![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত প্রতিকূলতার মাঝেও যে লোক হারায় না নিজ মনোবল...বিজয় তার অধিকার শুনে রাখ ওরে দুর্বল।
নবজীবনে যেভাবে এলাম......
ইন্টারনেট চালাই ২০০৮ এর শুরুর দিক থেকে। গুগলে ছবি(ইমেজ) দেখা দিয়ে শুরু। কিছুদিন পর ছবি ডাউনলোড করা শিখলাম।
তখনও ওয়েব সার্চ, ইমেজ সার্চ সম্পর্কে জানাতো দূরের কথা এগুলোর নামই শুনি নি।
এরপর মিগ৩৩ চালানো শিখলাম সহপাঠী বন্ধুদের কাছ থেকে। কত ভার্সন চালাতাম মনে নেই। মোবাইল ছিল স্যামসাং এসজিএইচ এম-৬২০। স্পীড নেই বললেই চলে।(বর্তমানে চালাতে গেলে নিশ্চয়ই বিরক্তি যন্ত্রনায় গা রিনরিন করায় মোবাইলটাই আছড়ে ফেলতাম অন্যত্র)। খরচ ছিল প্রতি ঘন্টা ৪-৫ টাকা। তারপরও তখন অনেক ভালো লাগতো এই জন্য যে ইন্টারনেট চালাতে পারি। কিন্তু কি যে চালাতে পারি তাতো আর বলার অপেক্ষা রাখে না, বুঝতেই পারছেন যে কিরকম পারি। আসলে কিছুই বুঝি না, কিছুই পারি না তবুও মনে হত অনেক পারি। আর সত্য কথা বলতে গেলে স্পীড বলে যে একটা জিনিস আছে সেটা কী তাইতো তখন ঠিকমত বুঝতাম না।
যাই হোক, এরপর ফেসবুক চালানো শিখলাম। কিন্তু মোবাইলে অপেরা মিনি সাপোর্ট করে না। বন্ধুদের কাছ থেকে এই সফটওয়্যার সম্পর্কে জেনে ব্লু-টুথ করে আনলাম। কিন্তু কপাল খারাপ। আমার মোবাইল অপেরা মিনি সাপোর্ট করে না। আমার কাছ থেকে কতজন ব্লু-টুথ টান্সফারের মাধ্যমে অপেরা নিয়ে দিব্যি চালাচ্ছে, কিন্তু আমার মোবাইল অপেরা সুবিধা বঞ্চিত। কি আর করা। মোবাইলের বিল্ট-ইন ব্রাউজার দিয়েই ফেসবুক চালাই; যেখানে বাংলা পড়তে না পাড়া, হিস্টরি না থাকা, প্রতি পেজ নতুনভাবে(কোনও পেজ থেকে ব্যাক করার ক্ষেত্রে) লোড হওয়াসহ ভুঁড়ি ভুঁড়ি সমস্যা বিদ্যমান।
এর কিছুদিন পর হঠাৎ একদিন সৌভাগ্যের পরশ পেলাম। অপেরার ৪.১ ভার্সন আমার মোবাইলে সাপোর্ট করলো। তারপর থেকে ক্লাসটাইম বাদে বাকি প্রায় সব সময়ই ফেসবুকে পড়ে থাকতাম।
ধীরে ধীরে অপেরার আপডেটেড(৪.২, ৪.৪ পর্যন্ত) আমার মোবাইলে সাপোর্ট করলো। আর অপেরায় বাংলা পড়ার উপায় [অর্থাৎ কমপ্লেক্স স্ক্রীপ্ট(ইউনিকোড)] জানলাম ফেসবুকের কোনও একটা পেজের টিপস থেকে।
এভাবেই চলছিল। ইতোমধ্যে আমি ই-মেইলও চালাই জি-মেইল এর মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে।
গুগল সার্চ করলে দেখতাম বিভিন্ন টিপসসহ বেশিরভাগ লেখাই ব্লগস্পট অথবা ওয়ার্ডপ্রেস ডট কম ঠিকানা থেকে আসে।
এরই মাঝে কোনও একদিন একটা পেজ থেকে ব্লগ সম্পর্কে জানলাম। এরপর মোবাইল দিয়ে গুতিয়ে গুতিয়ে পূর্বোক্ত দুটি ব্লগিং সাইটে একটি করে অ্যাকাউন্ট খুললাম ২০১১ সালের ৩১তম রাতে। কিভাবে মোবাইল দিয়ে খুললো জানি না। এরপর ড্যাশবোর্ডে গিয়ে লিখতে পারি না। অপারেটিং সিস্টেম সাপোর্ট করে না। কিছুদিন পর বিরক্ত হয়ে সাইবার ক্যাফে থেকে অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিলাম।
গত বছরের শেষ দিকে ল্যাপটপ কিনলাম। ব্লগে অ্যাকাউন্ট খুলি খুলি করেও খোলা হচ্ছিলো না। বন্ধুর (অফারে কেনা) ঘরে পড়ে থাকা মডেম চালাচ্ছিলাম। একদিন তার নিজের মডেম চালানোর ব্যবস্থা হলো। আমি তার মডেম ফেরত দিয়ে নেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম।
অবশেষে কয়েকদিন আগে মডেম কিনলাম এবং বিশ্বের বৃহত্তম বাংলা ব্লগ সামুতে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলাম। ব্লগিং এর ভূত ব্যাপকভাবে মাথায় চেপে বসেছিল গণজাগরন মঞ্চের আয়োজনের মধ্য দিয়ে ব্লগারদের ইউনিটি দেখে। কিন্তু এখানেও বাধা। আমার পছন্দ করা নাম অ্যাভেইলেবল হওয়া সত্ত্বেও রেজিস্ট্রেশন এরর মেসেজ আসতে লাগলো। আমিও পছন্দসই নাম ছাড়া এবং সামু ছাড়া অ্যাকাউন্ট খুলব না। অ্যাডমিনকে জানালাম সমস্যার কথা। কয়েকদিন পর আজ আবার চেষ্টা করতেই অ্যাকাউন্ট তৈরির কাজ হয়ে গেল।
আমার খুবই ভাল লাগছে ব্লগে যোগ দিতে পেরে। বহু চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত আমারও ব্লগ হল। আমিও লিখবো।
আমি লিখতে বসে গেলাম........................
এটাই সামুতে এবং ব্লগে আমার প্রথম পোস্ট।
সুন্দর করে গুছিয়ে সুন্দর ভাষায় আমার মনের কথাগুলো প্রকাশ করতে না পারার জন্য আমি দুঃখিত। অনুগ্রহপূর্বক আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সিনিয়রদের কাছ থেকে আমি পরামর্শ ও সাহায্য আশা করছি।
-ধন্যবাদ
....................................................................
২| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৬
খেয়া ঘাট বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভকামনা।
৩| ২০ শে জুন, ২০১৩ রাত ৩:৪৪
শবদাহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ জালিস মাহমুদ ভাই আপনাকে।
আপনি আমার ব্লগের প্রথম কমেন্টার। আপনাকে কোনদিন ভুলব না।
৪| ২০ শে জুন, ২০১৩ রাত ৩:৪৬
শবদাহ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ খেয়া ঘাট।
দোয়া রাখবেন যেন এই প্লাটফর্মে ভাল কিছু উপহার দিতে পারি।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪২
জালিস মাহমুদ বলেছেন: শবদাহ কে সেইফ করা হোক ।