নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিয়মিত ব্লগার

শবদাহ

শত প্রতিকূলতার মাঝেও যে লোক হারায় না নিজ মনোবল...বিজয় তার অধিকার শুনে রাখ ওরে দুর্বল।

শবদাহ › বিস্তারিত পোস্টঃ

ইংরেজী ভাষায় আমার যে ধরনের এলার্জি...

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

মাধ্যমিক স্তর পার হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম- আমার প্রাত্যহিক জীবনের সমস্ত কথোপকথন বাংলা ভাষায় চালাবো। প্রয়োজনের সময় অবশ্যই ইংরেজী ভাষা ব্যবহার করবো। তবে সেটা নিজেকে স্মার্ট হিসেবে সকলের নিকট পরিচিত করবার জন্য নয়। আর ইংরেজিতো শিখতেই হবে, কেননা আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের ক্ষেত্রে অন্যতম প্রধান ভাষা হচ্ছে ইংরেজি।
ইংরেজি-মিশ্রিত বাংলা বলা ব্যাপারটা বরাবরই আমার অপছন্দের। এভাবে বলতে গেলেই ভেতর থেকে কে যেন আমাকে বলে উঠে- শেষ পর্যন্ত তুইও নিজেকে মেকি স্মার্ট প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেলি! হায়রে!
আমি লজ্জা পাই। লজ্জা পেয়ে বাংলাতেই কথা চালিয়ে যাই।
তবে সবক্ষেত্রেই যে বাংলা বলতে পারি এমনটাও নয়। বড় বড় কথা বলছি বলেই, বাংলা ভাষায় আমার অগাধ পাণ্ডিত্য রয়েছে ব্যাপারটা ঠিক তাও নয়। ইংরেজি-বাংলা মিলিয়ে আমিও অনেক কথা বলি। এই যেমন আমার বলা এই কথাগুলোর মাঝেই আছে- স্মার্ট। আসলে স্মার্ট-এর সঠিক বাংলা অর্থ আমার জানা নেই। একইভাবে আরও কিছু শব্দ ব্যবহার করি যেগুলো বাংলার অংশ হয়ে গেছে বলে মনে করি। যেমন- স্কুল, ক্লাস, রোল, প্রেজেন্ট, স্যার, লাইন। এ ধরণের আরও অনেক শব্দই আছে যেগুলো এই মুহুর্তে মনে করতে পারছি না।

আচ্ছা স্মার্ট শব্দের বাংলা অর্থ কি চটপটে! নাহ! আমার মনোপুতঃ হচ্ছে না। আসলে আমি বলতে চাইছি, আমি যে ভাব প্রকাশ করতে চাইছি তা ঠিকভাবে প্রকাশ হচ্ছে না এই শব্দটা ব্যবহার করে।

একটা ব্যাপারে আমার খুব হাসি পায়। আমি আমার কোন বন্ধুর মাকে স্বচ্ছন্দভাবে আন্টি বলে ডাকতে পারি না। এর পেছনের কারণটা অবশ্য একটু আলাদা।
এর কারণটা হচ্ছে- হুমায়ুন আহমেদের নায়কদের সবসময় তাদের বন্ধুর মাকে খালাম্মা বলে ডাকতে দেখেছি। ভাবছেন আমি হিমু, শুভ্র, মিসির আলী ভাবছি নিজেকে? আমি কিন্তু নিজেকে নায়ক ভাবছি না।
আমি যতদূর জানি নায়কদের মাধ্যমেই লেখকরা রীতিনীতি সংক্রান্ত ও কল্যাণকর বার্তা মানুষের কাছে পৌছে দেয়। আর শুধু হুমায়ুন আহমেদেরই নয়, বিটিভির অনেক নাটকেই দেখেছি নায়কদের খালাম্মা শব্দটা ব্যবহার করতে। তাহলে আমি আন্টি বলতে যাবো কোন দুঃখে।
আমার আফসোসের ব্যাপারটা এইখানে যে আমি খালাম্মা বলেও আমার কোন বন্ধুর মাকে ডাকতে পারি না। কেমন এক আড়ষ্টতা আমাকে আঁকড়ে ধরে। কয়েকবার চেষ্টা করেছি খালাম্মা বলে ডাকতে, তবে আওয়াজ হয় নি তেমন। আমি ছাড়া আর কেউ শোনেনি। ফলে তাদেরকে দুয়েকবার জড়তাসহ আন্টি বলে ডেকে বাকি কথা বলেছি সম্বোধন ছাড়া।
এখন আমি নিজেকে আন্টি বলায় অভ্যস্ত করতে চাচ্ছি। আমার মনে হয়, আন্টি এখন বাংলা ভাষারই একটা শব্দ হয়ে গেছে। আর ভাষার বিবর্তনতো এভাবেই হয় বলে জানি।
ইদানিং যথাসম্ভব চেষ্টা করছি বন্ধুদের মায়ের সঙ্গে আলাপচারীতার সময় সম্বোধন করে কথা বলতে। চেষ্টা করছি আন্টি বলে ডাকতে। শিখছি আড়ষ্টহীনভাবে আন্টি উচ্চারণ করতে।

