নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আর ভাবিনা সেই আগের মত,
স্বপ্ন গুলো ঝরছে পরে অবিরত,
শুকনো পাতা,ঝরনা,শ্রাবণ ধারার মত।
এখন আর খই না ফুটাই কথামালায়,
আচমকা এই নিরবতা বুকযে ফাটায়,
তবু আমি নিরব, নিশ্চুপ যেনো বোবার মত।
এখন আর চাইনা কারো সঙ্গপেতে,
দিবনা আর ভালোবাসার চাদর পেতে,
পণ করেছি হাটব একা বাকীটা পথ আছে যত।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৩
গরু গুরু বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০
প্রামানিক বলেছেন: এখন আর চাইনা কারো সঙ্গপেতে,
দিবনা আর ভালোবাসার চাদর পেতে,
পণ করেছি হাটব একা বাকীটা পথ আছে যত।
যখন কেউ সাথে থাকে না তখন কি আর করা একলাই হাঁটতে হয়। ধন্যবাদ
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৪
গরু গুরু বলেছেন: হ্যা সেই চেষ্টাই করছি
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
গরু গুরু বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১
শায়মা বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চলো রে
অনেক ভালো লাগা কবিতায়