নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা - আম জনতার কথা

িশশু দর্পন

মেয়ে জাতিকে সম্মান দিন । ওরা আমাদেরই মা-মেয়ে -বোন ।

িশশু দর্পন › বিস্তারিত পোস্টঃ

তাহরীর স্কোয়ার নয় , এটা শাহবাগই থাক

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

আমাদের আন্দোলন কোন সরকারের বিরুদ্ধে নয়, আমরা রাজাকারদের ফাসী চাই । তাহরীর স্কোয়ারের আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে । আমরা সরকার হটানোর জন্য শাহবাগে আসি নাই । ফাসীর দাবীতে জমায়েত হয়েছি, সরকার পতন নয় ।



তাই তাহরীর নয়, শাহবাগই থাক ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

অজানাবন্ধু বলেছেন: এটা অবশ্যই শাহাবাগ স্বকয়ার।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

দায়িত্ববান নাগরিক বলেছেন: শাহবাগের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে 'প্রজন্ম চত্বর'। শহীদ বুদ্ধিজীবী ডা. আ ফ ম আবদুল আলীমের স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী গতকাল এই নাম প্রস্তাব করেন। তাই সবাইকে অনুরোধ করবে এখন থেকে এই নামেই শাহবাগকে অবিহিত করবেন। বাইরের দেশকে অনুকরণ করে 'তাহরীর স্কয়ার' বা 'তিয়েন আন ম্যান স্কয়ার' এর অনুকরণে দেওয়া শাহবাগ স্কয়ার নামটি আমাদের মানসিক দৈন্যতার পরিচায়ক। আমাদের বাংলা ভাষার শব্দ ভান্ডার যথেষ্ট সমৃদ্ধ। তাই আশা করি সবাই ভাষার মাসে অন্তত শ্রদ্ধা জানিয়ে হলেও 'প্রজন্ম চত্বর' নামটি ব্যবহার করবেন 'শাহবাগ স্কয়ার' এর পরিবর্তে।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

সোহানী বলেছেন: নাম পরিবর্তনের প্রয়োজন আছে কি? শাহাবাগ নামতো নিজ মহীমায় উজ্জল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.