নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিন তরুণী ঘিরে ধরে এক যুবককে অ্যান্টিকাটার দিয়ে আঘাত করছেন। ওই যুবকের দুই বন্ধু চিত্কার করে লোক জড়ো করার চেষ্টা করছেন। পরে গুরুতর আহত অবস্থায় ফারুক হোসেন মল্লিক (১৯) নামের ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে সংঘটিত ঘটনার এমন বর্ণনাই দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ছুরিকাঘাতের অভিযোগে তিন তরুণীকে আটক করেছে রমনা থানা পুলিশ। তাঁরা তিন বোন। তাঁরা ওই যুবকের বিরুদ্ধে প্রেমের নামে প্রতারণার অভিযোগ এনেছেন।
আহত মল্লিকের বন্ধু শরীফ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলেন, মল্লিক বঙ্গবাজারের কাপড় ব্যবসায়ী। এক বছর ওই তিন বোনের একজনের সঙ্গে প্রেম চলার পর সম্প্রতি তা ভেঙে যায়। এরপর আজ এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, আজ সন্ধ্যা ছয়টার দিকে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তিন তরুণী ব্যাগ থেকে অ্যান্টিকাটার বের করে মল্লিককে আঘাত করেন। এ সময় মল্লিকের সঙ্গে আরও দুই যুবক ছিলেন। তাঁরা চিৎকার শুরু করলে ওই তিন তরুণী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকদের সহযোগিতায় পুলিশ তাঁদের আটক করে। আটকের পর পুলিশ ওই তিন বোনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্র জানায়, ওই তরুণীরা অভিযোগ করেছেন, মল্লিক প্রেমের নামে তাঁদের এক বোনের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করেছেন। তাঁকে ফাঁদে ফেলার চেষ্টা করেছেন। ‘বদলা নিতেই’ তাঁরা এ ঘটনা ঘটিয়েছেন
Click This Link
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন:
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯
মোঃ ওমর শরীফ বলেছেন: ++++
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
পাহারাদার বলেছেন: ভাল তো!