নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা - আম জনতার কথা

িশশু দর্পন

মেয়ে জাতিকে সম্মান দিন । ওরা আমাদেরই মা-মেয়ে -বোন ।

িশশু দর্পন › বিস্তারিত পোস্টঃ

মন চায় শাহবাগে ছুটে যেতে: প্রধানমন্ত্রী

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১



রাজধানীর শাহবাগে কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে চলা প্রতিবাদ আর আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনরত তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে মনে হয়েছে এ এক অভূতপূর্ব গণজাগরণ। তিনি বলেন, ‘আমার মনও শাহবাগের আন্দোলনে ছুটে যেতে চায়।’

আজ রোববার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি তরুণ প্রজন্মকে বলতে চাই, আমরাও তোমাদের সঙ্গে একমত। তোমাদের শপথ বাস্তবায়নে যা যা করা দরকার, আমরা করব। তরুণ প্রজন্ম জাতীয় সংসদে যে স্মারকলিপি দিয়েছে, তার প্রতিটি কথা যুক্তিসংগত।’



ট্রাইব্যুনালের প্রতি অনুরোধ



ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ব্যবস্থা করা হবে। এবার ক্ষমতায় এসে সেই অঙ্গীকারই বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা বলেন, বিচারের রায় দেবেন ট্রাইব্যুনাল। কিন্তু আইন মেনেই তাঁরা চলবেন। তার পরও ট্রাইব্যুনালের কাছে প্রধানমন্ত্রী অনুরোধ করেন, মানুষের আকাঙ্ক্ষা ও গণদাবি যেন তাঁরা বিবেচনায় নেন। মহান সংসদের মাধ্যমে ট্রাইব্যুনালের কাছে মানুষের আকাঙ্ক্ষা বিবেচনা করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে আইনি কোনো দুর্বলতা থাকলে সেটি অবশ্যই সংশোধন করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিচার যাতে সুষ্ঠুভাবে চলে, সবাইকে সেই পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান তিনি।



জীবন দিয়ে হলেও বিচার করব



প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে আশ্বস্ত করে বলেন, সব যুদ্ধাপরাধীর বিচার হবে। যত বাধাবিপত্তিই আসুক, জীবন দিয়ে হলেও তিনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন বলে জানান। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের ঠাঁই বাংলাদেশে হবে না। এইটুকু তরুণ প্রজন্মকে বলতে চাই।’



উপস্থিত সব সাংসদ একাত্ম



সংসদে তরুণ প্রজন্মের দেওয়া স্মারকলিপিকে যুক্তিসংগত অভিহিত করেন শেখ হাসিনা। তিনি তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেন। শুধু প্রধানমন্ত্রী একা নন। জাতীয় সংসদে উপস্থিত সব সাংসদ তরুণ প্রজন্মের দাবির সঙ্গে একাত্ম বলে ঘোষণা দেন শেখ হাসিনা।



আন্দোলনকারীদের অভিনন্দন



মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার রায়ে এ দেশের তরুণসমাজ জেগে ওঠায় তাঁদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা যদি জেগে না উঠত, তাহলে সারা দেশের মানুষও সোচ্চার হতো না।



অভূতপূর্ব জাগরণ



শাহবাগের আন্দোলনকে অভূতপূর্ব জাগরণ হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা অদ্ভুত ঘটনা ঘটিয়েছে। অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করেছে। জাগরণ সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। প্রতিটি জেলা, প্রতিটি উপজেলায় সব জায়গায় মানুষ সোচ্চার হয়ে উঠেছে। আন্দোলনে সোচ্চার শিশু, নারী, বৃদ্ধ, তরুণ-তরুণী সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।



শাহবাগ নয়, স্বাধীনতার তরুণ প্রজন্ম স্কোয়ার



আন্দোলনের কারণে শাহবাগের নাম আর শাহবাগ না থেকে স্বাধীনতার তরুণ প্রজন্ম স্কয়ার হতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতার আগে ওই এলাকায় শাহবাগ নামে একটি হোটেল ছিল। তাই সেখানকার নাম শাহবাগ রাখা হয়। এই নামে একধরনের পাকিস্তানি গন্ধ আছে বলে মন্তব্য করেন তিনি।



হাল ছাড়িনি



বক্তব্যের শুরুতে পাকিস্তানের হানাদার বাহিনীর অত্যাচার ও নির্যাতনের বর্ণনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সব হারানোর শোক ও ব্যথা বুকে নিয়েও বাংলার জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার জন্য বার বার বাধার মুখে পড়েছি। কখনও গুলি, কখনো গ্রেনেড হামলা হয়েছে। কিন্তু কখনো হাল ছাড়িনি।’ তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম এখন স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ। তাদের চেতনায় উদ্বুদ্ধ পুরো জাতি। চেতনার স্ফুলিঙ্গ যেভাবে ছড়িয়ে গেছে, সেখান থেকে মনে হয় এত দিনের সংগ্রাম সব সার্থক হয়েছে।’