আমার এলার্জি সংক্রান্ত বর্ণনার শেষ অবধি আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৪৪

রক্তিম দিগন্ত বলেছেন:
বাংলার সাথে ইংরেজি না মিশিয়ে কথা বলার চর্চা আমিও করেছি। কাঠখোট্টা বাংলাও ব্যবহার করেছি। এক বন্ধুর সাথে কথা বলার সময় শুধু বাংলাই ব্যবহার করেছি। এমনকী, প্রতিনিয়ত ব্যবহার করে অভ্যস্ত হওয়া ইংরেজী শব্দগুলোই বাংলায় বলেছি। যেমন - ফেসবুক আইডির লিংককে বাংলায় বলেছি - মুখবইয়ে তার পরিচায়কের সংযুক্তির ঠিকানা।

বাংলা চর্চা করাটা বেশ আনন্দের। ঐ এক মাসের চর্চার ফলে এখন আমি অনর্গল ইংরেজি শব্দ ব্যবহার ছাড়াই কথা বলতে পারি। সত্যি বলতে, যখন বাংলা-ইংরেজি না মিশিয়ে শুধু বাংলায় কথা বলি - তখনই আমার নিজেকে 'স্মার্ট' মনে হয়, অন্যদের থেকে কিছুটা ভিন্ন মনে হয়।

স্মার্ট শব্দটাও ইংরেজি। এর অর্থ চৌকস। সত্যি বলতে - এই শব্দটা আপনার বাংলা কথার সুর অনুযায়ী যে কোন অর্থেই ব্যবহার করতে পারবেন। এটা আসলে কারো বানানো কোন নিয়ম নয়। আমার নিজের ধারণা।

আঙ্কেল, আন্টি বলার চেয়ে কাকা, কাকী, মামা, খালা - এসব বলাটা বেশি স্বস্তিদায়ক ছিল একটা সময় পর্যন্ত। কিন্তু আঙ্কেল, আন্টি শব্দগুলো এমনভাবে আমাদের সাথে মিশে গেছে যে এগুলোকেই এখন স্বাভাবিক মনে হয়। কিছু কিছু ক্ষেত্রে, আমার মনে হয় ইংরেজি শব্দ ব্যবহার করলেও খুব একটা ক্ষতি নেই। আপনার উদাহরণেই তো আছে কিছু শব্দের কথা। দুটোকে মিলিয়ে মিশিয়েই বলতে হবে। কিন্তু, যেগুলোর অর্থ বের করা যায় এবং সেগুলো দিয়ে বাক্যটাও সুন্দর ভাবে বুঝানো যায় - সেগুলোকে বাংলায় বলাটাই বেশি ভাল।

(যদিও শেষ বাক্যটার শেষ শব্দগুলো লেখার সময় মাথায় 'বেটার' শব্দটা ঘুরছিল।)

পোস্টের থেকে আপনার 'এলার্জি'টাই ভাল লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.