২|  ০২ রা জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
০২ রা জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
চাঁদগাজী বলেছেন: 
আপনি কি পরিমাণ শিরক করেছেন বলে আপনার ধারণা?
  ০৫ ই জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪১
০৫ ই জানুয়ারি, ২০১৮  রাত ৯:৪১
শিশির৫৪ বলেছেন: ভাই কি মজা করার চেষ্টা করছেন? শিরক মানুষ বুঝে করে না। জানিনা কত শিরক করেছি জীবনে। আল্লাহর কাছে শিরক থেকে বেঁচে থাকার শক্তি চাই।
৩|  ০২ রা জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:১৯
০২ রা জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৭:১৯
ইমরান আশফাক বলেছেন: একমত।
৪|  ০৩ রা জানুয়ারি, ২০১৮  রাত ৩:১১
০৩ রা জানুয়ারি, ২০১৮  রাত ৩:১১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুসলিমদের জন্য সচেতনতামূলক পোস্ট...
৫|  ০৩ রা জানুয়ারি, ২০১৮  সকাল ১১:২০
০৩ রা জানুয়ারি, ২০১৮  সকাল ১১:২০
মোস্তফা সোহেল বলেছেন: মহান আল্লাহ আমাদের সকল প্রকার শিরক থেকে বাঁচিয়ে রাখুন।
৬|  ০৩ রা জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৪
০৩ রা জানুয়ারি, ২০১৮  দুপুর ১২:৫৪
লোনার বলেছেন: وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ 
"তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে, তবে (ইবাদাতে) শির্ক করা অবস্থায়।" (কুর'আন, ১২:১০৬)
৭|  ০৩ রা জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:০৫
০৩ রা জানুয়ারি, ২০১৮  বিকাল ৩:০৫
কানিজ রিনা বলেছেন: হ্যা এসব অনেক শিরোক আমাদের ভিতর
বিদ্বমান। আল্লাহ্ মাফ করুন ধন্যবাদ।
৮|  ০৬ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:১৬
০৬ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৯:১৬
এ আর ১৫ বলেছেন: শহীদ মিনারে ফুল দিলে শরিকি করা কি করে হয়  ??
শরিকি করা কাকে বলে আগে নিজে জানেন তার পরে  হেদায়েতের বাণী নিয়ে আসিয়েন ।
শহীদ মিনার কি কোন দেব দেবীর  প্রতিক ? ওখানে কি ইবাদত করা হয় ???  স্মৃতি স্তম্ভ কি করে দেব দেবী হয় ? নাকি আজকাল  ঘরবাড়ী রাস্তা ঘাটকে ও দেব দেবী মনে করা হয় বুঝি। অবাক হওয়ার কিছু নেই , যদি কোন দিন দাবি করে বসেন রাস্তা দিয়ে হেটে যাওয়াতে শরিকি করা হয় । 
শহীদ মিনার যদি দেব দেবী হোত এবং যদি  ওখানে পুজা করা হোত তাহোলে শরিকি করার প্রশ্ন উঠতো ???
  ১১ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:৩৭
১১ ই জানুয়ারি, ২০১৮  রাত ১:৩৭
শিশির৫৪ বলেছেন: আবু জেহেল ঠিক আপনার কথাটাই বলতো! ক্বাবা ঘরে ৩৬০ টা মুর্তি ভরে ফেলেছিল, আর বলতো আমি তো আল্লাহকেই মানি। মুর্তি শুধু উসিলা। শহিদ মিনারে ফুল দেয়া আর মন্দিরে ফুল দেয়ায় কোন পার্থক্য নেই। প্রভাত ফেরীর গান না গেয়ে সালাম,বরকতের জন্য দোয়া করুন;ওদের কাজে লাগবে, আপনারও। 
নিজে সত্য না জেনে আমাকে দোষারোপ করছেন, আপনার লজ্জা হওয়া উচিত। একটু হাদিস কোরান ঘাটুন তারপর উচু গলায় তর্ক করবেন না হয়!
৯|  ১১ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:০৫
১১ ই জানুয়ারি, ২০১৮  সকাল ৮:০৫
এ আর ১৫ বলেছেন: শহিদ মিনারে ফুল দেয়া আর মন্দিরে ফুল দেয়ায় কোন পার্থক্য নেই।
----------
তাই নাকি মি:  কাট।   তাহা হইলে পুজার আগে হিন্দুদের পানি দিয়ে পবিত্র হওয়া মুসলমান্দের ওজু করা এক জিনিস ( নাউযুবিল্লাহ)।  হিন্দুরা আগর বাতি জালায় গোলাপ পানি ব্যবহার করে আতর ব্যবহার করে তাই ওই সব কিছু  হারাম কারন শহিদ মিনারে ফুল দেয়া আর মন্দিরে ফুল দেয়ায় কোন পার্থক্য নেই,তাই।।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
০২ রা জানুয়ারি, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৪
চাঁদগাজী বলেছেন:
শহীদ মিনার (ঢাকার সেন্ট্রাল শীদ মিনার) সম্পর্কে কুরান ও হাদিসে কি কি নির্দেশনা আছে?
ভালো করে দেখেন তো, ২১ শে ফেব্রুয়ারী সম্পর্কে কি বলা হয়েছে?