নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা - আম জনতার কথা

িশশু দর্পন

মেয়ে জাতিকে সম্মান দিন । ওরা আমাদেরই মা-মেয়ে -বোন ।

িশশু দর্পন › বিস্তারিত পোস্টঃ

একটি ভালবাসার গল্প

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

একদিন খুব সকালে উঠলাম সূর্যোদয় দেখার জন্য, প্রকৃতি কি অপরুপ সাজে সেজেছে, আল্লাহ্‌র সৃষ্টি করা অপূর্ব, অবর্ণনীয় সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। আমি বসে বসে আল্লাহ্‌র সৃষ্টির শোভা দেখছিলাম, হঠাৎ আমার মনে হল আমি সৃষ্টি কর্তা আমার পাশে আছেন এবং আমার সাথে কথা বলছেন----



তিনি আমাকে জিজ্ঞেস করলেন "তুমি কি আমাকে ভালোবাসো " ?

আমি উত্তর দিলাম অবশ্যই আমি আপনাকে ভালবাসি, আপনি আমার স্রষ্টা ও পালনকর্তা।



তিনি আমাকে আবার ও জিজ্ঞেস করলেন "তুমি যদি শারীরিক ভাবে অক্ষম হউ তখন কি আমাক ভালবাসবে"

আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলাম, আমি আমার হাত, পা, সমস্ত শরীরের বিভিন্ন অংশ দেখতে শুরু করলাম এবং চিন্তা করতে লাগলাম যে এইগুলা না থাকলে আমার কি হত, আমি কি কি করতে পারতাম না । তাঁর পর বললাম উনাকে, হে আল্লাহ্‌ আমি জানি এটা খুব কষ্টের বিষয় তাঁর পর ও আমি আপনাকেই ভালবাসব ।



তিনি বললেন, " তুমি যদি অন্ধ হতে আর আমার এই অপরুপ সৃষ্টি কে দেখতে না পেতে তাহলে কি তুমি আমার সৃষ্টির প্রশংসা করতে ?"

আমি মনে মনে ভাবলাম কোন কিছু না দেখে কেমন করে তাঁর প্রশংসা করা যায়, কিভাবে ভালবাসা যায়, তারপর আমার মনে হল সেই সব অন্ধ মানুষদের কথা যারা জন্ম থেকেই কিছুই দেখতে পায় না। তাঁর পরেও তারা আল্লাহ্‌ এবং তাঁর সৃষ্টির কত কিছুকেই তো ভালো বাসে। আমি তখন প্রভু কে বললাম, জানি এটা তে সমস্যা হবে তবুও আমি আপনাকেই ভালবাসব।



তিনি বললেন, " তুমি যদি বধির হতে আর আমার কোন কথা শুনতে না পেতে তুমি কি তখন ও আমার কথা শুনতে চাইতে, আমাকে ভালবাসতে"



আমি আবার ও ভাবলাম, দ্বিধায় পড়ে গেলাম, প্রভুকে বললাম যদিও এটা কষ্টকর তারপর ও আমি আপনার ই কথা শুনতাম আপনাকেই ভালবাসতাম।



তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন, "তুমি যদি বোবা হতে, কিছুই বলতে না পারতে তখন ও কি তুমি আমার নাম উচ্চারন করতে, আমার প্রশংসা করতে, আমাকে ভালবাসতে ?"



আমি ভাবলাম একজন মানুষ কি করে কিছু না বলে নাম উচ্চারন করতে পারে, প্রশংসা করতে পারে, তারপর আমার মনে হল কত আল্লাহ্‌ তো আমাকে পরীক্ষা করতে পারেন। আমার মনে হল আল্লাহ্‌র নাম নেবার জন্য তাঁর প্রশংসা করার জন্য তো মুখের দরকার নাই। অন্তর ই যথেষ্ট, অন্তর দিয়ে ডাকলে খোদা অবশ্যই শুনবেন।

তখন আমি উত্তর দিলাম, হে খোদা আমি তাঁর পরেও তোমার নাম উচ্চারন করব তোমার প্রশংসা করব, তোমাকেই ভালবাসবো।



আমার পালনকর্তা আবার ও জিজ্ঞাসা করলেন, "তুমি কি সত্যিই আমাকে ভালবাস?"

সঙ্গে সঙ্গে সাহস এবং একটি শক্তিশালী ভাবে আমি নির্ভয়ে উত্তর দিলাম " হ্যাঁ পালনকর্তা! আমি আপনাকে ভালবাসি কারণ আপনি এক, অদ্বিতীয় এবং প্রকৃত সৃষ্টিকর্তা !"



আমি ভাবলাম ভালো উত্তর দিতে পেরেছি । আল্লাহ্‌ আমাকে বললেন "তাহলে পাপ কর কেন ?"

আমি অবাক হয়ে চেয়ে থাকলাম, উত্তর দিলাম " খোদা আমি তো মানুষ আর মানুষ এর ভুল হয়, আমি তো নিখুঁত না, আর এর জন্যই তো পাপ করেও পরে অনুতপ্ত হই, তোমার দরবার এ হাত তুলে ক্ষমা প্রার্থনা করি "



আল্লাহ্‌ আমাদের সমস্ত পাপ থেকে দূরে থাকার তৌফিক দান করুন । আমিন



সংগৃহীত এবং ঈষৎ পরিমার্জিত



Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ। :)
+++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.