নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবেশের কথা চিন্তা করে আমি কখনো পলি ব্যগ ব্যবহার করি না। বাসা থেকে চটের থলে নিয়ে বাজারে যাই। বাজার শেষে থলে হাতে নিয়ে বাসায় ফিরি।
গত কালও বাজার থেকে ফিরছিলাম। ফেরার পথে আমার থলেটা পয়েন্টে কর্তব্য রত পুলিশ ভাইদের চোখে পরে।
শত শত লোক প্রতিদিন পলি ব্যগ তাদের সামনে দিয়ে নিয়ে যায়। সেখানে কোনো আপত্তি নাই সন্দেহ অ নাই। যত আপত্তি, সন্দেহ আমার পরিবেশ বান্দব চটের নিরীহ থলেটার উপর।
যথা বিহিত উনারা উল্লাশি কার্য উদ্ধত হলেন।
শুধু কি তাই? আমার ২০ টাকা কেজি দরে কেনা শশা গুলোও উনাদের চোখ এড়াতে পারে নাই।
৭ জন মিলে সাতটা শশা গায়েব করে দিলেন। তাও আমার সামনে আমাকে না বলে।
এটাকি সেবা? নাকি অন্য কিছু?
ইদানিং লোক মুখে পুলিশ বাহিনীর যে সুনাম! সোনা যাচ্ছে তার সত্যতার প্রমান যে এভাবে পাব, ভাবিনি কখনো।
যারা কয়েকটা শশার লোভ সামলাতে পারেনা, লাখ লাখ টাকার টুপ কি করে সামলাবে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১১
গরু গুরু বলেছেন: কিছু বলার নাই। শুনেছি মাইনষের মোবাইল টাকাপয়শা নিয়া যায়। আমার শুধু শশা নিয়েছে। বলতে হয় উনারে আমাকে দয়া :-) দেখিয়েচেন
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
বানরও শশা চুরি করে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৬
গরু গুরু বলেছেন: উনাদের বানর বলতে নেই ভাইয়া। ইহাতে বানরাধিকারের অপমান হইবে।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৬
রাজ হাসান বলেছেন: ভাই আর বইলেন না,এইত গত কয়েকদিন আগে উত্তরা থেকে বাসায় আসার পথে সিএনজি তে ছিলাম।উত্তরাতে ফ্রেন্ড আমার বায়িং হাউস এ কর্মরত তো আমি ওর ঐখান থেকে কিছু গার্মেন্ট আইটেম নিয়ে আসি আমার নিজের ব্যবহারের জন্য।....... রোড আসলে যথারীতি চেক পোস্ট এলে সিএনজি থামাতে বলে এবং সি এন জি থামালে চেক শুরু করে কিছু না পেয়ে বলে সাথের কার্টন দেখিয়ে বলে এই কাপড় এর কাগজ কই?আমি বললাম এটাতো কেনা কাপড় না স্যাম্পল এর মাল এটার কাগজ আসবে কোথা থেকে তো উনারা ৭/৮ জন মিলে আমাকে বায়িং হাউসের অনেক কায়দা কানুন দেখায়ে বলে এটা চুরির মাল যদি দশহাজার টাকা দেই তাহলে ছেড়ে দিবে আর না হয় চালান করে দিবে এবং বিশেষ এক অঞ্চলের কথা বলে আমাকে ধমকি দেয়।কপাল ভাল আমার এলাকার ভিতর ছিল তারপরে এক হাজার টাকার বিনিময়ে ছাড়া পাই।
আসলে মোদ্দাকথায় দেশে আইনের কোনো শাসন নেই,যে যেইভাবে পারতেছে ক্ষমতার চূরান্ত রকমের অপব্যবহার করতেছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৮
গরু গুরু বলেছেন: ভাইরে, এইটারে বুধয় আইনের শাসন বলে।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩
অবিবাহিত ছেলে বলেছেন: তখন তাদের কিছু না বলে এখন ব্লগে এসে কান্নাকাটি করে কি লাভ । আমি হলে অন্তত জিজ্ঞেস করতাম শষা খাইলি কেরে ?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯
গরু গুরু বলেছেন: অবিবাহিত ভাই, বিয়ে ত করেন নাই, তাই বুঝতাসেন না। এখন পুলিশই দেশের সর্বে সর্বা। জিজ্ঞেস করতে গিয়ে যদি পাল্টা মামলা খাই তখন?
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮
রাজ হাসান বলেছেন: জ্বী ভাই ব্লগে এসে তো আর কান্নাকাটি করা হল না আপনারা একটু সাবধান হতে পারেন সেই জন্যই ঘটনা ব্লগে তুলে ধরা।আর বাংলাদেশের পুলিশ রে সকলে প্রটেস্ট করতে পারে না নির্দিস্ট পরিচয় ব্যাতীত,সাধারণ মানুষ হলে তো কথাই নেই।দেখেন না ভাই এমন পাগল হইছে যে হিন্দু ধইরা শিবির বইলা এক্কেবার হাটু বরাবর গুলি কইরা আজীবন এর জন্য পঙ্গু কইরা দিতেছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৭
গরু গুরু বলেছেন: ধন্যবাদ
৬| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন:
১৩ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
গরু গুরু বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫
শায়মা বলেছেন: শশাডাকাতের পাল্লায় পড়েছিলে ভাইয়া!