নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কী একটা চ্যানেল আছেনা! ৭১ টিভি না কী যেনো নাম। রিমোট টিপলে মাঝে মধ্য সামনে পরে যেতো। তাই একেবারে রিমোভ করে দিয়েছি।
কি জন্য?
ছোটবেলা যখন স্কুলে যেতাম রাস্তায় একটা বাড়ি পরত।আমরা চামার বাড়ি বলে জানতাম। নদীর পাড়ে বাজারের ঠিক পেছনে বাড়িটি। প্রতিদিনই চামার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কিছু না কিছু অবাক করা জিনিশ দেখতাম। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতো। সারা দিন ঘিন ঘিন করত। বাচ্ছা বয়সতো, কৌতুহল নিয়ে দেখতাম। শূয়রকে বিরুন চাল খাইয়ে, গরম লোহার শিক ঢুকিয়ে শূয়রের পেট থেকে সেই চাল বের করে কী মজা করেই না খেত।পরে শুয়রটাকেও বলি দিত। মনে আছে জীবন্ত শুয়রের পেট থেকে যখন চাল বের করত, অর্ধ শিদ্ধ চালের সেই গন্ধ এখনো মনে হলে মুখের সামনে খাবার নেওয়া কঠিন হয়ে যায়।
আরো এক দিন স্কুলে যাওয়ার সময় দেখি চামার বাড়িতে খুব বাধ্য বাজনার শব্দ। আর কি স্কুলে যাওয়ার কথা?
ঢুকে গেলাম চামারদের বাড়িটায়। ঢুকে দেখি বিয়ে হচ্ছে। আঙগিনায় একটা চাটাইর মধ্য বর কনেকে বসানো হয়েছে। একজন ভ্রাম্মন ঋষি টাইপের লোক তাদের সামনা সামনি বাসা। এক পর্যায় কেউ একজন একটা থালা আর এক গ্লাশ পানি ঋষির হাতে দিলেন। ঋষি থালাটা তার সামনে রেখে অটার অপর নিজের বাম পায়ের বৃধাঙগুলিটা ধুলেন।
সেই পা ধুয়া পানি বর কনে খুব সম্মান করে পান করল আবার মাথায়ও মাখল। আরো কতকী দেখলাম.......... ততক্ষনে স্কুল টাইম শেষ।
স্কুলে যাওয়া আসা ছাড়া চামার বাড়িতে যাওয়া হত না। দিনের বেলা এমনি কেউ যায়ও না। রাতে যে কয়জন যায় সবাই মূলত তাড়ু ( বাংলা মাল) খাওয়ার টানেই যায়।
বলছিলাম ( 71- TV) ৭১টিভির কথা। ঐ চ্যান্যালটাও না দেখলে মনে হয় সেই কিশোরে ফেলে আসা চামার বাড়ির দৃশ্য গুলো দেখছি।
উপস্থাপিকাদের দেখলে মনে হয় আমি চামার বাড়ির সেই কংকা, গঙ্গা দের দেখছি।
মুজাম্মেল পুরাইতো ঋষি। পা ধুয়া পানি তার দর্শকদের কাছে কত পবিত্র!
মুজ্জার সংবাদ এমন ভাবে খায়, যেনো চামার বাড়ির লোকেরা শুয়রের পেটের চাল, রাতের তাড়ু খাচ্ছে।
দালাল ৭১ টিভি ঘিন্না করি তকে। খুব বেশি ঘিন্না করি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১
গরু গুরু বলেছেন: ধন্যবাদ
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩
জেরিফ বলেছেন: কি শুনালেন এখন তো আমার খাওয়াই বন্ধ হওয়ার উপক্রম
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮
গরু গুরু বলেছেন: না ভাই, আপনি খেয়ে যান।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫
গেন্না বয় বলেছেন: আওয়ামীলীগের পক্ষে কেউ বলেই দালাল। আর বিএনপি জামাতের পক্ষে কেউ বললে সে দালাল হয় না
৭১ টিভি দালাল আর দিগন্ত ভাল
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৭
গরু গুরু বলেছেন: না। মিডিয়া পক্ষ নিবে কেনো? সে দিগন্ত হোক আর ৭১ হোক। অন্ধ দালালির প্রতিবাদা জনাই।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫
এম. রহমান বলেছেন: এটা হতে পারে ৭১ ওয়ালারা আপনাদেরকেই চাইছে, একজন একজন করে যেন বমি করতে করতে পাকিস্তান চলে যায়।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯
গরু গুরু বলেছেন: মিথাচারের সীমা অতিক্রম করলেই মিডিয়া তার বিশ্বাস যোগ্যতা হারায়।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২
নীল আকাশ ২০১৪ বলেছেন: কেবল ৭১ টিভি নয়, এই চ্যানেলে যারা টক শো মারাতে আসে, তাদের সবার প্রতি মলমূত্র সম ঘৃণা রইল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০
গরু গুরু বলেছেন: হা হা হা। সব দালালদের প্রতি রইল সম ঘৃনা।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩
মিতক্ষরা বলেছেন: নবনীতা বা সেরকম কয়েকজন ব্যতিরেকে বাকীদের সহ্য করা যায়। তারা অন্তত বিরোধীমত শুনতে পারে। নবনীতা তো সেটাও পারে না - বিরোধী মত মানে সেটা উপহাসের বিষয়।
দিলারা চৌধুরী একবার বিরক্ত হয়ে উঠে গিয়েছিলেন। উপস্থাপক তখন শ্যামল দত্তের দিকে পক্ষপাত করছিলেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩০
গরু গুরু বলেছেন: যেকোনো বিষই হোক, নিরোপক্ষ আলোচনা ছাড়া সমাধান পাওয়া সম্ভব না।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কোন পক্ষ বা দালালি নয় মিডিয়ার দরকার নিরপেক্ষ থাকা। নিরপেক্ষ থাকলে সবকিছুরই একটা গুরুত্ব থাকে।
কিন্তু আপসোস!! আমাদের মিডিয়াগুলোও এক জন এক পক্ষ নিচ্ছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২
গরু গুরু বলেছেন: নিজেরাই নিজেদের গ্রহন যোগ্যতা হারিয়েছে।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০
আলোকিত আধারে বলেছেন: ১০০% একমত ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২
গরু গুরু বলেছেন: ধন্যবাদ।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩
গরু গুরু বলেছেন: সব দিক বিবেচনায় "একুশে"ই ভালো ছিল।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: একমত।