নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংসদ সদস্য মানে দেশের আইন প্রনেতা বা আইন প্রনয়নকারী । সংসদ সদস্যরা জাতীয় সংসদে বসে আমাদের দেশের জন্য আইন কানুন তৈরী করে থাকেন এবং কি ভাবে আইন মেনে চলবো তাও আইনে বলা থাকে । যখন ভাবি, আমাদের সংসদ সদস্যরা রাত দিন পরিশ্রম করে দেশের জন্য আইন কানুন তৈরী করেন, তখন আমাদের সংসদ সদস্যদের নিয়ে গর্ববোধ করি । আমরা আমাদের দেশের কৃতি সন্তানদের ভোট দেই আমাদের জন্য আইন তৈরী করতে ।
যে সংসদ সদস্যরা আইন তৈরী করেন , তারা বিজ্ঞ ,বিচক্ষন ।
দুঃখ বোধ করি তখন, যাদেরকে ভোট দিলাম দেশের জন্য আইন তৈরী করতে, তারাই আবার আইন ভংগকারী, প্রতিদিনই দেখতে পাই আইন প্রনেতারা কিভাবে আইন ভংগ করে চলেন ।
ঢাকা শহর যানজটের শহর - একথাটি সত্য । সংসদ সদস্যরা ব্যস্ত , যানজট ওয়ালা রাস্তা এড়াতে হাতের উল্টো ডানপাশের ফাকা রাস্তা দিয়ে পতাকা উচিয়ে রংসাইড দিয়ে চলে যান । আমার প্রশ্ন, আইন প্রনতারা কি এভাবে রাস্তার রং সাইড দিয়ে পতাকা উচিয়ে চলাচল করতে পারেন ? আইন প্রনেতাদের জন্য কি আলাদা আইন আছে ?
আমরা সাধারন জনগন যানজট ওয়ালা রাস্তাতেই পড়ে থাকি চলাচলের জন্য ।
এভাবে আর কতদিন চলবেন আইন প্রনেতারা ? আর কিছু দিন পর দেখা যাবে রাস্তার উল্টো পাশ দিয়ে চলাচল করাটাই নিয়ম হয়ে যাবে ।
আইন প্রনেতারা কি আর একবার ব্যাপারটি ভেবে দেখবেন ?
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
ফরিদ হাসান বলেছেন: অসাধারণ একটি সংগ্রহশালা (না দেখলে মিস করবেন)
সম্প্রতি প্রথম আলো পত্রিকায় দেশে ও দেশের বাইরে বাংলাদেশের মুখ উজ্জ্বলকারী ব্যক্তিদের নিয়ে নিয়মিত ”আমিই বাংলাদেশ” নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করছে। যা কিনা ইতিমধ্যে পাঠকমহলে বেশ উৎসাহ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় আমরা এযাবত যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সবগুলো প্রতিবেদন একসাথে জড়ো করে চলেছি। প্রতিদিনই পেজটি আপডেট করা হয়। অনবদ্য এই সংগ্রহশালাটি দেখতে এখানে ক্লিক করুন