নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা কালের আবর্তনে আমিও এক যাত্রী ....

মহা কালের আবর্তনে আমিও এক যাত্রী।

গরু গুরু

আমি আপনি আমরা ....

গরু গুরু › বিস্তারিত পোস্টঃ

এটা আধুনিকতা, না কি সং সাজা?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৫

হাসপাতালের করিডোরে বসে ছিলাম আমরা বিশ পচিঁশ জন। মাজ খানথেকে উটতি বয়সি ছেলেটা তার মোবাইলের স্কিনে কিছু একটা দেখছে। মিউজিক শুনে অনুমান করলাম ওটা হিন্দি সিনেমার কোনো একটা গান হবে। পাবলিক প্লেসে তাও হাসপাতালে উচ্ছ শোরে গান শোনা। একে অন্যের দিকে তাকা তাকি করছিলাম সবার চুখেই বিরক্তি । জনসম্মুখে হিন্দি গান শোনা হয়তবা স্মার্টন্যসই হবে। অন্তত ছেলেটির দৃষ্টিতে।

কিছুদিন আগে খালাতো ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম। কনে পক্ষের একটা বালকের স্মার্টন্যস দেখলাম।
কাদে সাধা একটা হ্যডফোন ঝুলানো। সাথে কালো আরো একটা হ্যডফোন, এক কানে লাগানো । অন্য কানে ছিল ব্লুথুত ডিভাইস।
গলা আর দুই হাতে বড় বড় শিখল। যেমনটা পাবনা মানষিক হাসপাতালের এ গ্র‍্যড রুগীদের থাকে। যদিও তার ভাষায় ওটা ব্রেসলাইট।

গত বছর যখিন ঈদের নামাজ পড়তে মাঠে গিয়েচিলাম। দেখি সামনের সারির দুইটা বালকের মাতার চুলগুলো ক্যাঞ্চি ছাঠ। চুরিতে ধরা খেলে আমরা যেভাবে ছেটে দেই।
পাশের জনের কাছে জানতে চাইলাম ওদের অপরাধ কি?
উনি হেসে বললেন 'ওটা ষ্টাইল '

হ্যা স্টাইল। আমাদের ছেলেরা অনেক স্টাইলি হয়ে গেছে। যা দেখে আমরা পুরানা ধ্যন ধারনার লোকেরা প্রায়ই বিভ্রান্ত হই।
মুল্য বুধকে বিষর্জন দিয়া ওরা স্টাইলি হয়েছে । স্টাইল কেড়ে নিয়েছে ওদের স্থান কাল পাত্র জ্ঞান।
এই স্টাইলিপনায় পিতা মাতাদের আনন্দের কিছু নাই। যেসব পিতা মাতা এসবের প্রশ্রয় দেন তাদের বলছি।
আজ হয়তো আপনার ছেলে কানে দুল, হাতে গলায় শিখল আর চুলে চুরের মতো ছাট দিয়েই স্টাইল করছে, তাকে কিছু বলছেন না।
কিন্ত কাল যখন বডি মডিফিকেশন করবে, ট্রানস জেন্ডার প্লান্টিং করাবে তখন কি কিছু বলার থাকবে আপনার?
এখনো সাবধান হোন । ওদের ধর্ম সমাজ সংস্কৃতির সঠিক জ্ঞানে গড়ে তোলেন। দেখবে ওরা আধুনিক হবে কিন্তু স্টাইলি হবেনা। বাহিরের নয় ভেতরের সৌন্দর্যকে গুরুত্ত দিবে। সেটার বহিপ্রকাশ ঘটবে যত্র তত্র। আপনার চার পাশে ঘুরে বেড়াবে এক ঝাক অমায়িক ভদ্র ছেলে মেয়ে। যাদের ব্যবহারে শান্তি পাবেন, হ্য মরেও শান্তি ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

শায়মা বলেছেন: হা হা লেখা পড়ে হাসছি!

কেনো হাসছি বলবোনা ভাইয়া! :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

গরু গুরু বলেছেন: আপ, লজ্জা দিবেন না প্লিজ। pc নষ্ট হওয়াতে পোনিটিক কী বোর্ড ব্যবহার করতে হচ্ছে। আমি অটাতে একেবারে কাঁচা

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫

ঢাকাবাসী বলেছেন: লেখাটি পড়ে শায়মা কেন হাসছেন তা হলো আপনার বাংলা বানানের ভয়াবহ অবস্হা!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

গরু গুরু বলেছেন: বানানের বিষয়টা আমার কাছেও ধরা পরেছে। দুখ্যিত, বিজয় কী বোর্ড ব্যবহার করে অভ্যস্ত। পোনিটিক এখনো আয়ত্তে সে রকম আসে নাই।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

অন্যসময় ঢাবি বলেছেন: ওদের ধর্ম সমাজ সংস্কৃতির সঠিক জ্ঞানে গড়ে তোলেন। দেখবে ওরা আধুনিক হবে কিন্তু স্টাইলি হবেনা। বাহিরের নয় ভেতরের সৌন্দর্যকে গুরুত্ত দিবে>> সত্য কথা; কিন্তু স্টাইল করে চললে সমস্যা কোথায়? সময়ের সাথে সাথে জেনারেশন এর ও পরিবর্তন হবে, এটাইতো স্বাভাবিক। তবে এটা সত্যি যে আমাদের বর্তমান উটকো জেনারেশন জ্ঞানে আধুনিক হওয়ার চেয়ে পোশাকে আধুনিক হতে বেশি আগ্রহি। আমার মতে কে কেমনে চলছে সেটা তার ইচ্চা বাট উঠতি জেনারেশনের অবশ্যই মুল্যবোধ ও ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকা উচিত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪২

গরু গুরু বলেছেন: তা ঠিক। তবে আমি এখানে ষ্টাইল বলতে উদ্ভট সব ভঙ্গিমাকে বুঝিয়েছি ভাই।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৭

সাজিদ ঢাকা বলেছেন: শুরু আপনে বাংলা একাডেমী পদক পান নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.