![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে,
১. হরতালের আগের দিন অস্ত্র ভাড়া দেওয়ার ব্যবসা বেড়ে যায় দ্বিগুন ।
২. পিকেটিং করার জন্য নিয়োজিত থাকে নির্দিষ্ট কয়েকটি গ্রুপ ।
৩.গাড়ি পোড়ানোর জন্য পিকেটার নেতা পান= ১৫ হাজার টাকা
৪. গাড়ি ভাংচুর করার জন্য পিকেটার নেতা পান =৫ হাজার টাকা
৫. ঝটিকা মিছিলের জন্য প্রতিজনকে দেওয়া হয় =১০০টাকা
৬.অস্ত্রসহ মিছিল করলে প্রতি অস্ত্রের জন্য দিতে হয় =৫ হাজার টাকা
৭.তলোয়ার বা ঐ ধরনের অস্ত্র নিয়ে মিছিল করলে =প্রতি অস্ত্রের জন্য ২ হাজার টাকা
৮.ঝটিকা মিছিলের জনপ্রতি প্রাপ্ত ১০০টাকা থেকে নেতা সবার থেকে ৩০ টাকা কমিশন রেখে ৭০টাকা করে কর্মীদের দিয়ে দেন ।
যেভাবে একটি গাড়ি পোড়ানো হয় :
১. পাঁচ থেকে ১০জনের একটি ভাড়াটে পিকেটার গ্রুপ কাজটি হাতে নেয় ।
২ .অনেক পিকেটার বাসের হেল্পারের সাথে আগে থেকেই কন্টাক্ট করে রাখে ।
৩.এইজন্য বাসের হেল্পারকে দিতে হয় ২ হাজার টাকা ।
৪. ৩ থেকে ৪ জন পিকেটার যাত্রীবেশে গাড়ীতে উঠার নাম করে গাড়ি থামিয়ে ভিতরে ঢোকে যায়
৫.লুকিয়ে রাখা পেট্রোলের বোতল ছড়িয়ে দেয় বাসে
৬. আগুন লাগিয়ে অন্যান্য যাত্রীদের সাথে সটকে যায় তারা ।
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমে লেখা একটা নিউজকে মডিফাইড করে পয়েন্ট আকারে লিখলাম ।
জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত ।
এইসকল ভাড়াটে পিকেটারদের মানসিকতা দেখুন : কোটি টাকা মূল্যের গাড়ি ভাঙচুর ও আগুন দিতে খারাপ লাগে কি না জানতে চাইলে তিনি(পিকেটার নেতা) বলেন,
“কে সৎপথে বড়লোক হয়েছে! যারা গরীব মেরে বড়লোক হয়েছে তাদের সম্পদ পোড়ালে দু:খ হবে কেন! বরং ভালই লাগে।”
আচ্ছা কার, মাইক্রো ,বাইক এসব না হয় দূনীর্তি করে গড়া যায় । কিন্তু বাস ,টেম্পোর রিক্সার চালকরা তো কোটি কোটি টাকা দূনীর্তি করতে পারেনা ,তাদের গাড়ীতে কেনো আগুন দেই ?গাড়ীতে আগুন দিতে গিয়ে কেনো দরিদ্র ড্রাইভারকে আগুনে পুড়িয়ে মারি ?কেনো নিষ্পাপ যাত্রীদেরকে অগ্নিদহ করি ?তাদের মৃত্যুর পর তাদের রেখে যাওয়া সন্তানদের ভরনপোষন কে নেয় ?সরকার ,বিরোধীদল নাকি দূর্নীতি দমন পিকেটাররা ?
রিক্সা হরতালের আওতার বাহিরে থাকার পরো কেনো রিক্সা ভেংগে দেই ?ফুটপাতের দোকানের মালামাল ,ভ্যানগাড়ির সবজী রাস্তায় ছুড়ে ফেলি ? সবাই দূর্নীতিবাজ ?যারা সারাদিন শ্রম দিয়ে ২০০টাকাও ইনকাম করতে পারেনা ,তাদের পেটে লাথি মেরে তোমরা হাজার হাজার টাকা ছিনিয়ে নিয়ে মানবতার কথা বলছো ?
যারা দূনীর্তিবাজদের গাড়ি ভাংগার নাম করে হাজার হাজার নিরীহ লোককে মেরে ফেলতে পারে টাকার লোভে অন্তত তাদের মুখে এই মানবতা মানায় না ।
সবচেয়ে বড় কথা ,হরতাল হলো যেকোন বিরোধীদলের জন্য গনতান্ত্রিক অধিকার ।তাদের দেওয়া হরতাল সফল করবে জনগন এবং তাদের সক্রিয় কর্মীরা ।কিন্তু নিজ কার্যালয়ে বসে বসে যারা ভাড়াটে পিকেটার দিয়ে দেশে অরাজকতা করে তাদের মুখে থু মারা ছাড়া কিছুই করার থাকেনা ।
Akjon Hridoy Ismail থেকে সংগ্রহীত।
২| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬
রহস্যময়ী কন্যা বলেছেন: অনেক কিছু জানলাম.......ধন্যবাদ...
৩| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২
ফাহীম দেওয়ান বলেছেন: @ বাংলার এলিয়েন - এখন দেখার বিষয় এই ভাড়াটে পিকেটার পেশা কবে থেকে শুরু হয়েছে। কারা এই নতুন পেশার জন্ম দাতা। আপনি যদি বলেন হরতাল যারাই করেছে সবাই এমন ভাবেই এদেরকে ব্যাবহার করেছেম তাহলে কিন্তু অনেক সত্যি কারের সফল হরতালকেই অস্বীকার করতে হবে। খুব খেয়াল কইরা
৪| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬
বিজ্ঞ মানুষ বলেছেন: জানলাম.....
৫| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
শূন্য পথিক বলেছেন:
৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১১
আসিফামি বলেছেন: পুরোটাই তাহলে ব্যবসা ছাড়া অন্য কিছু না
এটাও তাহলে একটা চাকরি
৭| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২০
রাতুল_শাহ বলেছেন: আজ পর্যন্ত জনগনের কোন ইস্যু নিয়া হরতাল হইছে?
হরতাল গনতান্ত্রিক , আমরা যে হরতাল দেখি এটা গনতান্ত্রিক না।
নেতাকে ধরে জেলে ঢুকাইছে, আগামিকাল হরতাল।
প্রশ্নপত্র ফাস হওয়ার সময় কেউ তো হরতাল ডাকে নাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪
বাংলার এয়ানা বলেছেন: ভাল তথ্য............... আর এই তথ্যের বিচারে গোল্ড মেডেলটা পায় আওয়ামী লিগ। পরিসংখান অনুযায়ী বাংলাদেশে সর্বচ্চ হরতালের রেকর্ড তদেরই দখলে।এরা ক্ষমতায় থেকেও হরতাল করার রেকর্ড করেছেন। বি,এন,পি এবং আওয়ামী লিগ তাদের উভয়ের মুখেই থু মারা উচিত।