শান্তিতে মরতে পারব



আন্দোলনকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা যে প্রতিভা দেখিয়েছ, তাতে মনে হয় এখন খুব স্বস্তিতে মরতে পারব। শান্তিতে মরতে পারব।’ প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, তরুণ প্রজন্মের আজকের আন্দোলন দেখে তারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে বিশ্বাস করেন তিনি। তারুণ্যের আজকের আন্দোলন দেখে আর কোনো দিন এ দেশে রাজাকার, আলবদরের ঠাঁই হবে না—এ বিশ্বাস তৈরি হয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।



ছাত্রসমাজ যেন লেখাপড়া চালিয়ে যায়



প্রধানমন্ত্রী আন্দোলনরত ছাত্রসমাজের উদ্দেশে বলেন, তারা যেন লেখাপড়া চালিয়ে যায়। দৈনন্দিন কাজকর্ম ঠিকভাবে করে। তার পাশাপাশি আন্দোলন চলতে পারে। সে জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া যেতে পারে।

রাজধানীর শাহবাগে কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে চলা প্রতিবাদ আর আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনরত তরুণ প্রজন্মকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে মনে হয়েছে এ এক অভূতপূর্ব গণজাগরণ। তিনি বলেন, ‘আমার মনও শাহবাগের আন্দোলনে ছুটে যেতে চায়।’

আজ রোববার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি তরুণ প্রজন্মকে বলতে চাই, আমরাও তোমাদের সঙ্গে একমত। তোমাদের শপথ বাস্তবায়নে যা যা করা দরকার, আমরা করব। তরুণ প্রজন্ম জাতীয় সংসদে যে স্মারকলিপি দিয়েছে, তার প্রতিটি কথা যুক্তিসংগত।’



ট্রাইব্যুনালের প্রতি অনুরোধ



ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ব্যবস্থা করা হবে। এবার ক্ষমতায় এসে সেই অঙ্গীকারই বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা বলেন, বিচারের রায় দেবেন ট্রাইব্যুনাল। কিন্তু আইন মেনেই তাঁরা চলবেন। তার পরও ট্রাইব্যুনালের কাছে প্রধানমন্ত্রী অনুরোধ করেন, মানুষের আকাঙ্ক্ষা ও গণদাবি যেন তাঁরা বিবেচনায় নেন। মহান সংসদের মাধ্যমে ট্রাইব্যুনালের কাছে মানুষের আকাঙ্ক্ষা বিবেচনা করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে আইনি কোনো দুর্বলতা থাকলে সেটি অবশ্যই সংশোধন করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বিচার যাতে সুষ্ঠুভাবে চলে, সবাইকে সেই পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান তিনি।



জীবন দিয়ে হলেও বিচার করব



প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে আশ্বস্ত করে বলেন, সব যুদ্ধাপরাধীর বিচার হবে। যত বাধাবিপত্তিই আসুক, জীবন দিয়ে হলেও তিনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন বলে জানান। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের ঠাঁই বাংলাদেশে হবে না। এইটুকু তরুণ প্রজন্মকে বলতে চাই।’



উপস্থিত সব সাংসদ একাত্ম



সংসদে তরুণ প্রজন্মের দেওয়া স্মারকলিপিকে যুক্তিসংগত অভিহিত করেন শেখ হাসিনা। তিনি তরুণ প্রজন্মের আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেন। শুধু প্রধানমন্ত্রী একা নন। জাতীয় সংসদে উপস্থিত সব সাংসদ তরুণ প্রজন্মের দাবির সঙ্গে একাত্ম বলে ঘোষণা দেন শেখ হাসিনা।



আন্দোলনকারীদের অভিনন্দন



মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার রায়ে এ দেশের তরুণসমাজ জেগে ওঠায় তাঁদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা যদি জেগে না উঠত, তাহলে সারা দেশের মানুষও সোচ্চার হতো না।



অভূতপূর্ব জাগরণ



শাহবাগের আন্দোলনকে অভূতপূর্ব জাগরণ হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা অদ্ভুত ঘটনা ঘটিয়েছে। অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করেছে। জাগরণ সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। প্রতিটি জেলা, প্রতিটি উপজেলায় সব জায়গায় মানুষ সোচ্চার হয়ে উঠেছে। আন্দোলনে সোচ্চার শিশু, নারী, বৃদ্ধ, তরুণ-তরুণী সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।



শাহবাগ নয়, স্বাধীনতার তরুণ প্রজন্ম স্কোয়ার



আন্দোলনের কারণে শাহবাগের নাম আর শাহবাগ না থেকে স্বাধীনতার তরুণ প্রজন্ম স্কয়ার হতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতার আগে ওই এলাকায় শাহবাগ নামে একটি হোটেল ছিল। তাই সেখানকার নাম শাহবাগ রাখা হয়। এই নামে একধরনের পাকিস্তানি গন্ধ আছে বলে মন্তব্য করেন তিনি।



