নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা কালের আবর্তনে আমিও এক যাত্রী ....

মহা কালের আবর্তনে আমিও এক যাত্রী।

গরু গুরু

আমি আপনি আমরা ....

গরু গুরু › বিস্তারিত পোস্টঃ

ফুল শিন্নিঃ সেদিন একটা অন্যায়কে প্রশ্রয় দিয়েছিলাম।

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬

গত বছর ঠিক এই দিনে খালুর মারা যাওয়ার চারদিন পুর্ণ হয়। আমাদের এলাকার নিওম হল কেউ মারা যাওয়ার চারদিনের মাতায় ফুল শিন্নি করতে হয়। ফুল শিন্নি মানে এই নয় যে ফুল দিয়ে শিন্নি করছি!
মানুষ আদর করে অনেক কিছুরই নাম বদলে অন্য নামে ডাকে।
নামে ফুল শিন্নি হলেও বস্তুত নানা বর্ণের ফল দিয়ে আয়োজন হয় ফুল শিন্নির। আমরা সেই ফলকে আদর করে ফুল ডাকি।
আগের রাত বাজার থেকে মোটামোটি অনেক ফুল এনেছিলাম। ফলের মৌসুম না হওয়াতে ফল সংগ্রহে খুব বেগ পেতে হয়েছিল। তআর পরেও আপেল, মল্টা, ইক্ষু, খাজুর, নাড়কেল, জাম্বুড়া কলা সহ বহু পদের ফুল, ঈদের বাজার নিষ্প্রান ফল মার্কেট খোজে খোজে সংগ্রহ করেছিলাম।
পরদিন সকাল থেকে পাড়ার বাল বৃদ্ধ সকলে বসেযায় ফুল কাটছে।
আর কিছুক্ষন পরে সেই ফুল প্যাকেট করে দরিদ্র নিস্বদের মাঝে বন্ঠন করে দেওয়ার মধ্য দিয়ে পুর্ন হয় ফুল শিন্নির ষোলকলা।

জানি এই বাহারি ফলের ফুল শিন্নি প্রয়াতো খালুর কোনো কাজে লাগেনি আর লাগবেও না। কিন্তু জারা জিবীত তাদেরতো কাজে লেগেছিল?
দরিদ্র মানুষ গুলো এক দিনের জন্য হলেও কিছু দামি ফল খাবে। এই সুযোগে অদের শরিল গুলো কিছু ভিটামিন, ক্যালোরী, জিংক, আইরন পাবে!
ফুল শিন্নি! ইচ্ছে করলেই কিন্তু আমার খালাতো ভাইদের এই ফুল শিন্নি করা থেকে বিরত রাখতে পারতাম।
কি লাভ হত? এমনত নয় যে প্রতিদিন ওদেরকে ডেকে আমরা ফল খাওয়াই! এমনকি একদিনও?
তাহলে একদিনের পাওয়াতে বাধা হয়ে দাড়ব কেনো!
হয়তো ভাবছেন সব সময় বেদাতের বিরোদ্ধে কথা বলা এই আমি খোদ নিজেই সেদিন বেদাতের প্রশ্রয় দিয়েছিলাম !
ফান্দে পরে অন্যায় মেনে নিয়েছিলাম !

মোটেও তা কিন্তু ছিল না।
আমার উপস্তিতি সেদিন ফুল শিন্নি ঠেকাতে পারত।
কিন্তু অনুপস্তিতিতে ফুল শিন্নির টাকা চলেযেতো কোনো অলীর মাজার সাজাতে কিংবা পীর বাবার রশনার গরু হতে।
এটাকি খুভ ভাল দেখাত?
এ আমার যুক্তি নয় অপারগতা পরম ব্যর্থতা !!!!

আজ একজন কথার ফাকে সেই পুরানো কথা তোলেছিল। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই যা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.