নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা - আম জনতার কথা

িশশু দর্পন

মেয়ে জাতিকে সম্মান দিন । ওরা আমাদেরই মা-মেয়ে -বোন ।

িশশু দর্পন › বিস্তারিত পোস্টঃ

নবদম্পতিকে বেত্রাঘাত, প্রেমের কারনে....................

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

প্রেম করে বিয়ে করার অপরাধে এক নবদম্পতিকে ২৫টি বেত্রাঘাত ও গ্রাম ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।



মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়ার কাকলদি গ্রামে এ ঘটনা ঘটে ।



সোমবার রাতে কাকলদি গ্রামে ইউপি চেয়ারম্যান আল রাজীর বাড়িতে সালিশ বৈঠকে এ সিদ্ধান্ত দেয়া হয়। এ ঘটনায় বর রিপন শেখ বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করলে মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান আল রাজী ও চৌকিদার সুলতানকে গ্রেফতার করেছে পুলিশ।



পুলিশ জানায়, সোমবার একটি আদালতের মাধ্যমে বিয়ে করেন কাকলদি গ্রামের নবু শেখের ছেলে রিপন ও একই গ্রামের আবু হোসেনের মেয়ে নার্গিস আক্তার। কিন্তু, প্রেমের বিয়ে হওয়ার কারণে সমাজের মানুষ তাদের মেনে নেয়নি। ফলে গ্রাম সালিশি বৈঠকের মধ্যদিয়ে তাদেরকে ২৫টি বেত্রাঘাত ও গ্রাম ছাড়ার নির্দেশের রায় ঘোষণা করা হয়।

এদিকে, ২৫টি বেত্রাঘাতে নার্গিস অসুস্থ হয়ে পড়লে তাকে ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।



এ ব্যাপারে তার হবু স্বামী রিপন শেখ বাদী হয়ে মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান আল রাজীসহ স্থানীয় ৯ মাতব্বরকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।



এ ব্যাপারে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক(এসআই) মো.হানিফ জানান,সালিশি বৈঠকে বেত্রাঘাত ও গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়ায় রিপন বাদী হয়ে মামলা করায় মঙ্গলবার সকাল ১১টার দিকে মধ্যপাড়ার কাকলদি গ্রাম থেকে মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান আল রাজী ও চৌকিদার সুলতানকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

রিওমারে বলেছেন: চেয়ারম্যানের মনে হয় এই মাইয়া টার্গেট ছিল।এইবার ঠেলা সামলাও।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

তন্ময় চক্রবর্তী বলেছেন: এরকমটা হওয়াই উচিত আমাদের সমাজে, যে সমাজে "সমাজ সমাজ" করতে করতে মানুষ বড় হয় সে সমাজে এমন নোংরামিই কাম্য। এক জনের সংসারে "কি হবে - না হবে", "কে কি করবে - না করবে" ইত্যাদি যখন সমাজ থেকে আসে, সমাজের মুরুব্বী/গুরুজনদের তৈরী প্যানেল থেকে আসে, সমাজে ভ্যালিডেশন হয় তখন সেই নোংরা সমাজে এমনটাই হবে। জঘণ্য। বেত্রাঘাত এবং শালিশে জড়িত সকলের শাস্তি হোক এমনটাই কাম্য (যদিও এটা হতে হলে সূর্যকে পশ্চিতে উঠতে হবে)।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

শূন্য পথিক বলেছেন: এইডা কোনও কথা! X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.