নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা কালের আবর্তনে আমিও এক যাত্রী ....

মহা কালের আবর্তনে আমিও এক যাত্রী।

গরু গুরু

আমি আপনি আমরা ....

গরু গুরু › বিস্তারিত পোস্টঃ

চলে এসো

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪৩

প্রেয়সী,
তুমি চলে যাওয়ার পর,
আমার বলপয়েন্টের বলটা না আর আগের মত মসৃণ নেই,
তুমাকে নিয়ে কিছু লেখতে গেলে খেল হারিয়ে যাই।
নিউজপ্রিন্টের হালকা বাদামি কাগজ গুলোকে মনে হয় এক এক খানা আস্ত শিরিষ কাগজ ।
জানো,
আগে যখন বলপয়েন্টের বলে চড়ে বেড়াতাম আমার সপ্নের রাজ্য,
শূন্য দশমিক পাঁচ সাইজের ছুট্র বলটা কি সুন্দর না ছুটে চলত, আমায় নিয়ে।
মনে হত যেযো সিদুরমাখা অঙ্গুলি বেয়ে চলেছে প্রেয়সি বধুর সিতি ।
এক একটা পৃষ্টা লিখে বার বার তার উপর হাত বোলাতাম।
আর এখন.........
নাহ! থাক,
দিনে দিনে ভাবনাগুলো না কেমন অগোছালো হয়ে যাচ্ছে,
রুচিহীন কল্পনা গুলো বারংবার উকি মারে এই মনে,
সঙ্গোপনে, নিরবে নিস্তব্ধে।

প্রেয়সী,
চলে এসো, আরো একটা বারধরতে চাই তুমার নরম দুটি হাত ,
তুলতুলে গালদুখানায় দিতে চাই একটু আদর,
বিশ্বাস করো এর থেকে বেশি কিচ্ছু না।
প্লিজ তুমি চলে এসো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.