হাল ছাড়িনি



বক্তব্যের শুরুতে পাকিস্তানের হানাদার বাহিনীর অত্যাচার ও নির্যাতনের বর্ণনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সব হারানোর শোক ও ব্যথা বুকে নিয়েও বাংলার জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার জন্য বার বার বাধার মুখে পড়েছি। কখনও গুলি, কখনো গ্রেনেড হামলা হয়েছে। কিন্তু কখনো হাল ছাড়িনি।’ তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম এখন স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ। তাদের চেতনায় উদ্বুদ্ধ পুরো জাতি। চেতনার স্ফুলিঙ্গ যেভাবে ছড়িয়ে গেছে, সেখান থেকে মনে হয় এত দিনের সংগ্রাম সব সার্থক হয়েছে।’



শান্তিতে মরতে পারব



আন্দোলনকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা যে প্রতিভা দেখিয়েছ, তাতে মনে হয় এখন খুব স্বস্তিতে মরতে পারব। শান্তিতে মরতে পারব।’ প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, তরুণ প্রজন্মের আজকের আন্দোলন দেখে তারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে বিশ্বাস করেন তিনি। তারুণ্যের আজকের আন্দোলন দেখে আর কোনো দিন এ দেশে রাজাকার, আলবদরের ঠাঁই হবে না—এ বিশ্বাস তৈরি হয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।



ছাত্রসমাজ যেন লেখাপড়া চালিয়ে যায়



প্রধানমন্ত্রী আন্দোলনরত ছাত্রসমাজের উদ্দেশে বলেন, তারা যেন লেখাপড়া চালিয়ে যায়। দৈনন্দিন কাজকর্ম ঠিকভাবে করে। তার পাশাপাশি আন্দোলন চলতে পারে। সে জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া যেতে পারে।



Click This Link

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

বোকামন বলেছেন: আজকে পুরো সংসদ অধিবেশন কার্যক্রমটি দেখার সুযোগ হয়েছে ......

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

বিডি বন্ড বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার প্রশ্ন।

আজ ৬ টা দিন হয়েছে। এই ৬ দিন আপনি কোথায় ছিলেন ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

িশশু দর্পন বলেছেন: সব কথা বলতে নাই ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

হুমায়ুন তোরাব বলেছেন: apa apni j somojota krcen eita amra jani

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

িশশু দর্পন বলেছেন: উচিৎ কথা বলতে মানা ।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

বাতাসের রূপকথা বলেছেন: শাহবাগ নাটকের মূল চরিত্র হাজির। মিষ্টি কথায় তুষ্ট করে শুরু হবে বিয়োগান্তর অংকের পালা।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

সবুজ-ভাই বলেছেন: মন কি বেয়াই এর কাছে ছুটে যেতে চায় না ? বেয়াই রাজাকার এর ফাসী দিতে মন চায় না ??

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: apni na gelei valo hoy pm mam.etodineo aktare jhulaite parlen na.

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

িশশু দর্পন বলেছেন: আমি ডরাই আপনারে ।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

রাসেল ভাই বলেছেন: কত খেলা জানো রে
ময়না
কত খেলা জানো
গলায় দিয়া প্রেম রশি
গলায় দিয়া প্রেম রশি
আস্তে ধিরে টানো রে
রঙ্গিলা বাবুই ময়না রে ।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: মন চায় তো যায়না ক্যান! না করল কে!

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

ক্রস ফায়ার০০৭ বলেছেন: শাহবাগ না হয়ে বঙ্গবন্ধু স্কয়ার হলে কেমন হয়। জাতির জনকের সম্মান ও রক্ষা হয় আবার তার কন্যার খায়েস ও পূর্ণ হয়।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

বিপদেআছি বলেছেন: রাসেল ভাই বলেছেন: কত খেলা জানো রে
ময়না
কত খেলা জানো
গলায় দিয়া প্রেম রশি
গলায় দিয়া প্রেম রশি
আস্তে ধিরে টানো রে
রঙ্গিলা বাবুই ময়না রে ।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

বিপদেআছি বলেছেন: হুদাই পলিটিক্স আর কইরেন না। আপনার আর খালেদা বিবির নাটক দেখতে দেখতে জাতি ক্লান্ত।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

সমকালের গান বলেছেন: কথা অনেক হয়েছে। এবার কাজে প্রমান হোক। জয় বাংলা।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

ফারমার বলেছেন: এ আন্দোলন তো উনার হওয়া উচিত, বাংলাদেশ তো উহার!

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

মোঃ ওমর শরীফ বলেছেন: যাইয়েন না। ষ্টেজে উঠলে পোলা পাইন বোতল মারব।

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

রমিত বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.