![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত প্রতিকূলতার মাঝেও যে লোক হারায় না নিজ মনোবল...বিজয় তার অধিকার শুনে রাখ ওরে দুর্বল।
কল্পনা,
আজ তুমি কোথায় হারালে?
আমায় ফাঁকি দিয়ে
লুকিয়ে কোন আড়ালে?
কল্পনা,
তোমায় নিয়ে খুব ভালো না থাকি
সময় খারাপ ছিলো না;
আজও তোমায় অনেক ভালোবাসি
তুমি কোন ভুলে, অজানাতে, বলোনা।
কল্পনা,
তুমি ছিলে মোর পাশে
হৃদয়েতে মিশে
উচ্ছ্বাস ছিলো সারাবেলা;
তোমায় বিহনে সময় আমার
কাটে আজ বড় একেলা।
কল্পনা,
আজ আমি নই কোনো ডাক্তারি-নবিশ,
শৃঙ্খলা-বাহিনীর চাকরিপন্থী,
নই কোন কবি, মেধাবী, আত্মগর্বী বদমাশ;
চলে গেছো তুমি একলা ফেলে
কোন সুদূরে তোমার বসবাস?
আমি চাই না তোমায় আর নাগিনী রুপে
ফিরো না এ জীবনে আর;
আজ নেই আমায় বঙ্গভবনের পিলার, হেলিকপ্টার,
স্মৃতি আওড়াই বারবার।
কল্পনা,
আমি কবি হতে চাই না
তাতে ব্যর্থ প্রেম লাগে;
প্রণয় ব্যর্থ হয় অপবিত্রতায়
পবিত্রতা চাই সবার আগে।
কল্পনা,
আমি সাধারণ, সবেতে তোমার বসবাস
আকুতি জানাই কারো জীবনে আর,
এনে দিয়ো না সর্বনাশ।
(কল্পনা থেকে সংগৃহীত)
৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:২৩
শবদাহ বলেছেন: নব্য লেখক। লেখার চেষ্টা করলাম।
মাধ্যমিক স্তর শেষ করার পর ঢাকায় আগত ছেলেদের মাঝে অপরিচিত নম্বরে ফোন দিয়ে কথা বলার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এ সময় অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন নম্বরে অকথ্য ভাষায় গালাগাল দেয়। আমার বঙ্গভবনের পিলার শব্দটার মাঝে ওরকমই একটা ইঙ্গিত ছিলো।
আবার অনেকের প্রেম হয়ে যায় এই সূত্র ধরে। তখন চলে নানা বাক্যে প্রশংসা, সমালোচনা। প্রেম ভেঙ্গে গেলে ইতর, বদমাশ প্রভৃতি।
আমরা স্বীকার করি বা না করি সবার ভেতরেই কম-বেশি এই সত্ত্বাটা জাগ্রত হয় উঠতি বয়সে।
আমার দেখা বেশ কয়েকজনের এই ধরনের কাজের কথা মনে হওয়ায় লেখনীর মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করলাম।
কল্পনা শব্দের দ্বারা এই সত্ত্বাটিকেই বোঝাতে চেয়েছি।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানুন রাখাল , আপনার মূল্যবান বক্তব্যের জন্য।
২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
রুদ্র জাহেদ বলেছেন: চলতে থাকুক জীবনবোধের চর্চা...
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:২৯
শবদাহ বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লাগে নি